
06/09/2025
ফেসবুকের মনিটাইজেশন পলিসিতে তেমন কোন পরিবর্তন আসেনি। আগে কনটেন্ট মনিটাইজেশনের পাশে লেখা থাকতো No criteria met, তখন অনেক ক্রিয়েটর ভেবেছিল সামনে হয়তো নতুন কোন ক্রাইটেরিয়া আসবে। বাস্তবে তখনও এটি অলিখিতভাবে Invitation Only ছিল। এখন ফেসবুক সেটাই স্পষ্ট করে লিখে দিয়েছে। পার্থক্য শুধু এতটুকুই—যখন ফেসবুক আপনাকে ইনভাইট করবে তখনই আপনি সেটআপ পেয়ে যাবেন।