প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

  • Home
  • প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মানবসেবা পরম ধর্ম। সেবাই আমার আসল কর্ম।

Permanently closed.
প্রগতি লাইফ ইন্সুরেন্স পি এল সি  বাংলাদেশের সেরা, সুশিল, জ্ঞানী, গুনি প্রতিষ্ঠানের সম্মানিত সকল পর্যায়ের গুনি মানুষ দের ...
19/09/2025

প্রগতি লাইফ ইন্সুরেন্স পি এল সি বাংলাদেশের সেরা, সুশিল, জ্ঞানী, গুনি প্রতিষ্ঠানের সম্মানিত সকল পর্যায়ের গুনি মানুষ দের স্বাস্থ্য ও লাইফ বিমা কাভারেজ দিয়ে আসছেন।
যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০০৩ সাল থেকে, রুয়েট ২০১৯ সাল হইতে,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে,ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, এমন ২৬ টি বিশ্ববিদ্যালয়ের সহিত।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ১৮ বছর হইতে, গ্রামীন ফোন, রবি, বাংলালিংক, গ্রামীন ব্যাংক, সহ ২২ টি প্রাইভেট ব্যাংক , রূপপুর পারমানবিক সহ কয়েক শত সুনামধন্য প্রতিষ্ঠানের গ্রুপবিমার সেবা দিয়ে আসছে।
দেশি বিমা কোম্পানি ভালো নয় সে কথা কি এখনো বলবেন?

বিদেশ প্রেম ছাড়ুন দেশি পন্য, দেশি কোম্পানি ভালো, মানসম্মত, বেষ্ট সার্ভিস, ভালো মুনাফা,খোঁজ করুন, খারাপ কে বয়কট করুন, ভালো কে ভালো বলুন।

প্রয়োজনের সময়ে আপনার সঞ্চয়ের অর্থ হাতে পাওয়ার গুরুত্ব আমরা বুঝি। তাই বীমাদাবী পরিশোধের ক্ষেত্রে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স...
17/09/2025

প্রয়োজনের সময়ে আপনার সঞ্চয়ের অর্থ হাতে পাওয়ার গুরুত্ব আমরা বুঝি। তাই বীমাদাবী পরিশোধের ক্ষেত্রে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স থাকে সর্বোচ্চ তৎপর।
মাত্র ৭ দিনের মধ্যেই সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে টাকা পৌঁছে দেয় গ্রাহকের হাতে।

আপনার সঞ্চয়ে প্রিয়জনের জীবনকে সুন্দর করে সাজাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রগতি লাইফে সুরক্ষিত গ্রাহক, সুনিশ্চিত ভবিষ্যত।

✅ কেন সদস্য হবেন?1. আর্থিক সুরক্ষাআকস্মিক মৃত্যু, দুর্ঘটনা বা অসুস্থতার সময় পরিবারকে অর্থনৈতিক সাপোর্ট দেয়।ভবিষ্যতের অনি...
17/09/2025

✅ কেন সদস্য হবেন?

1. আর্থিক সুরক্ষা

আকস্মিক মৃত্যু, দুর্ঘটনা বা অসুস্থতার সময় পরিবারকে অর্থনৈতিক সাপোর্ট দেয়।

ভবিষ্যতের অনিশ্চয়তাকে নিরাপদ করে তোলে।

2. সঞ্চয়ের সুযোগ

শুধু ঝুঁকি কভারই নয়, বরং নিয়মিত প্রিমিয়াম প্রদানের মাধ্যমে সঞ্চয় গড়ে ওঠে।

মেয়াদ শেষে এককালীন টাকার সুবিধা পাওয়া যায়।

3. বিনিয়োগের নিশ্চয়তা

ব্যাংকের চেয়ে বেশি লাভজনক রিটার্ন পাওয়া যায় অনেক সময়।

টাকার নিরাপদ বিনিয়োগ হিসেবে কাজ করে।

4. বেকার ও সাধারণ মানুষের জন্য কার্যকর

অল্প টাকায়ও পলিসি নেওয়া যায়।

ভবিষ্যতে সন্তানের পড়াশোনা, বিয়ে বা নিজের অবসর জীবনের জন্য বড় সহায়তা হয়।

5. ট্যাক্স সুবিধা

বীমার প্রিমিয়াম প্রদানের ওপর আয়করে ছাড় পাওয়া যায়।

6. সন্তান ও পরিবারের নিশ্চিন্ত ভবিষ্যৎ

পরিবারের জন্য নির্ভরযোগ্য অর্থনৈতিক ছাতা হয়ে দাঁড়ায়।

বিশেষ করে একমাত্র উপার্জনকারী মারা গেলে বা অক্ষম হলে পরিবারকে সহায়তা করে।

7. ক্যারিয়ার গড়ার সুযোগ (এজেন্ট/FA হিসেবে)

স্বাধীনভাবে কাজ করে আয় করা যায়।

পরিশ্রমের মাধ্যমে সম্মান ও ক্যারিয়ার তৈরি হয়।

তাই আপনার জীবনের ক্যারিয়ার গড়তে যোগাযোগ করুন-০১৭২১১৪০৪৫২

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা।এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্র...
17/09/2025

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা।

এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো—এই ল'ড়া*ই আমাদের আরও শক্তিশালী করে।

মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে, তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয়। জীবনের পথে হাজারো বাধা আসবেই, কিন্তু সেগুলোর মোকাবিলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব।

যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়, যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে, তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা।

তাই, যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠছে—তখন নিজেকে স্মরণ করিয়ে দিন, "আমি পারব। আমার ভেতরের শক্তি অদম্য।"

সফলতা কেবল তাদেরই ধরা দেয়, যারা সাহস নিয়ে সবকিছু মোকাবিলা করতে প্রস্তুত। আজ ল*ড়া*ই করুন, কাল জয়ের গল্প লিখুন। বাঁচুন বিশ্বাস নিয়ে, এগিয়ে চলুন সাহস নিয়ে।

Best Service Trust For Us.
16/09/2025

Best Service Trust For Us.

16/09/2025
সকলের জন্য জীবন বীমা প্রয়োজন। জীবন বীমা সম্পর্কে জানতে যোগাযোগ করুন-01303-270423
16/09/2025

সকলের জন্য জীবন বীমা প্রয়োজন। জীবন বীমা সম্পর্কে জানতে যোগাযোগ করুন-01303-270423

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share