19/09/2025
প্রগতি লাইফ ইন্সুরেন্স পি এল সি বাংলাদেশের সেরা, সুশিল, জ্ঞানী, গুনি প্রতিষ্ঠানের সম্মানিত সকল পর্যায়ের গুনি মানুষ দের স্বাস্থ্য ও লাইফ বিমা কাভারেজ দিয়ে আসছেন।
যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০০৩ সাল থেকে, রুয়েট ২০১৯ সাল হইতে,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে,ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, এমন ২৬ টি বিশ্ববিদ্যালয়ের সহিত।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ১৮ বছর হইতে, গ্রামীন ফোন, রবি, বাংলালিংক, গ্রামীন ব্যাংক, সহ ২২ টি প্রাইভেট ব্যাংক , রূপপুর পারমানবিক সহ কয়েক শত সুনামধন্য প্রতিষ্ঠানের গ্রুপবিমার সেবা দিয়ে আসছে।
দেশি বিমা কোম্পানি ভালো নয় সে কথা কি এখনো বলবেন?
বিদেশ প্রেম ছাড়ুন দেশি পন্য, দেশি কোম্পানি ভালো, মানসম্মত, বেষ্ট সার্ভিস, ভালো মুনাফা,খোঁজ করুন, খারাপ কে বয়কট করুন, ভালো কে ভালো বলুন।