26/09/2025
প্রিয় আমার গৌরীপুরবাসী,
যাদের দীর্ঘদিনের অভিযোগ, আমরা পোস্ট ও কমেন্ট এপ্রুভ করি না, তাদের প্রত্যেকের অবগতির জন্য জানাচ্ছি
আমার গৌরীপুর গ্রুপে আপনাদের অনেক পোস্ট ও কমেন্ট Facebook কর্তৃপক্ষ নিজ থেকে পটানশিয়াল স্প্যাম করে দেয়। গ্রুপে পোস্ট ও মেম্বার জয়েন এপ্রুভ করতে দীর্ঘ সময় দিতে হয় এর মধ্যে Potential Spam চলে গেলে আমরা ঝামেলায় পড়ে যাই। এবং সে পরিমাণে সময় দেয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। পোটেনশিয়াল এর কারনে অনেকেই আমাদের ভুল বুঝেন। এমন ঘটনা হলে এডমিন প্যানেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। তাছাড়া নেগেটিভ পোস্ট এপ্রুভ করতে আমরা যথেষ্ট সময় নেই।
Anonymous পোস্ট সমস্যা + তথ্য যাচাই + পরবর্তীতে পোস্ট এপ্রুভ করা কিংবা ডিক্লাইন করা হয়। এই সময়টা কখনো এক ঘন্টা থেকে দুইদিন পর্যন্তও হয়ে থাকে। এমন কোন সমস্যা হলে এডমিনদের সাথে যোগাযোগ করুন।
মনে রাখুন, এডমিন প্যানেল কারো শত্রু না, তবে কোন অপরাধীর বন্ধুও না।
তথ্য বিনোদন সহযোগিতায় আমার গৌরীপুর গ্রুপ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে বহুদূর।
-এডমিন প্যানেল।