
11/07/2025
আমার ছোট বোন যখন ক্লাস টু তে পড়ে, তখন হঠাৎ করেই খেয়াল করতাম ও ওর স্কুল ব্যাগে করে আলু্,কাঁচামরিচ,রসুন এইগুলা মাঝে মাঝে স্কুলে নিয়ে যেত।
আমি বেপারটা অনেক দিন খেয়াল করার পর একদিন ওরে জিজ্ঞেস করলাম,এইগুলা স্কুলে নিয়ে কি করিস?
আবার বাসায় আর আনিস না,এইগুলা কই রেখে আসিস?
আমার প্রশ্নের জবাবে আমার বোন বললো ওদের মেডাম নাকি যেদিন এইগুলা আঁকানো শিখায় ওই দিন এইগুলা নিয়ে যেতে বলে,আর আঁকানোর শেষে নাকি মেডাম সবার কাছ থেকে এই গুলা তুলে নিজের বাসায় নিয়ে যায়.!🙂