04/10/2025
Assalamu Alaikum Everyone &
Thank You So Much Evryone 💙🫶আলহামদুলিল্লাহ ১২ হাজার ফলোয়ার পূর্ন হলো আমার পেইজে মাএ ১৭৬ দিনের মধ্যে আপনাদের এত এত ভালোবাসা পাবো কখনো ভাবতে পারিনি, আসলে আমি এই পেইজটা খুলেছিলাম হঠাৎ আচমকা " কোনো টাকা- পয়সা আয় করার চিন্তাভাবনা করে খুলিনি তাই মনিটাইজেশন পেয়েছিপেইজ খোলার ২ মাস পরপরই আজ প্রায় ২ মাস আগে মনিটাইজেশন পেয়েছি কিন্তু এখনো পে-আউট একাউন্ট সেট-আপ করিনি কিছু ডলার এসে তেমনই জমা হয়ে আছে কারণ আমার পেইজ দিয়ে টাকা পয়সা আয় করার ইচ্ছে নাই তেমন মাঝেমধ্যে নিজের বিবেকে যে চিন্তা ধারা আসতো সেটাই লিখে পোস্ট করে দিতাম, কিন্তু আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল বিভিন্ন জায়গায় ঘুরবো আর ভিডিও বানিয়ে সেই জায়গার সৌন্দর্য গুলো উপস্থাপন করবো আপনাদের মাঝে,,, ইনশাআল্লাহ খুব শিগরই এটা শুরু করবো। ইচ্ছে যেহেতু আছে ইনশাআল্লাহ বেঁচে থাকলে শুরু করবো শিগরই ✨ আমি একটা ব্যাপার প্রাই দেখি আর ভাবি, আমার পেইজে করা রিলসে যা ভিউ পরে দেখে মনে হয় ফলোয়ার মনে হয় কেনা কিন্তু প্রতিটা টেক্সট পোস্ট দেখে অবাক হই লাখ + ভিউ হয় আবার এটাও ভাবি কিছু পোস্টে শেয়ার পরে কিছু পোস্টে লাইক আসে কমেন্ট আবার আসেই না কিন্তু সেগুলোতেও হাজার + ভিউ থাকে আসলে নিজেও অবাক হই এটা দেখে🙂প্রথম দিক থেকে লাইক কমেন্ট ভিউ আসতোই না, কিন্তু এগুলো নিয়ে আমি কখনোই আক্ষেপ করতাম নাহ লাস্ট ৩ মাসে আমার টেক্সট পোস্ট গুলোর ভিউ প্রায় মিলিয়ন ছাড়িয়ে গেছে কোনো ভিডিও না করে সুধু মাঝেমধ্যে কয়েকটা ছবি পোস্ট আর টেক্সট লিখে পোস্ট করেই লাখো ভিউ এসেছে এর মধ্যে প্রায় ২ মাসের মত পেইজে তেমন আসিই নাই তারপরো আলহামদুলিল্লাহ রিচ ইকটু কমে গেছিলো কিন্তু সবকিছুর জন্য তারপরেও আলহামদুলিল্লাহ 🤲
ভালোবাসি আপনাদের সকলকে যাদের জন্য আমার পেইজ আজ এই পর্যন্ত এসেছে ♥️
ইনশাআল্লাহ আগামী বছরের শুরুর দিকে ভিডিও দেয়ার চেস্টা করবো..!