JB Creations

JB Creations খুব রেগে গেলেও আমার কথায় কেউ কষ্ট পেতে পারে ভেবে চুপ করে থাকি। অথচ আমার বেলায় সবাই বাজেভাবে যা ইচ্ছা বলে চলে যায়।🖤

02/11/2025

ফেসবুক জগতে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের আব্বা আমি!! 📌📍

🗣️ থটস অব বিল্লাল

এক মেয়ের শরীরে জ্বিন এসে বলছে– "আমি নিজ থেকে আসেনি বরং মেয়ে আমাকে ডেকে এনেছে।"কিভাবে? জ্বিন বললো– সে (মেয়েটি) বাথরুমে যখ...
01/11/2025

এক মেয়ের শরীরে জ্বিন এসে বলছে– "আমি নিজ থেকে আসেনি বরং মেয়ে আমাকে ডেকে এনেছে।"
কিভাবে? জ্বিন বললো– সে (মেয়েটি) বাথরুমে যখন গোসল করতে যায়, সে গান গাইতো- "কাছে এসো, কাছে এসো, কাছে এসোনা..."

ক্লোজআপ কাছে আসার গল্প এরকম একটা বিজ্ঞাপনে আপনারা হয়তো এ গানটা অনেকবার শুনেছেন৷ এই মেয়ে গোসল করতো আর গুনগুন করে এই গান গাইতো৷ জ্বিনের ভাষ্যমতে তার এই কাছে আসার গান শুনে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। সে যখন কাছে এসো কাছে এসো বলতো আমি থাকতে পারতাম না।

জ্বিনের আরো কিছু তথ্য শুনে আরো অবাক হবেন।
মেয়ের প্রাইভেট কাপড় সে ধৌত করত না। গোসলখানার কাপড় রাখার রেক ই রেখে আসতো। অনেকদিন পর পর সব একসাথে ধৌত করতো। তাছাড়া মেয়ের মাসিকের অসুস্থতার র*ক্তের প্যাডও বাথরুমে রেখে দিত।

জ্বিনের দাবি সেখান থেকে নাপাকির ঘ্রাণ আমাকে তার দিতে টানতো। যার কারনে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছি।

এ বিষয়গুলি আমাদের অনেকের পরিবারের মেয়েরা করে। আসলে বিষয়গুলি এখানে বলাটাও লজ্জাকর। কিন্তু বলাটা জাষ্ট সতর্কতার জন্য। সাবধানতার জন্য।

আমাদের পরিবারের অনেক উঠতি বয়সের মেয়েরাও ভুলে এমন কিছু অনেক সময় করে ফেলে৷
তাই আমরা অভিভাবকরা যারা আছি, আমাদের মেয়েরা যেন এ বিষয়গুলির প্রতি খেয়াল রাখে তাদেরকে এ ব্যাপারে সতর্কতা ও তাগিদ দিতে থাকা।

বিশেষ করে গোসলখানায় যাবার আগে "দোয়া পড়া"। গোসলখানায় জরুরতের বেশি সময় না দেয়া অর্থাৎ দ্রুত কাজ শেষ করা৷ গোসলখানা থেকে বের হওয়ার দোয়া পড়া। গোসলখানায় ভেজা কাপড় বা কোন প্যাড না রাখা৷ লাইট অফ রেখে গোসল না করা৷ এ কাজগুলি খুব গুরুত্বসহকারে মনে রাখা৷ সকাল সন্ধার মাসনুন আমল গুরুত্বসহকারে করা।

মনে রাখবেন আপনার অসতর্কতার কারনে যদি জীবনে একজন এই খবিস জ্বিনের আক্রান্তে পড়ে যান। এটার মাশুল আপনাকে সারাজীবন দিয়ে যেতে হবে৷

আশ্বিক জ্বিন ভয়ানক, সে যার পিছনে লাগে, তাকে তিলে তিলে শেষ করে দেয়।

লেখা : রাক্বী মোহাম্মদ বিন ইয়ামিন

#সীরাহ

বিল্লালের ১টা বইয়ের দাম মাত্র ১ হাজার টাকা , অথচ বইয়ে বানান ভুল। ঐ যে বলে না,  হাত কেটে তার নাম লেখেছি, পরে দেখি বানান ভ...
01/11/2025

বিল্লালের ১টা বইয়ের দাম মাত্র ১ হাজার টাকা , অথচ বইয়ে বানান ভুল। ঐ যে বলে না, হাত কেটে তার নাম লেখেছি, পরে দেখি বানান ভুল। এখন হলো সেরকম।
কবি রবি ঠাকুর এদের এইসব ভণ্ডামি দেখলে সাহিত্য চর্চা সমাপ্ত করে ঘুমিয়ে যেত।😆

কথা হচ্ছে সাহিত্য কি এতো সস্তা হয়ে গেলো ? মানুষজন যখন ওর কবিতার বই পড়বে তখন সাহিত্যের প্রতি একটা ভিন্ন মন্তব্য এবং ভিন্ন দৃষ্টি ভঙ্গি তৈরি হবে। বই প্রকাশ করেছে সমস্যা নেই, কবিতা লিখছে এখানেও সমস্যা নেই, সমস্যা হচ্ছে বইয়ের এতো দাম রাখতে হবে কেনো ? স্বার্থ এবং অর্থলোভী কিছু নামধারী অকবি এবং প্রকাশ নামের কিছু ভণ্ড ব্যবসায়ীর কারণে সাহিত্যের এ অবস্থা।

31/10/2025

আমরা #ইসলামী সরকার চাই - কিন্তু কথা ক্লিয়ার #জামাতে ইসলাম নাহ! #মদিনার ইসলাম চাই.........

🗣️ মুফতী সাহেব।

মনে কোনো শান্তি নেই, মাথার ভেতর হাজারো চিন্তার ঝড় বয়ে যায় প্রতিদিন।দিনের পর দিন টেনশন, দুশ্চিন্তা আর অভিমান যেন বুকের ভে...
31/10/2025

মনে কোনো শান্তি নেই, মাথার ভেতর হাজারো চিন্তার ঝড় বয়ে যায় প্রতিদিন।

দিনের পর দিন টেনশন, দুশ্চিন্তা আর অভিমান যেন বুকের ভেতর জমে থাকা পাহাড়ের মতো ভারী হয়ে গেছে।

চোখে আর ঘুম আসে না, রাতগুলো কা'টে একা একা ভাবনায় ডুবে।

কখনও মনে হয় সবকিছু ছেড়ে পালিয়ে যাই, কিন্তু আবার মনে পড়ে, জীবনের যু'দ্ধ এখনো শেষ হয়নি।

হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, মনটা শান্ত হবে, কিন্তু সেই দিনটা কবে আসবে তা জানি না।

ততদিন পর্যন্ত, ভা ঙা হাসি দিয়ে, চোখের জল লুকিয়ে, ঠিক এভাবেই কাটছে আমার দিনকাল!🙂

আপনার মুল্যবান মতামত একান্ত কাম্য!! 🙂☃️  সম্পর্কে দশটি অজানা তথ্য১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ও...
27/10/2025

আপনার মুল্যবান মতামত একান্ত কাম্য!! 🙂☃️

সম্পর্কে দশটি অজানা তথ্য
১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।
২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।
৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।
৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।
৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি
৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।
৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।
৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।
৯। ব্র্যান্ড পোর্টফোলিও: তার বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মা।🔇🥺

26/10/2025

বাংলাদেশ #সম্পূর্ণভাবে একটা #সেকুলার রাষ্ট্র এখানে মদের #লাইসেন্স দিলে দেশ অনেক লাভবান হবে!!

🗣️ ধর্ম উপদেষ্টা

গ্রামে একটা উক্তি আছে, বিয়ে মানি দিল্লির লাড্ডু, যে খায় সে পস্তায়, আবার যে খায়নি সেও পস্তায়। আমি পস্তাচ্ছি কি-না জানি না...
26/10/2025

গ্রামে একটা উক্তি আছে, বিয়ে মানি দিল্লির লাড্ডু, যে খায় সে পস্তায়, আবার যে খায়নি সেও পস্তায়। আমি পস্তাচ্ছি কি-না জানি না, কিন্তু এটা জানতে পেরেছি বউ এক অদ্ভুত প্রাণী ভাই, কখন হাসবে কখন কাঁদবে বুঝতেই পারবেন না। বাচ্চাদের মত জ্বালাবে, এটা ওটা চাইবে, আপনি বিরক্ত হবেন। আবার বিরক্ত না করলেও, বিরক্ত হবেন। আপনার যোগবিয়োগ মিলবে না।

হুদাই রাগ করবে, অভিমান করবে, কখনো কখনো তো নিজেই ভুলে যাবে কি কারণে রাগ বা অভিমান করেছিলো। আপনার কাজ হচ্ছে সেই রাগ, আর অভিমান ভাঙাতে হবে। আপনার কোন দোষ নাই, অপরাধ নাই, তবুও আপনারই রাগ, অভিমান ভাঙাতে হবে। আপনি রাগ করে কোথাও যাবেন, কিন্তু গিয়ে থাকতে পারবেন না, আট ঘন্টা বারো ঘন্টা যেতে না যেতেই আপনার মন বউ বউ করবে। বেহায়ার মত আপনি ঘরে ফিরবেন। এতে কোন সমস্যা নাই, সমস্যা হচ্ছে আপনি যখন ফিরবেন, আপনার বউ খিলখিল করে হাসবে, সেই হাসি দেখে আপনার মেজাজ সিদ্ধ পানির মত টগবগ করবে, অথচ কিছুই করার থাকবে না, আপনার মনে হবে আপনি পৃথিবীর সর্বোচ্চ লেভেলের বেহায়া।

আপনাকে ভুলিয়ে-বালিয়ে কোনোরকমে মার্কেটে নিয়ে যাবে। বাসা থেকে বেরুবে একটা জামা কেনার জন্য, যাওয়ার পর দেখবেন অন্যকিছু পছন্দ করতে শুরু করছে। আপনার বউ আপনাকে এমনভাবে বলবে, যেন বাজারের সমস্ত সামগ্রী আপনার বউকে হাতছানি দিয়ে ডাকছে, তাদের কিনে ঘরে নিয়ে যাওয়ার জন্য।

ছোটবেলায় নামাজে দাঁড়ানোর পর কেনো জানি দুনিয়ার সমস্ত (আশকাবাসকা) মনে পড়তো আমার। আর বউয়ের ক্ষেত্রে দেখি কেনাকাটা করার সময় সব মনে পড়তে থাকে, বছরে একবার লাগে মাঝেমধ্যে তাও লাগে না, এমন জিনিস ও কেনার জন্য টানতে থাকে। ভাই না কিনে দিলে মনে হয় ভেতরে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, ছটপট করতে থাকে। কিনে দেওয়ার পর এমনভাবে নিঃশ্বাস নেয়, যেন মরুভূমির মাঝে অনেক পথ হেঁটে এসে দুই গ্লাস বরফ মিশানো জল খেলো।

তবুও ভাই আমি বিয়ের পক্ষে, বউয়ের পক্ষে। বিয়ে মানি শান্তি, এসব অত্যাচারের ভেতরেই গভীর শান্তি লুকিয়ে থাকে। দিনশেষে একটা কথা বলার মানুষ, সুখ দুঃখের সাথী। একটা ঘর, দিনশেষে সেই ঘরে ফিরা। আদর আদর হাতে নানারকম সুস্বাদু খাবার রান্না করে রাখা। মাথার চুল টেনে দেওয়া, গল্পগুজব করা, দুঃসময়ে সাহস দেওয়া। মমতা মিশিয়ে ওগো বলে ডাক শোনা। বউ ছাড়া মানসিক শান্তি ভাবা যায় না।

কেউ যদি ভাবেন, ঘরে ফিরতে হবে বলে শেষের দিকে এসে বউয়ের পক্ষ নিলাম তারা ভুল ভাবছেন। খাবার বন্ধ হয়ে যাবে কিংবা ঘরের খিল এঁটে বউ শুয়ে থাকবে, ঢুকতে দিবে না, সেই ভয়ে শেষে এসে প্রশংসা করলাম তারা ভুল ভাবছেন। অবশ্য এসব তারাই ভাবে, যাদের বউ নাই। আর যাদের বউ আছে তারা জানে, আমি বউকে ভালোবেসেই প্রশংসা করেছি।

হে যুবক বিয়ে করুন, প্রয়োজনে লোন তোলে বিয়ে করুন। ধন্যবাদ🙂

24/10/2025

ইসলামে একমাত্র নিজের রক্ত সম্পর্ক ছাড়া #বিয়ে জায়েজ আছে সুতরাং এতো #মাতামাতির কোন প্রয়োজন নেই............

23/10/2025

দুঃখ কাকে বলে জানেন?

হিরো আলম তার জন্মদিনটা সুবিধা বঞ্চিত শিশুদের সাথে কাটাতে চেয়েছিলেন। কিন্তু সুবিধা বঞ্চিত শিশুরা তাকে পিডাইয়া তার কেক কেড়ে নিয়ে খেয়ে ফলছে। 🙂

22/10/2025

#জামাতের কেউ মারা গেলে #কবরের প্রথম প্রশ্ন হবে #রাজনৈতিক আপনি দাঁড়ি-পাল্লায় ভোট দিয়েছেন কি-নাহ.......

🗣️ দাঁড়ি পাল্লার খেজুর!! 📌😜

Address

Sylhet

Telephone

+8801740459973

Website

Alerts

Be the first to know and let us send you an email when JB Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JB Creations:

Share