Golpo Wala 2.0M

Golpo Wala 2.0M Video Created

10/01/2025

বাইক যখন বাবার হয়

゚viralシ ゚viral

10/01/2025

বেকার ঘরজামাই
゚viralシ ゚viral

আমাদের পেজে কাজ করতে আগ্রহী এমন কিছু ছেলেমেয়ে লাগবে। কেউ যদি অভিনয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন
10/12/2024

আমাদের পেজে কাজ করতে আগ্রহী এমন কিছু ছেলেমেয়ে লাগবে। কেউ যদি অভিনয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

27/02/2022

- কার আইডির মায়ায় পড়ে ভুল্লি আমারে।
- তুই কি জানিস ওই আইডিটাও আমি চালাই রে!😂😂😂😂🤣🤣🤣

06/01/2022
04/12/2021

অফিসে নুতন ম্যানেজার এসেছেন। তিনি আবার খুবই রাগী প্রকৃতির মানুষ!
ম্যানেজার প্রথম দিন অফিসে ঢুকেই দেখলেন সবাই নিজের কাজে ব্যস্ত, কিন্তু একটা হাঁদা টাইপের আনস্মার্ট ছেলে শুধু এদিক ওদিক তাকিয়ে ঘুরছে!
ব্যাস! ম্যানেজার গেলেন প্রচন্ড রেগে! তিনি চিৎকার করে ছেলেটাকে ডেকে বললেন- কত টাকা বেতন পাও তুমি? 😠
-- জ্বি, ১০ হাজার টাকার মতো পাই স্যার।
ম্যানেজার বাবু পকেট থেকে মানিব্যাগ বের করলেন। সেখান থেকেই ১০ হাজার টাকা বের করে ছেলেটাকে দিয়ে বললেন-
আর কোনদিন তোমার মত ফাঁকিবাজকে আমার অফিসে দেখতে চাই না!! এখনই বিদায় হও!!
ছেলেটা কিছু না বলে টাকাটা নিয়ে চুপচাপ মাথা নিচু করে চলে গেলো!
ম্যানেজার এরপর ক্যাশিয়ারকে ডেকে বললেন- ছেলেটা কোন ডিপার্টমেন্টে? এখনই ওর নাম কেটে দিন!
ক্যাশিয়ার মাথা নিচু করে জানালো-
ছেলেটা পিৎজা ডেলিভারি দিতে এসেছিল স্যার!! 😕

মন্টুর বাপ : এবারের ভ্যালেন্টাইনস দিবসে তোমাকে কী উপহার দেব, বল?মন্টুর মা : আমার ব্যক্তিত্বকে সম্মান কইরো...শুধু একটু ইজ...
23/10/2021

মন্টুর বাপ : এবারের ভ্যালেন্টাইনস দিবসে তোমাকে কী উপহার দেব, বল?

মন্টুর মা : আমার ব্যক্তিত্বকে সম্মান কইরো...শুধু একটু ইজ্জত দিয়ে কথা বইলো, তাতেই হবে...

মন্টুর বাপ : না না, ভালো কিছু বল! বড় দান মারছি এইবার। প্রচুর টাকা পাইছি একটা কাজে। তোমারে দামি কিছু উপহার দিতে চাই।

মন্টুর মা : একটু শ্রদ্ধার দৃষ্টিতে দেইখো আমারে, হুদাই জেদাজেদি কইরো না। মোট কথা আমারে ভুল বুইঝো না... সেটাই আমার জন্য শ্রেষ্ঠ উপহার হবে... আমার কাছে ভালোবাসাটাই আসল...

মন্টুর বাপ : ধুত্তোর ভালোবাসা! গুষ্টি কিলাই তোর... আমি চাইছি ভ্যালেন্টাইনস দিবসে তোরে একটা দামি গিফট দিতে। আর তুই শুরু করলি ভালোবাসা... ঝগড়া এভাবেই শুরু হয় তোর সঙ্গে আমার!

kalerkantho

মন্টুর মা : ঠিক আছে, ঠিক আছে। মাপ চাই! আমারে একটা দামি স্মার্ট ফোন দিও...

মন্টুর বাপ : কিচ্ছু দিমু না অহন, সব বাদ দিলাম। হুদাই তর্ক কইরা মুডটা অফ কইরা দিল আমার বেটির ঘরের বেটি...

চাকরির ইন্টারভিউ চলছে।চাকরিপ্রার্থী সব প্রশ্নের উত্তর ইংরেজিতে দিচ্ছে। কিন্তু ব্যাকরণে দুর্বলতার কারণে তার উত্তর কেউ বুজ...
23/10/2021

চাকরির ইন্টারভিউ চলছে।
চাকরিপ্রার্থী সব প্রশ্নের উত্তর ইংরেজিতে দিচ্ছে। কিন্তু ব্যাকরণে দুর্বলতার কারণে তার উত্তর কেউ বুজছে না।
বোর্ড সভাপতি তাকে বললেন- প্রশ্নের উত্তর বাংলাতে দিলেই ভালো।

চাকরিপ্রার্থী : ওকে, স্যার।

চেয়ারম্যান : এবার বলুন, আপনার যোগ্যতা কি?

চাকরিপ্রার্থী : চোখে চোখে চা!

চেয়ারম্যান : শাট আপ! বেআদব কোথাকার!

চাকরিপ্রার্থী : স্যার, রাগ করছেন কেন?

চেয়ারম্যান: রাগ করব না মানে? তোমাকে প্রশ্ন করলাম কি আর জবাব দিলে কি! এ ছাড়া ভাষার কী ছিরি... চাকরির ইন্টারভিউয়ে এমন ভাষায় কথা বলে কেউ?

চাকরিপ্রার্থী : স্যার, আমার কোয়ালিফিকেশন আইআইটি মানে ইনভেন্টরি ইনফর্মেশন টেকনোলজিস্ট। উত্তর বাংলায় দিতে বললেন তো স্যার, তাই আইআইটি-এর অনুবাদ করে বলেছি। মানে, চোখ চোখ চা। আই মানে তো ‘চোখ’ আর টি মানে হচ্ছে ‘চা’। তবে এতে একটু প্রাণ আনতে গিয়ে স্যার ‘চোখ চোখ চা’ না বলে বলেছি- চোখে চোখে চা...

সভাপতি চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে দৌড় দিলেন- ওরে কে আছিস! আমার মাথায় ঠাণ্ডা পানি ঢাল জলদি...

স্ত্রী: একটা কথা বলব রাগ করবা না তো স্বামী : না বলো স্ত্রী : আমি প্রেগনেন্টস্বামী : এতো খুশির খবর রাগ করার কি আছেস্ত্...
23/10/2021

স্ত্রী: একটা কথা বলব রাগ করবা না তো
স্বামী : না বলো
স্ত্রী : আমি প্রেগনেন্ট
স্বামী : এতো খুশির খবর রাগ করার কি আছে

স্ত্রী : বিয়ের আগে একবার বাবাকে বলেছিলাম বাবা প্রচন্ড রাগে আমাকে মারছিল

তুলতুলে গাল তোমার  নরম দুটি ঠোট,  সুন্দর ওই নাকের উপর  দারুন দুটি চোখ,  রেশমি কালো লম্বা চুল,  মিস্টি তোমার হাসি,  দাঁত ...
23/10/2021

তুলতুলে গাল তোমার
নরম দুটি ঠোট,
সুন্দর ওই নাকের উপর
দারুন দুটি চোখ,
রেশমি কালো লম্বা চুল,
মিস্টি তোমার হাসি,
দাঁত নেই দেখে বুঝলাম
বয়স তোমার ৮০ !!

জঙ্গলে এক সিংহঘুমের বড়ি খাচ্ছিলতখন এক বানরএসে বলে: ভাই ,নেশা ছাইড়া দাও,আমারসাথে আসো-দেখো জঙ্গল কতসুন্দর!সিংহ বানরেরসাথ...
21/10/2021

জঙ্গলে এক সিংহ
ঘুমের বড়ি খাচ্ছিল
তখন এক বানর
এসে বলে: ভাই ,নেশা ছাইড়া দাও
,আমার
সাথে আসো
-দেখো জঙ্গল কত
সুন্দর!
সিংহ বানরের
সাথে যেতে থাকলো
সামনে হাতি ইয়াবা
নিচ্ছিল ...বানর
হাতিকেও একই
কথা বলল ....
এরপর হাতিও ওদের
সাথে চলতে শুরু
করলো ....
কিছুদুর
এগিয়ে তারা দেখল,
বাঘ বাংলা মদ
খাচ্ছে ,বানর তখন
তাকেও
একই কথায় বলল
সাথে সাথে বাঘ মদের
গ্লাস নামিয়ে রেখে --
বানরকে দিল
কইষা এক থাপ্পর
হাতি বলল --
বেচারাকে মারতছ
কেন?
বাঘ বলল--
|
এই
শালা কালকেও
গাজা খাইয়া আমারে জঙ্গলে ৩
ঘন্টা
ঘুরাইছিল !!

Address

Goran

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golpo Wala 2.0M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share