আমার গৌরীপুর

আমার গৌরীপুর গৌরীপু্রের আশেপাশের সকল তথ্য পেতে আমার গৌরীপুর পেজ এ লাইক ও ফলো দিন। আমার গৌরীপুর গ্রুপে যুক্ত থাকুন।

প্রিয় আমার গৌরীপুরবাসী,যাদের দীর্ঘদিনের অভিযোগ, আমরা পোস্ট ও কমেন্ট এপ্রুভ করি না, তাদের প্রত্যেকের অবগতির জন্য‌ জানাচ্...
26/09/2025

প্রিয় আমার গৌরীপুরবাসী,
যাদের দীর্ঘদিনের অভিযোগ, আমরা পোস্ট ও কমেন্ট এপ্রুভ করি না, তাদের প্রত্যেকের অবগতির জন্য‌ জানাচ্ছি
আমার গৌরীপুর গ্রুপে আপনাদের অনেক পোস্ট ও কমেন্ট Facebook কর্তৃপক্ষ নিজ থেকে পটানশিয়াল স্প্যাম করে দেয়। গ্রুপে পোস্ট ও মেম্বার জয়েন এপ্রুভ করতে দীর্ঘ সময় দিতে হয় এর মধ্যে Potential Spam চলে গেলে আমরা ঝামেলায় পড়ে যাই। এবং সে পরিমাণে সময় দেয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। পোটেনশিয়াল এর কারনে অনেকেই আমাদের ভুল বুঝেন। এমন ঘটনা হলে এডমিন প্যানেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। তাছাড়া নেগেটিভ পোস্ট এপ্রুভ করতে আমরা যথেষ্ট সময় নেই।
Anonymous পোস্ট সমস্যা + তথ্য যাচাই + পরবর্তীতে পোস্ট এপ্রুভ করা কিংবা ডিক্লাইন করা হয়। এই সময়টা কখনো এক ঘন্টা থেকে দুইদিন পর্যন্তও হয়ে থাকে। এমন কোন সমস্যা হলে এডমিনদের সাথে যোগাযোগ করুন।
মনে রাখুন, এডমিন প্যানেল কারো শত্রু না, তবে কোন অপরাধীর বন্ধুও না।
তথ্য বিনোদন সহযোগিতায় আমার গৌরীপুর গ্রুপ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে বহুদূর।
-এডমিন প্যানেল।

23/09/2025

জুরানপুর কলেজে অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজে শূন্য পদে অধ্যক্ষ নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের ১,০০০/- (এক হাজার টাকা) মূল্যমানের কৃষি ব্যাংকের যে কোন শাখা থেকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য), জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্র এবং ০২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে আগামী ২৪/০৯/২০২৫ খ্রি. তারিখের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজ
পোঃ জুরানপুর, দাউদকান্দি, কুমিল্লা।
মোবাইল: ০১৭১৪-০৪৮০৬৯

গৌরীপুরে শিক্ষকতায় বিশাল সুযোগএকটি স্বনামধন্য স্কুল ও কলেজ এঢাকা ও কুমিল্লা শহর থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে অবস্থিত,ইং...
23/09/2025

গৌরীপুরে শিক্ষকতায় বিশাল সুযোগ
একটি স্বনামধন্য স্কুল ও কলেজ এ
ঢাকা ও কুমিল্লা শহর থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে অবস্থিত,
ইংরেজি ভার্সন ও বাংলা মিডিয়াম— উভয়ের জন্য
অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিচ্ছে।
আগ্রহী প্রার্থীগণ দ্রুত আবেদন করুন।
Send you CV: [email protected]
আপনার দক্ষতা ও অভিজ্ঞতায় গড়ে তুলুন আগামী প্রজন্ম।

20/09/2025

গৌরিপুর বাটা শোরুমে ২১% ছাড়!!
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে
আগামীকাল রবিবার এক দিনের জন্য বাটার সকল জুতাতে পাচ্ছেন ২১% ছাড়! -বাটা শোরুম, ভূইয়া শপিং কমপ্লেক্স, বড় মসজিদ রোড,
দাউদকান্দি, কুমিল্লা।

এই হলো গৌরীপুর হকারদের অবস্থা। এক হকারি দোকানের লোক ৪ জন। ছবি: আনন্দ কনফেকশনারির সামনে।গৌরীপুরের হকারদের জন্য কোনো প্রকা...
20/09/2025

এই হলো গৌরীপুর হকারদের অবস্থা। এক হকারি দোকানের লোক ৪ জন।
ছবি: আনন্দ কনফেকশনারির সামনে।

গৌরীপুরের হকারদের জন্য কোনো প্রকার সিম্পেথি আমার কাজ করেনা।

বি:দ্র: কেউ আবার বইলেন না কিছু বললামনা কেন।
ওনারা আবার ভালো কাজ করছে ভেন পারাপারের পরে আবার বাশ সঠিক জায়গায় বেধে গেছে।
পোস্টদাতা আহসানুল্লাহ শাহীন

আমার গৌরীপুর (public) গ্রুপে এডমিন প্যানেলে মর্ডারেটর হিসেবে যুক্ত হয়েছেন Shawon Islam।আমার গৌরীপুর গ্রুপের ২৫০০০ মেম্বা...
19/09/2025

আমার গৌরীপুর (public) গ্রুপে এডমিন প্যানেলে মর্ডারেটর হিসেবে যুক্ত হয়েছেন Shawon Islam।
আমার গৌরীপুর গ্রুপের ২৫০০০ মেম্বার পূর্ণ হবার আগেই প্যানেলের নতুন সদস্য হিসেবে আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রুপের সক্রিয় সদস্য ও থেরাপি নিয়ে কাজ করা শাওন ইসলাম কে যুক্ত করেছে আমার গৌরীপুর প্যানেল।
অভিনন্দন ও শুভ কামনা শাওন ইসলাম এর জন্য।

Greatsultan Sultan রেস্টুরেন্ট এ কাবাব প্যাকেজ অফারে সমাপনীঅবশেষে সমাপ্ত হলোGreatsultan Sultann রেস্টুরেন্ট, কাবাব প্যাক...
13/09/2025

Greatsultan Sultan রেস্টুরেন্ট এ কাবাব প্যাকেজ অফারে সমাপনী

অবশেষে সমাপ্ত হলোGreatsultan Sultann রেস্টুরেন্ট, কাবাব প্যাকেজে বিজয়ীদের অফারআমার গৌরীপুরপুর গ্রুপের আয়োজনে গত ১৪ জানুয়ারী ২০২৫ সালের অফার এবং ১০ ফেব্রুয়ারীতে লটারি সমাপ্ত হলেও এডমিন প্যানেল এবং রেস্টুরেন্টে কর্তৃপক্ষের নানা ব্যাস্ততায় আজ সন্ধ্যায় এর পরিসমাপ্ত হলো।

বিজয়ীদের অংশগ্রহণ সহ প্যানেলের বাহিরেও গ্রুপের কিছু মেম্বার অতিথি ছিলেন আজকের আয়োজনে। রেস্টুরেন্টের ম্যানেজার বেলাল ভাই সহ গ্রেট সুলতানের কর্মরত সবার প্রতি কৃতজ্ঞতা।

বিজয়ী হয়েও যারা অংশগ্রহণ করতে পারেনি, পরবর্তীতে আয়োজনে সহ সব সময় "আমার গৌরীপুর" গ্রুপের সাথে থাকবেন এই প্রত্যাশা।

ধন্যবাদ

-এডমিন প্যানেল।

Greatsultan Sultan এর কাবাব বিজয়ীদের নোটিশকাবাব প্যাকেজের লটারিতে বিজয়ী হওয়ায়,আগামীকাল শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, আছর না...
12/09/2025

Greatsultan Sultan এর কাবাব বিজয়ীদের নোটিশ
কাবাব প্যাকেজের লটারিতে বিজয়ী হওয়ায়,
আগামীকাল শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, আছর নামাজের পর
"গ্রেট সুলতান রেস্টুরেন্ট" এর দ্বিতীয় তলায় আপনাদের উপস্থিত থাকার আহবান করা হল।
উপস্থিতি নিশ্চিত করণ কিংবা কোন বিষয়ে জানার প্রয়োজন হলে ''আমার গৌরীপুর'' পেজ এর ইনবক্সে অথবা কমেন্টে যোগাযোগ করার অনুরোধ রইলো
ধন্যবাদ
-এডমিন প্যানেল।

অটোরিকশা চালকের জন্য নোটিশ!!গৌরীপুর ও গৌরীপুর বাজারের অটোরিক্সা চালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী শনিবার সকাল ...
11/09/2025

অটোরিকশা চালকের জন্য নোটিশ!!

গৌরীপুর ও গৌরীপুর বাজারের অটোরিক্সা চালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী শনিবার সকাল ১০ টায় গৌরীপুর বাসস্ট্যান্ডে অটোরিক্সা নাম্বারিং করা হবে।
চালকদের ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ গৌরীপুর বাসস্ট্যান্ডের হোমনা রোডের মাথায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হইল।
উল্লেখ্য যে, গৌরীপুর বাজার এবং বাসস্ট্যান্ডে সড়কের দু'পাশে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ও নির্দেশ প্রদান করা হলো।
অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্দেশক্রমে
উপজেলা প্রশাসন দাউদকান্দি, কুমিল্লা।

"অন্তরা মেকওভারে নিয়োগ বিজ্ঞপ্তি"পার্লারে কাজ করার জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান প্রয়োজন। যোগ্যতা: বিউটি সার্ভিসে দক্ষ এবং 2/...
09/09/2025

"অন্তরা মেকওভারে নিয়োগ বিজ্ঞপ্তি"
পার্লারে কাজ করার জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান প্রয়োজন। যোগ্যতা: বিউটি সার্ভিসে দক্ষ এবং 2/3বছরের অভিজ্ঞতা আছে।
চাকরি প্রত্যাশি কে অবশ্যই ভদ্র, হাসিখুশি হতে হবে।থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।
লোকেশন: আমাদের ঠিকানা গৌরীপুর বাজার আলি টাওয়ার এর ২য় তলায়, গৌরীপুর বাজার,
দাউদকান্দি কুমিল্লা
📞 যোগাযোগ: 01708000298
দ্রুত যোগাযোগ করুন এবং আমাদের টিমের অংশ হয়ে যান!

আসমানিয়া বাজারের চুল কাটা ও সেইভ এর মূল্যর তালিকা নির্ধারণ করে দেয়া হয়েছে। গৌরীপুর বাজারে এমনটা হলে কেমন হয়???
09/09/2025

আসমানিয়া বাজারের চুল কাটা ও সেইভ এর মূল্যর তালিকা নির্ধারণ করে দেয়া হয়েছে। গৌরীপুর বাজারে এমনটা হলে কেমন হয়???

দাউদকান্দি উপজেলার শিক্ষার মানোন্নয়নে  উপজেলা নির্বাহী অফিসারের নতুন নির্দেশনা।
09/09/2025

দাউদকান্দি উপজেলার শিক্ষার মানোন্নয়নে উপজেলা নির্বাহী অফিসারের নতুন নির্দেশনা।

Address

Gouripur
GOURIPUR-3517

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার গৌরীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share