
29/11/2024
মেঘের দিনে
জুয়েল মাহমুদ
আকাশে মেঘ গুড়ুম গুড়ুম
ময়ূর মেলে ডানা।
ভয়েতে হয় জড়োসড়ো
টোনা-টুনির ছানা।
খানিকবাদে অঝর ধারায়
ঝরে শুধু বারি।
কেউ বা থাকে মহাসুখে
কেউ বা অনাহারী।
গরু-ছাগল,পাখ-পাখালি
ফেরে আপন বাসায়।
চুপটি করে বসে থাকে
রৌদ্র-আলোর আশায়।