Mtech Insider

Mtech Insider Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mtech Insider, Digital creator, kashiani, Gopalganj.

Mtech Insider | Tech News & Tutorials
আপডেট থাকুন প্রযুক্তির দুনিয়ায়!
নতুন প্রযুক্তি, মোবাইল অ্যাপস, সফটওয়্যার গাইড, টেক টিপস ও রিভিউ—সব এক জায়গায়।
সত্যতা, স্পষ্টতা ও সহজ উপস্থাপন আমাদের অঙ্গীকার।

Follow করুন ও প্রযুক্তির সাথে থাকুন প্রতিদিন!

02/10/2025

কতক্ষন পরপর পোস্ট দিলে পোস্ট ভাইরাল হবে?

কবে যে এরকম ইনকাম দেখার সুযোগ হবে 🤔
02/10/2025

কবে যে এরকম ইনকাম দেখার সুযোগ হবে 🤔

পোস্ট সামনে পড়লেই  রেসপন্স করবেন প্লিজ ! আমি সবার পরিবার থেকেই ঘুরে আসবো । নতুনরা বেশি বেশি রেসপন্স করবেন 🥰
02/10/2025

পোস্ট সামনে পড়লেই রেসপন্স করবেন প্লিজ ! আমি সবার পরিবার থেকেই ঘুরে আসবো । নতুনরা বেশি বেশি রেসপন্স করবেন 🥰



01/10/2025

পজিটিভ রিভিউ পেজের এলগরিদমকে সাহায্য করে, আর নেগেটিভ রিভিউ কখনও কখনও সমস্যা তৈরি করতে পারে। ”

“ভাবুন তো, কারও পোস্টে মাত্র ১০০ ভিউ, তবুও ডলার উঠছে!(স্টার ছাড়া) 😲 আবার কারও ৫০ হাজার ভিউতেও কিছুই আসছে না! অনেকে এটা ...
01/10/2025

“ভাবুন তো, কারও পোস্টে মাত্র ১০০ ভিউ, তবুও ডলার উঠছে!(স্টার ছাড়া) 😲 আবার কারও ৫০ হাজার ভিউতেও কিছুই আসছে না!

অনেকে এটা দেখে কনফিউজ হয়ে যান—"কীভাবে সম্ভব?" আসলে ফেসবুক মনিটাইজেশন সবসময় ভিউয়ের ওপর নির্ভর করে না। কিছু পোস্টে ছোট ভিউ থেকেও আয় হয়, আবার অনেক বড় ভিউয়েও কিছু আসে না। এর পেছনে মূল কারণ হলো:
✅ সব পোস্টে বিজ্ঞাপন বসে না
✅ অডিয়েন্স কোথা থেকে দেখছে (লোকেশন ইম্পর্ট্যান্ট)
✅ কোন টাইপের কনটেন্টে ফেসবুক অ্যাড দেয়
✅ আপনার অডিয়েন্স কতটা টার্গেটেড

তাই হতাশ হবার কিছু নেই। 🙂 সব পোস্ট সমান আয় দিবে না, কিন্তু নিয়মিত কোয়ালিটি কনটেন্ট দিলে আপনার সঠিক অডিয়েন্স তৈরি হবে আর তখন আয়ও বাড়বে।

👉 আপনাদের কি কখনও এমন হয়েছে, ছোট ভিউতেও আয় হয়েছে? নাকি বড় ভিউতেও কিছু পাননি? কমেন্টে লিখে জানান তো!

আপনার পেইজ বা অনলাইন প্রেজেন্সকে ক্ষতিগ্রস্ত করতে কিছু স্ক্যামাররা এমন ফিশিং ট্রিক ব্যবহার করছে যা সহজে চোখে ধরা পড়ে না...
01/10/2025

আপনার পেইজ বা অনলাইন প্রেজেন্সকে ক্ষতিগ্রস্ত করতে কিছু স্ক্যামাররা এমন ফিশিং ট্রিক ব্যবহার করছে যা সহজে চোখে ধরা পড়ে না। 😡 ফেসবুক যদি কোনো নোটিশ পাঠায়, সেটা সরাসরি সাপোর্ট বক্সে যায়। পেইজে কোনো ইস্যু হলে তা ড্যাশবোর্ডে দেখায়। রিভিউয়ে কোনো নোটিশ আসে না। এটুকু বোঝা তো ছোটো বাচ্চার জন্যও সহজ।

তবুও, কিছু স্ক্যামাররা খুবই চতুর কৌশল ব্যবহার করছে। তারা ফেক রিভিউ দিয়ে পেইজকে ব্লক বা ডাউনগ্রেড করার চেষ্টা করে।

এদের লক্ষ্য একটাই — অন্যের পরিশ্রম ছিনিয়ে নেওয়া। 😔 এটি শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং ডিজিটাল কমিউনিটিতেও অবাঞ্ছিত চাপ সৃষ্টি করে।

💡 সচেতন থাকার কিছু টিপস:
1. অজানা বা সন্দেহজনক রিভিউ হলে সেগুলো রিপোর্ট করুন।
2. পেইজের সেটিংস ও সিকিউরিটি নিয়মিত চেক করুন।
3. কখনও ফেসবুকের বাইরে কোনো লিঙ্কে লগইন বা পাসওয়ার্ড দিবেন না।
4. কমিউনিটি ও বন্ধুদের সচেতন করুন — একসাথে প্রতিরোধ সব সময় শক্তিশালী।

মনে রাখবেন, হালাল পথে পরিশ্রম করে অর্জিত প্রতিটি কাজের মান অমূল্য। স্ক্যামারদের চেষ্টার বিরুদ্ধে সচেতনতা ও নিরাপত্তা আমাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা। ✨

(সচেতনতার জন্য এবং অন্যান্য ক্রিয়েটরদের বিষয়টা নিয়ে অবগত করার জন্য পোস্টটা শেয়ার করতে ভুলবেন না)

আমার এই ছোট্ট পেজেই এত লোক আনফলো করে চলে গেছে🥲 অথচ আমার পেজ "নিট এন্ড ক্লিন"। ✨ কোনো আলতু ফালতু কনটেন্ট এখানে নেই যেটার ...
01/10/2025

আমার এই ছোট্ট পেজেই এত লোক আনফলো করে চলে গেছে🥲 অথচ আমার পেজ "নিট এন্ড ক্লিন"। ✨ কোনো আলতু ফালতু কনটেন্ট এখানে নেই যেটার কারণে কেউ আনফলো করতে পারে।

যারা সুপার অ্যাক্টিভ তারাও অনেকে এই আনফলো করার বিষয়টা শেয়ার করেন। তাতে বুঝি আসলে আমাদের কোনো ব্যর্থতা নয়—কিছু লোক আছে যারা আনফলো করবেই। ↔️ ওদের উদ্দেশ্য থাকে শুধুমাত্র ফলো নেওয়া, এরপর নিজেরা আনফলো করে দেয়। এতে অবশ্য আমাদের খুব যে ক্ষতি তা বলা যায় না, শুধু লক্ষ্য করলে একটু খারাপ লাগে।

হ্যাঁ, হয়তো সবাইকে আমি এঙ্গেজমেন্ট দিতে পারি না। তবে যারা আমার সাথে কানেক্টেড আছে এবং যাদের পোস্ট আমার সামনে আসে, আমি চেষ্টা করি সবাইকে রেসপন্স করার। 💬

যাইহোক, আমি যেকোনভাবেই চেষ্টা করি আমার পরিবারের সদস্যদের দায় মেটানোর।

আমি তো স্বাভাবিক ভ্লগ কনটেন্ট বানাই না। 📱 টেক রিলেটেড কনটেন্ট বানাতে হলে একটু রিসার্চের প্রয়োজন আছে। এই রিসার্চ করতে হলে অনেক সময় লাগে, যার কারণে আমি অনেক সময় কমেন্টের রিপ্লাই দেরিতে করি, আমার এই ব্যর্থতাটুকু নিজ গুনে ক্ষমা করে দেবেন। কিন্তু মনে প্রাণেই আমি সবার সাথেই চেষ্টা করি কানেক্টেড থাকার।

হয়তো আমার কাছে আপনারা তেমন কিছু শিখতে পারেন না, তবে আমি চেষ্টা করি কিছু দেওয়ার। 🌸 যারা আমার পরিবারের সদস্য, আমার এই কনটেন্ট সহ্য করে আমার সাথে আছেন—তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।

আপনারা এগিয়ে যান, এটাই চাই। 🙌
পাশাপাশি আমার পাশেও থাকবেন, আমি যেন আপনাদের আরও ভালো কিছু দিতে পারি। 💙

আসলে ফোন বদলানোর দরকারটা এখন খুব ভালোভাবেই টের পাচ্ছি। যে ফোনটা ব্যবহার করছি, ওর মেজাজটাই আলাদা—কিছুদিন চললেই মনে হয় “বস...
30/09/2025

আসলে ফোন বদলানোর দরকারটা এখন খুব ভালোভাবেই টের পাচ্ছি। যে ফোনটা ব্যবহার করছি, ওর মেজাজটাই আলাদা—কিছুদিন চললেই মনে হয় “বস, এবার আমারে রিটায়ার দে” 😅। একটা ভিডিও বা ছবি তুললেই মেমোরি ফুল হয়ে যায়, তারপর এত স্লো হয়ে যায় যে সামান্য কাজ করতেও ধৈর্য হারিয়ে ফেলা লাগে।

ভালো ফোন নিতে ইচ্ছা হয় প্রতিদিনই, বিশেষ করে কনটেন্ট বানানোর জন্য। কিন্তু বাজেটের চাপে এখনই সেটা সম্ভব হচ্ছে না। ১৫ হাজার টাকার মধ্যে ভালো ফোন পাওয়া যায় না বললেই চলে, তাই মনে হয় ২৫ হাজার বা তার বেশি বাজেটেই আসল সমাধান হবে।

কিন্তু এখনকার অবস্থা হলো—“যা আছে তাই দিয়েই চালাও” টাইপ সিচুয়েশন। 🤷‍♂️ তবুও মজার ব্যাপার হলো, এই সীমাবদ্ধতাগুলোই মাঝে মাঝে নতুন আইডিয়া দেয়। তাই ভাবি, একদিন যখন ভালো ফোন হাতে আসবে, তখন হয়তো এই সংগ্রামের গল্পটাও মিষ্টি মনে হবে। 📱✨

এই সপ্তাহে আমার ৪৫–৬০ সেকেন্ডের রিলগুলো সবচেয়ে বেশি ভিউ পেয়েছে 🚀 (প্রায় 13% বেশি রিচ)। কিন্তু মজার ব্যাপার হলো—প্রতি সপ্...
30/09/2025

এই সপ্তাহে আমার ৪৫–৬০ সেকেন্ডের রিলগুলো সবচেয়ে বেশি ভিউ পেয়েছে 🚀 (প্রায় 13% বেশি রিচ)। কিন্তু মজার ব্যাপার হলো—প্রতি সপ্তাহে ডিউরেশন অনুযায়ী রিচ আলাদা হয়। কখনো 15–30 সেকেন্ডের ছোট ভিডিও ভালো যায়, আবার কখনো লম্বা রিলস ট্রেন্ড ধরে ফেলে।

👉 তাই সবার জন্য পরামর্শ হচ্ছে—নিজের Professional Dashboard নিয়মিত চেক করুন। দেখুন কোন লেন্থে আপনার অডিয়েন্স সবচেয়ে বেশি রেসপন্স করছে। তারপর সেই অনুযায়ী কনটেন্ট বানালে প্ল্যানিং আরও স্মার্ট হবে।

❓আপনার রিলস কোন ডিউরেশনে বেশি রিচ পাচ্ছে? কমেন্টে জানাতে ভুলবেন না ⬇️

খুব অভাবে পড়েছিলাম, তাই ভাবলাম বিকাশ থেকে লোন নেই। কিন্তু যা বুঝলাম, বিকাশ থেকে লোন পায় মূলত যারা নিয়মিত লেনদেন করে এবং ...
30/09/2025

খুব অভাবে পড়েছিলাম, তাই ভাবলাম বিকাশ থেকে লোন নেই। কিন্তু যা বুঝলাম, বিকাশ থেকে লোন পায় মূলত যারা নিয়মিত লেনদেন করে এবং যাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকে। আমার মতো গরিবদের জন্য লোন পাওয়া অনেকটা কঠিন। তবে আসলে ব্যাপারটা এমন না যে শুধু বড়লোকরাই পাবে, বরং কয়েকটা শর্ত মানলেই সুযোগ তৈরি হয়।

১️⃣ নিয়মিত লেনদেন করুন – যেমন পেমেন্ট, অ্যাড মানি ইত্যাদি। এতে বিকাশ আপনার আর্থিক কার্যকলাপ বুঝতে পারবে।
২️⃣ অ্যাকাউন্টে সবসময় কিছু ব্যালেন্স রাখুন – এটি আপনার আর্থিক স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।

👉 তাই লোন পেতে হলে অ্যাকাউন্ট সচল রাখা এবং নিয়মিত ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Address

Kashiani
Gopalganj
8130

Alerts

Be the first to know and let us send you an email when Mtech Insider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share