13/08/2023
জীবন তো এটাই ,
যেটা অন্যরা পেয়েছে কিন্তু আপনি পাননি ।
আর এই কথাটা চিন্তা করে যদি আপনার মন খারাপ হয়!!
তাহলে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না।
তারচেয়ে বরং যেটা পেয়েছেন সেটার মধ্যে যদি নিজের
খুশি, ভালো থাকার কারণ গুলো খুঁজে নেন,
ঠিক তখনি!
মনের গভীর থেকে যেই সত্যিকারের হাসিটা আসবে না!!!
তার চেয়ে সুখ আর আনন্দ আর নেই ।