
09/04/2025
আহ! আফসোস ড. মুহাম্মদ ইউনূসকে হয়তো আমরা বেশি দিন পাবো না! বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে তাঁর বক্তৃতা শুনছিলাম…
উনি ছিলেন আবেগে ভেসে যাওয়া এক জীবন্ত ইতিহাস।
দেশের দারিদ্রতা, ১৯৭৪ সালের সেই হৃদয়বিদারক দুর্ভিক্ষের কথা তুলে ধরলেন যখন।মনটা কেমন যেন ভার হয়ে গেল!
একবার অন্তর থেকে নিজেকে প্রশ্ন করুন—
এই মানুষটার মধ্যে রাষ্ট্রনায়ক হওয়ার গুণাবলি নেই?
একটা সত্য কেবল মনে রাখবেন—
যাদের বক্তৃতা শোনাতে হলে সিংগাড়া-পেপসি দিয়ে মানুষ আনতে হয়,
তাদের পাশে দাঁড়িয়ে এই ইউনূসের মতো মানুষকে কেউ তুলনা করবেন না!
যে মানুষকে শুনতে বিশ্বের মানুষ
৭৫ হাজার ডলার খরচ করতে রাজি,
সেই মানুষকে আমরা পেয়ে ছিলাম
এটা আমাদের গর্ব!
কিন্তু আফসোস…
এই জাতিই হয়তো তাকে বেশিদিন ধারণ করতে পারবে না।