03/06/2025
আবূ হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ! মানুষের মধ্যে সদ্ব্যবহার পাওয়ার সর্বাপেক্ষা যোগ্য কে? তিনি বললেন, তোমার মা। তারপরও তোমার মা। তারপরও তোমার মা। তারপর তোমার পিতা। অতঃপর (ক্রমান্বয়ে) তোমার নিকটবর্তী জন। এরপর তোমার নিকটবর্তী জন।
সহীহ মুসলিম, হাদীস ২৫৪৮ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬২৭০(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)