Mtech Insider

Mtech Insider Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mtech Insider, Digital creator, kashiani, Gopalganj.
(1)

Mtech Insider | Tech News & Tutorials
আপডেট থাকুন প্রযুক্তির দুনিয়ায়!
নতুন প্রযুক্তি, মোবাইল অ্যাপস, সফটওয়্যার গাইড, টেক টিপস ও রিভিউ—সব এক জায়গায়।
সত্যতা, স্পষ্টতা ও সহজ উপস্থাপন আমাদের অঙ্গীকার।

Follow করুন ও প্রযুক্তির সাথে থাকুন প্রতিদিন!

ফেসবুকের মনিটাইজেশন পলিসিতে তেমন কোন পরিবর্তন আসেনি। আগে কনটেন্ট মনিটাইজেশনের পাশে লেখা থাকতো No criteria met, তখন অনেক ...
06/09/2025

ফেসবুকের মনিটাইজেশন পলিসিতে তেমন কোন পরিবর্তন আসেনি। আগে কনটেন্ট মনিটাইজেশনের পাশে লেখা থাকতো No criteria met, তখন অনেক ক্রিয়েটর ভেবেছিল সামনে হয়তো নতুন কোন ক্রাইটেরিয়া আসবে। বাস্তবে তখনও এটি অলিখিতভাবে Invitation Only ছিল। এখন ফেসবুক সেটাই স্পষ্ট করে লিখে দিয়েছে। পার্থক্য শুধু এতটুকুই—যখন ফেসবুক আপনাকে ইনভাইট করবে তখনই আপনি সেটআপ পেয়ে যাবেন।

WhatsApp এ কে কে আপনার প্রোফাইল ছবি, লাস্ট সিন বা স্ট্যাটাস দেখতে পাচ্ছে সেটা হয়তো আপনি খেয়াল করেন না। অথচ এই সেটিংস ঠিক...
05/09/2025

WhatsApp এ কে কে আপনার প্রোফাইল ছবি, লাস্ট সিন বা স্ট্যাটাস দেখতে পাচ্ছে সেটা হয়তো আপনি খেয়াল করেন না। অথচ এই সেটিংস ঠিকভাবে না করলে অনেক অপরিচিত মানুষ আপনার ব্যক্তিগত তথ্য দেখতে পারবে। নিচে ধাপে ধাপে সেটিংস চেক করার নিয়ম দেখানো হলো

✅ ধাপগুলো
1. WhatsApp অ্যাপ ওপেন করুন
2. ডান পাশে তিন ডট (…) এ ক্লিক করে Settings এ যান
3. এরপর Privacy অপশন সিলেক্ট করুন
4. এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ অপশন পাবেন
• Last Seen & Online → কারা আপনার লাস্ট সিন দেখতে পাবে সেট করুন
• Profile Photo → শুধুমাত্র কন্ট্যাক্টস যাতে প্রোফাইল ছবি দেখতে পারে সেট করুন
• About → আপনার ইনফরমেশন সীমিত করুন
• Status → কাকে কাকে স্ট্যাটাস দেখাতে চান সেটা সিলেক্ট করুন

5. চাইলে Disappearing Messages ব্যবহার করতে পারেন যাতে আপনার মেসেজ নির্দিষ্ট সময় পর অটো ডিলিট হয়ে যায়।

✅ এই সেটিংস করলে আপনার WhatsApp প্রোফাইল অনেক বেশি সুরক্ষিত থাকবে এবং অচেনা কেউ আর আপনার ব্যক্তিগত তথ্য দেখতে পারবে না

কোনো কনটেন্ট—ভিডিও, পোস্ট কিংবা ইমেজ—পোস্ট করার পর যদি দেখেন ২-৩ ঘণ্টা পার হলেও ভিউস তেমন আসছে না, তাহলে বিরক্ত হয়ে ডিল...
05/09/2025

কোনো কনটেন্ট—ভিডিও, পোস্ট কিংবা ইমেজ—পোস্ট করার পর যদি দেখেন ২-৩ ঘণ্টা পার হলেও ভিউস তেমন আসছে না, তাহলে বিরক্ত হয়ে ডিলিট করবেন না।

অনেক সময় অ্যালগরিদম ভিউস বা এনগেজমেন্ট কাউন্ট করতে দেরি করে, আবার কখনো পোস্ট প্রাসঙ্গিক না থাকলেও পরে সেটাই হঠাৎ রিচ পেতে শুরু করে। ভিউস কম হলে পোস্ট ডিলিট করলে সেটাকে অ্যালগরিদম নেগেটিভ সিগন্যাল হিসেবেও নিতে পারে।

সব পোস্ট সমান রেসপন্স পাবে না—কখনো এনগেজমেন্ট বেশি হবে, কখনো কম। এমনও হয়েছে যে ১-২ বছর আগের কনটেন্ট পরবর্তীতে প্রাসঙ্গিক হয়ে ভাইরাল হয়েছে। তাই ভিউস কম হলেও পোস্ট রেখে দিন, সময়মতো সেটাই আপনাকে লাভবান করতে পারে।

ক্রিয়েটরদের ধারনা ছিল ৩১ আগস্ট ফেসবুক মনিটাইজেশন নিয়ে নতুন কোন আপডেট আসবে—হয়তো শর্ত বা ক্রাইটেরিয়ার পরিবর্তন। কিন্তু...
04/09/2025

ক্রিয়েটরদের ধারনা ছিল ৩১ আগস্ট ফেসবুক মনিটাইজেশন নিয়ে নতুন কোন আপডেট আসবে—হয়তো শর্ত বা ক্রাইটেরিয়ার পরিবর্তন। কিন্তু বাস্তবে তেমন কোন ঘোষণা আসেনি। অর্থাৎ এখনো ফেসবুক মনিটাইজেশন পুরোপুরি ইনভাইটেশন নির্ভর, নির্দিষ্ট কোন ক্রাইটেরিয়া নেই। তাই অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে নিজের কাজে মন দিন, নিয়মিত কনটেন্ট তৈরি করুন।

(কমেন্টে আপনার মতামত জানান, পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করতে ভুলবেন না)

04/09/2025

ফেসবুকে কাজ করার মানে শুধু আয় নয়, বরং নিজের একটা পরিচয় তৈরি করা।

পারছে না কিন্তু লেগে আছে—"Never Give Up" টাইপের এই লোকগুলিই ১-২ বছর পর ভালো কিছু করে ফেলতে সক্ষম হয়। কনটেন্ট ক্রিয়েশনে...
03/09/2025

পারছে না কিন্তু লেগে আছে—"Never Give Up" টাইপের এই লোকগুলিই ১-২ বছর পর ভালো কিছু করে ফেলতে সক্ষম হয়। কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

কোনো গুরুত্বপূর্ণ ভিডিও, পোস্ট বা আর্টিকেল সামনে এসেছে কিন্তু সময়ের অভাবে পরে পড়তে চান? “Save Post” ব্যবহার করুন। পোস্ট...
03/09/2025

কোনো গুরুত্বপূর্ণ ভিডিও, পোস্ট বা আর্টিকেল সামনে এসেছে কিন্তু সময়ের অভাবে পরে পড়তে চান? “Save Post” ব্যবহার করুন। পোস্ট বা ভিডিওর ডান দিকে থাকা তিন ডট (⋯) এ ক্লিক করুন, তারপর Save Post / Save Video সিলেক্ট করুন। পরে Saved সেকশন থেকে যেকোনো সময় এটি দেখতে পারবেন।

(পোস্টটি উপকারী হলে শেয়ার করতে ভুলবেন না, গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে পাশে থাকবে)

মানুষ যখন সমালোচনা করবে তখন বুঝবেন আপনি ঠিক পথে আছেন। আপনি যা-ই করেন, ভালো বা খারাপ, সমালোচনা হবেই। সমালোচনা মানে মানুষ ...
02/09/2025

মানুষ যখন সমালোচনা করবে তখন বুঝবেন আপনি ঠিক পথে আছেন। আপনি যা-ই করেন, ভালো বা খারাপ, সমালোচনা হবেই। সমালোচনা মানে মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে। আপনি যদি গুরুত্বপূর্ণ না হতেন, কারো মাথাব্যথা থাকত না। কনটেন্ট ক্রিয়েশনও সমালোচনার ঊর্ধ্বে নয়। কিছু আজেবাজে কনটেন্ট যেমন ক্রিয়েটর আছে, তেমনি অনেক সুস্থ কনটেন্ট ক্রিয়েটর আছে যারা মানুষকে বিনোদন দিচ্ছে এবং শেখাচ্ছে। তাই সমালোচনা করার আগে ভেবে দেখুন।

#সমালোচনা #কনটেন্টক্রিয়েশন #উন্নতি #অনুপ্রেরণা #মোটিভেশন #শেখা

কনটেন্ট মনিটাইজেশন নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন অনেকেই! কিছু ফটোকার্ডে দেখা যাচ্ছে—“১০,০০০ ফলোয়ার + ৬০,০০০ মিনিট” বা আরও না...
02/09/2025

কনটেন্ট মনিটাইজেশন নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন অনেকেই! কিছু ফটোকার্ডে দেখা যাচ্ছে—“১০,০০০ ফলোয়ার + ৬০,০০০ মিনিট” বা আরও নানা শর্ত। অনেকে বিভ্রান্ত হচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো ফেসবুক এ বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট দেয়নি। এমনকি যেসব সোর্স থেকে ক্রিয়েটররা খবর পান, সেখানেও কিছু আসেনি।

💡 নতুন আপডেট না আসা পর্যন্ত কনটেন্ট মনিটাইজেশন এখনো পুরোপুরি মেটার ইনভাইটেশন ভিত্তিক, নির্দিষ্ট কোনো শর্ত নেই।

✅ তাই ভুয়া তথ্যের পেছনে সময় নষ্ট করবেন না। তথ্যটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে ভুলবেন না।

Feed Reach = অর্গানিক গ্রোথের মূল চাবিকাঠি।পেজে নিজের অডিয়েন্স, ভিডিও ট্যাব থেকেও রিচ আসে। কিন্তু আসল গ্রোথ নির্ভর করে ...
01/09/2025

Feed Reach = অর্গানিক গ্রোথের মূল চাবিকাঠি।
পেজে নিজের অডিয়েন্স, ভিডিও ট্যাব থেকেও রিচ আসে। কিন্তু আসল গ্রোথ নির্ভর করে "ফিড রিচ"-এর উপর। কারণ ফিড রিচ মানে আপনার কনটেন্ট নতুন মানুষের কাছে পৌঁছাচ্ছে।

ফিড রিচ যত বেশি হবে -
•নতুন অডিয়েন্স কনটেন্ট দেখবে
•নন-ফলোয়ারদের কাছেও পৌঁছাবে
•ফলোয়ার গেইন করার সুযোগ বাড়বে

কিন্তু ফিড রিচ কম হলে পোস্ট শুধু পুরনো ফলোয়ারদের মাঝেই সীমাবদ্ধ থাকবে।

ফিড রিচ বাড়ানোর উপায়:
1. রিলস বা শর্ট ভিডিও নিয়মিত পোস্ট করুন
2. এমন কনটেন্ট দিন যা মানুষ কমেন্ট ও শেয়ার করতে আগ্রহী হবে
3. ভ্যালু দেওয়া পোস্ট করুন, যেমন টিপস বা ইউনিক তথ্য
4. সব সময় পেজকে রিকমেন্ডেবল রাখুন

অর্গানিক ফলোয়ার পেতে হলে এবং বড় রিচ আনতে হলে ফিড রিচ উন্নত করার কোনো বিকল্প নেই।‌

পোস্টটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে শেয়ার দিন।

I've just reached 6K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗...
01/09/2025

I've just reached 6K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

অনেকের কনটেন্ট মনিটাইজেশন টুলস মাঝেমধ্যে উধাও হয়ে যায়। চিন্তার কিছু নেই, আপডেট জনিত কারণে এই সমস্যা হয়। দেখবেন কিছুদি...
31/08/2025

অনেকের কনটেন্ট মনিটাইজেশন টুলস মাঝেমধ্যে উধাও হয়ে যায়। চিন্তার কিছু নেই, আপডেট জনিত কারণে এই সমস্যা হয়। দেখবেন কিছুদিনের মধ্যে আবার ফিরে এসেছে।নিশ্চিন্তে কাজ করতে থাকুন।


Address

Kashiani
Gopalganj
8130

Alerts

Be the first to know and let us send you an email when Mtech Insider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share