এসো সালাত কায়েম করি।

এসো সালাত কায়েম করি। Islamic Content

03/06/2025

আবূ হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ! মানুষের মধ্যে সদ্ব্যবহার পাওয়ার সর্বাপেক্ষা যোগ্য কে? তিনি বললেন, তোমার মা। তারপরও তোমার মা। তারপরও তোমার মা। তারপর তোমার পিতা। অতঃপর (ক্রমান্বয়ে) তোমার নিকটবর্তী জন। এরপর তোমার নিকটবর্তী জন।

সহীহ মুসলিম, হাদীস ২৫৪৮ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬২৭০(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

02/06/2025

উসমান ইবনে আফফান রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,

যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহ তা’আলা তার জন্যে জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন।

সহীহ বুখারী, হাদীস ৪৫০ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৪৩৭(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

05/01/2025

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

وَ اتَّقُوْا یَوْمًا تُرْجَعُوْنَ فِیْهِ اِلَی اللّٰهِ ۫ۗ ثُمَّ تُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَ هُمْ لَا یُظْلَمُوْنَ۠۝۲۸۱

তোমরা সেই দিনকে ভয় করো, যখন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণরূপে দেয়া হবে যা সে অর্জন করেছে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না।

সূরা আল-বাকারা, আয়াত ২৮১ সূত্র : তাফসীরে তাওযীহুল কুরআন

30/12/2024

থার্টি ফাস্ট নাইট, জেনে নিন
ইসলাম কি বলে।

03/12/2024

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত,

أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَوْصِنِي قَالَ : لاَ تَغْضَبْ فَرَدَّدَ مِرَارًا قَالَ : لاَ تَغْضَبْ.

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললোঃ আপনি আমাকে অসিয়ত করুন।তিনি বললেন, তুমি রাগ করো না। লোকটি কয়েকবার তা বললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বারই বললেন, রাগ করো না।

সহীহ বুখারী, হাদীস ৬১১৬ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৫৬৮৬(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

03/12/2024

‘আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالإِقَامَةِ مِنْ صَلاَةِ الصُّبْحِ.

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান ও ইকামতের মাঝে দুই রাকআত সালাত সংক্ষেপে আদায় করতেন।

সহীহ বুখারী, হাদীস ৬১৯ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৫৯২(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

29/10/2024

মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের জীবনে আছে উত্তম আদর্শ।’
(সুরা আহজাব, আয়াত : ২১)

এরকম দৃশ্য কারো চোখে পড়েছে কখনো?
25/10/2024

এরকম দৃশ্য কারো চোখে পড়েছে কখনো?

24/10/2024

খারেজীদের অন্যতম ১১ বৈশিষ্ট্য।

19/10/2024

আসুন সত্য কথা বলি!মিথ্যা পরিহার করি, কারণ মিথ্যা কবিরা গুনাহ!

18/10/2024

আসুন সালাত কায়েম করি!

15/10/2024

Address

Goran

Telephone

+8801915588732

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো সালাত কায়েম করি। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এসো সালাত কায়েম করি।:

Share