Jewel Mahmud-জুয়েল মাহমুদ

Jewel Mahmud-জুয়েল মাহমুদ Writer

মেঘের দিনেজুয়েল মাহমুদআকাশে মেঘ গুড়ুম গুড়ুমময়ূর মেলে ডানা।ভয়েতে হয় জড়োসড়োটোনা-টুনির ছানা।খানিকবাদে অঝর ধারায়ঝরে শুধু বার...
29/11/2024

মেঘের দিনে
জুয়েল মাহমুদ

আকাশে মেঘ গুড়ুম গুড়ুম
ময়ূর মেলে ডানা।
ভয়েতে হয় জড়োসড়ো
টোনা-টুনির ছানা।

খানিকবাদে অঝর ধারায়
ঝরে শুধু বারি।
কেউ বা থাকে মহাসুখে
কেউ বা অনাহারী।

গরু-ছাগল,পাখ-পাখালি
ফেরে আপন বাসায়।
চুপটি করে বসে থাকে
রৌদ্র-আলোর আশায়।

আঁধার যদি নামে ধরায়মেঘ করে আকাশে।ভয় পেয়ো না মাগো তুমিরইবো তোমার পাশে।© জুয়েল মাহমুদ
29/11/2024

আঁধার যদি নামে ধরায়
মেঘ করে আকাশে।
ভয় পেয়ো না মাগো তুমি
রইবো তোমার পাশে।

© জুয়েল মাহমুদ

খোকার স্বপ্নজুয়েল মাহমুদভোর হলেই পাখিরা সবকিচির-মিচির ডাকে।সে ডাক শুনেই ওঠে খোকাঘুমিয়ে না আর থাকে।হাত-মুখ ধুয়ে খোকাপড়তে ...
28/11/2024

খোকার স্বপ্ন
জুয়েল মাহমুদ

ভোর হলেই পাখিরা সব
কিচির-মিচির ডাকে।
সে ডাক শুনেই ওঠে খোকা
ঘুমিয়ে না আর থাকে।

হাত-মুখ ধুয়ে খোকা
পড়তে বসে রোজ।
এ পৃথিবীর পাতায় পাতায়
নিতে হবে খোঁজ।

স্বপ্ন তাহার অনেক বড়
অনেক বড় হবে।
দুঃখে যাদের জীবন গড়া
তাদের পাশে রবে।

আজকে আমার হৃদয় পোড়ামনটা যে শ্মশ্মান।এই আমি কি এমন ছিলাম! এসব তোমার দান।© জুয়েল মাহমুদ
28/11/2024

আজকে আমার হৃদয় পোড়া
মনটা যে শ্মশ্মান।
এই আমি কি এমন ছিলাম!
এসব তোমার দান।

© জুয়েল মাহমুদ

আমি জানি সে ভালোবাসা নয়কিছু মায়া কিছু ছল।ভিতরে সাজানো কন্টকশয্যাবাহিরি তার শতদল।© জুয়েল মাহমুদ
27/11/2024

আমি জানি সে ভালোবাসা নয়
কিছু মায়া কিছু ছল।
ভিতরে সাজানো কন্টকশয্যা
বাহিরি তার শতদল।

© জুয়েল মাহমুদ

আজকে তোমার মনের ঘরে অন্য কারো বাস।আমার হৃদয় হলুদ পাতারকরুণ দীর্ঘশ্বাস। ©জুয়েল মাহমুদ
27/11/2024

আজকে তোমার মনের ঘরে
অন্য কারো বাস।
আমার হৃদয় হলুদ পাতার
করুণ দীর্ঘশ্বাস।

©জুয়েল মাহমুদ

স্বপ্ন বেচে দুঃখ কিনেছিবিষাদের মেলা হতে। ভালোবাসা বেচে ঘৃনা নিয়েচলেছি দুঃখের রথে।© জুয়েল মাহমুদ
26/11/2024

স্বপ্ন বেচে দুঃখ কিনেছি
বিষাদের মেলা হতে।
ভালোবাসা বেচে ঘৃনা নিয়ে
চলেছি দুঃখের রথে।

© জুয়েল মাহমুদ

আবার যদি ছোটো হতামছোট্ট খোকার মত।দেখতে তবে পড়া-লেখাকরতাম আমি কত !পড়ার সময় করতাম পড়াখেলার সময় খেলা।পড়া-লেখায় কভু আমিকরতাম...
25/11/2024

আবার যদি ছোটো হতাম
ছোট্ট খোকার মত।
দেখতে তবে পড়া-লেখা
করতাম আমি কত !

পড়ার সময় করতাম পড়া
খেলার সময় খেলা।
পড়া-লেখায় কভু আমি
করতাম না আর হেলা।

©জুয়েল মাহমুদ

বুকের মাঝে শূন্যতা একশুকিয়ে যাওয়া মরা নদী।খাঁ-খাঁ করে সেই নদীটাস্রোত ছিলো যার নিরবধি।© জুয়েল মাহমুদ
05/11/2024

বুকের মাঝে শূন্যতা এক
শুকিয়ে যাওয়া মরা নদী।
খাঁ-খাঁ করে সেই নদীটা
স্রোত ছিলো যার নিরবধি।

© জুয়েল মাহমুদ

আমি হেরে যাই বারবার তবু জয়ের জন্য লড়ি।স্বপ্ন ভেঙে যায় বারবার তবু নতুন স্বপ্ন গড়ি। ©জুয়েল মাহমুদ
05/11/2024

আমি হেরে যাই বারবার
তবু জয়ের জন্য লড়ি।
স্বপ্ন ভেঙে যায় বারবার
তবু নতুন স্বপ্ন গড়ি।

©জুয়েল মাহমুদ

মায়ের ভালোবাসাআকাশেতে মেঘের খেলাসূর্য মামার ছুটি।অন্নের খোঁজে বাইরে মাতাবাসায় ছানা দুটি।হঠাৎ করে দমকা হাওয়াপ্রলয়ংকারী ঝড়...
04/11/2024

মায়ের ভালোবাসা

আকাশেতে মেঘের খেলা
সূর্য মামার ছুটি।
অন্নের খোঁজে বাইরে মাতা
বাসায় ছানা দুটি।

হঠাৎ করে দমকা হাওয়া
প্রলয়ংকারী ঝড়।
ভয়ে তাহার ছানা দু'টি
কাঁপে যে থরথর।

এমন ঝড়ের মাঝে মাতা
ফেরে আপন ঘরে।
লক্ষ্ণী দুটি ছানা তাহার
যাবে না হয় মরে।

© জুয়েল মাহমুদ

Address

Gopalganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Jewel Mahmud-জুয়েল মাহমুদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jewel Mahmud-জুয়েল মাহমুদ:

Share