13/04/2025
আরে সিজার করলে ত কোন কস্ট ই নাই।
সব কস্ট ত নরমাল ডেলিভারি তে।
এমন টাই মনে করেন আমাদের আসেপাসের অনেক মানুস।
❤️আপনি সারা দিন দৌড়া দৌড়ি করবেন,কাজ কাম একাই ১০০ হয়ে সামলাবেন, সিঁড়ি বেয়ে ওঠা নামা, ভারি জিনিস টানা টানি করবেন ।
কোনো ব্যাপারই না।।
😈আসল মজা বুঝবেন তখন, যখন কাজ শেষে ক্লান্তি নিয়ে একটু বিছানায় সোজা হইতে যাবেন ।
আপনার যে একটা মেরুদন্ড আছে টের পাবেন ।
মনে হবে মেরুদন্ড ফেটে যাবে 💦💦
তাতে কি কত সুখি সিজারিয়ান মা হওয়া😭😭
অনেক সময় নিজের husband ও বলে বসেন সিজার এ ত কোন কস্ট টের পাও নাই।
😶অনেক মহিলারা আছে যারা কিন্তু সিজার নিয়ে আজে বাজে মন্তব্য করে শুনুন সবাই কিন্ত সখের ঠেলায় সিজার করেনা🙄
হ্য এটা ঠিক সিজার এখন অনেকটা বিলাসিতা কিন্ত কেউই জেনেবুঝে আগুনে ঝাপ দিতে চাই না😎
আহা spinal back pain 😎কি সুন্দর
আমার নিজেরই হয় এটা প্রতিদিন 🥲
মা হওয়া সহজ নয় ।মা হতে গেলে নিজেকে
বিলীন করে মা হতে হয় । নরমাল ডেলিভারি কিংবা সিজারিয়ান ডেলিভারি দুটো ক্ষেত্রেই মাকে জীবনের সাথে লড়তে হয় ।কিন্তু সিজারিয়ান সার্জারী ডেলিভারিকে যারা সহজ ভাবে তাদের জন্য এ পোষ্ট টি ।
সিজারিয়ান একমাত্র সার্জারি যেখানে সাতটি স্তর টিস্যু খোলা হয় এবং মা ছয় ঘণ্টা পরে উঠে দাঁড়াবে বলে আশা করা হয়, আরও একজনের দায়িত্ব গ্রহণ, তীব্র জরায়ু সংকোচন উল্লেখ না করা হয়, স্টিমের পণ্য ম্যামারি গ্রন্থির উলেশন, অক্সিটোসিন মুক্তি।আরো অনেক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় ।
আপনি যদি সিজারিয়ানের মাধ্যমে একজন মা হন, তাহলে আপনি আপনার ভাবনার চেয়েও শক্তিশালী। নিজেকে নিয়ে গর্ববোধ করুন।
কারন নিজের জীবন বাজি রেখেই আপনি একজন সন্তান জন্মদান করেছেন ।