10/07/2025
আসসালামু আলাইকুম, আমি ডা জাহাঙ্গীর কবির বলছি....!
আমার একজন ক্লায়েন্ট লন্ডন প্রবাসী, দীর্ঘ ৩০ বছর ধরে ডায়াবেটিস এর সাথে যুদ্ধ করছিলেন,,অবশেষে আমার দেয়া গাইডলাইন ও ডি কেয়ার সেবন করে ৮০ বছরের বৃদ্ধ চাচা এখন টকবকে যুবকের শক্তি ফিরে পেয়েছেন আলহামদুলিল্লাহ ডায়াবেটিস থেকে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ!!
বিঃদ্রঃ ডায়া*বেটিস একধরনের মেটা*বলিক ডিজ*অর্ডার।শরীরে ইন*সুলিন আছে,কিন্তু কাজ করতে পারছে না।কিংবা,বিটা*সেল ইন-এক্টিভ হয়ে গেছে,ফলে ইন*সুলিন উৎপাদন হচ্ছে না।
আমরা সাধারণত চার ধরনের ডায়া*বেটিসের কথা বলি। টা"ইপ-১,টা"ইপ-২,জে*স্টেশনাল এবং অন্যান্য। টা"ইপ-১ মানে হলো,যেভাবেই হোক,যাঁদের বিটা*সেল ইন*এক্টিব হয়ে গেছে,তাঁদের যদি আলাদা করে ইন*সুলিন দেওয়া না হয়,তাহলে তাঁরা মারা যেতে পারেন।
আমাদের চিকি*ৎসা নিয়ে সুস্থ হয়নি এমন পে*শেন্ট বাংলাদেশ একটাও নেই।কারন আমরা আপনাকে গ্যারান্টি দিব যে,আপনি অবশ্যই সুস্থ হবেন।কারন,আমরা বিশ্বাস করি মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধান রয়েছে।
প্রকৃতি সকল রো'গের শেফা।
আরে বিস্তারিত জানতে অপশনে ক্লিক করে পেইজে মেসেজ দেন আমার সিনিয়র এসিসটেন্ট আপনার সাথে বিস্তারিত আলোচনা করবেন।