
06/08/2025
মা
জুয়েল মাহমুদ
পৃতিবীতে ধন
মায়েরই মতন
নাই কিছু আর নাই।
দুঃখ যখন
আসে তখন
তাঁকেই কাছে পাই।
রঙিন যাহা
দেখি তাহা
আসল ভাবা ভুল।
দুঃখ এলে
যায় সব চলে
সেই হলো মাশুল।
যেখানেই যাই
সুখ নাহি পাই
না থাকলে জননী কাছে।
পাই কত সুখ
দূর হয় দুখ
জননী থাকলে পাশে।
#কবিতা
#মা
#সাহিত্য