26/10/2025
গ্রামে একটা উক্তি আছে, বিয়ে মানি দিল্লির লাড্ডু, যে খায় সে পস্তায়, আবার যে খায়নি সেও পস্তায়। আমি পস্তাচ্ছি কি-না জানি না, কিন্তু এটা জানতে পেরেছি বউ এক অদ্ভুত প্রাণী ভাই, কখন হাসবে কখন কাঁদবে বুঝতেই পারবেন না। বাচ্চাদের মত জ্বালাবে, এটা ওটা চাইবে, আপনি বিরক্ত হবেন। আবার বিরক্ত না করলেও, বিরক্ত হবেন। আপনার যোগবিয়োগ মিলবে না।
হুদাই রাগ করবে, অভিমান করবে, কখনো কখনো তো নিজেই ভুলে যাবে কি কারণে রাগ বা অভিমান করেছিলো। আপনার কাজ হচ্ছে সেই রাগ, আর অভিমান ভাঙাতে হবে। আপনার কোন দোষ নাই, অপরাধ নাই, তবুও আপনারই রাগ, অভিমান ভাঙাতে হবে। আপনি রাগ করে কোথাও যাবেন, কিন্তু গিয়ে থাকতে পারবেন না, আট ঘন্টা বারো ঘন্টা যেতে না যেতেই আপনার মন বউ বউ করবে। বেহায়ার মত আপনি ঘরে ফিরবেন। এতে কোন সমস্যা নাই, সমস্যা হচ্ছে আপনি যখন ফিরবেন, আপনার বউ খিলখিল করে হাসবে, সেই হাসি দেখে আপনার মেজাজ সিদ্ধ পানির মত টগবগ করবে, অথচ কিছুই করার থাকবে না, আপনার মনে হবে আপনি পৃথিবীর সর্বোচ্চ লেভেলের বেহায়া।
আপনাকে ভুলিয়ে-বালিয়ে কোনোরকমে মার্কেটে নিয়ে যাবে। বাসা থেকে বেরুবে একটা জামা কেনার জন্য, যাওয়ার পর দেখবেন অন্যকিছু পছন্দ করতে শুরু করছে। আপনার বউ আপনাকে এমনভাবে বলবে, যেন বাজারের সমস্ত সামগ্রী আপনার বউকে হাতছানি দিয়ে ডাকছে, তাদের কিনে ঘরে নিয়ে যাওয়ার জন্য।
ছোটবেলায় নামাজে দাঁড়ানোর পর কেনো জানি দুনিয়ার সমস্ত (আশকাবাসকা) মনে পড়তো আমার। আর বউয়ের ক্ষেত্রে দেখি কেনাকাটা করার সময় সব মনে পড়তে থাকে, বছরে একবার লাগে মাঝেমধ্যে তাও লাগে না, এমন জিনিস ও কেনার জন্য টানতে থাকে। ভাই না কিনে দিলে মনে হয় ভেতরে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, ছটপট করতে থাকে। কিনে দেওয়ার পর এমনভাবে নিঃশ্বাস নেয়, যেন মরুভূমির মাঝে অনেক পথ হেঁটে এসে দুই গ্লাস বরফ মিশানো জল খেলো।
তবুও ভাই আমি বিয়ের পক্ষে, বউয়ের পক্ষে। বিয়ে মানি শান্তি, এসব অত্যাচারের ভেতরেই গভীর শান্তি লুকিয়ে থাকে। দিনশেষে একটা কথা বলার মানুষ, সুখ দুঃখের সাথী। একটা ঘর, দিনশেষে সেই ঘরে ফিরা। আদর আদর হাতে নানারকম সুস্বাদু খাবার রান্না করে রাখা। মাথার চুল টেনে দেওয়া, গল্পগুজব করা, দুঃসময়ে সাহস দেওয়া। মমতা মিশিয়ে ওগো বলে ডাক শোনা। বউ ছাড়া মানসিক শান্তি ভাবা যায় না।
কেউ যদি ভাবেন, ঘরে ফিরতে হবে বলে শেষের দিকে এসে বউয়ের পক্ষ নিলাম তারা ভুল ভাবছেন। খাবার বন্ধ হয়ে যাবে কিংবা ঘরের খিল এঁটে বউ শুয়ে থাকবে, ঢুকতে দিবে না, সেই ভয়ে শেষে এসে প্রশংসা করলাম তারা ভুল ভাবছেন। অবশ্য এসব তারাই ভাবে, যাদের বউ নাই। আর যাদের বউ আছে তারা জানে, আমি বউকে ভালোবেসেই প্রশংসা করেছি।
হে যুবক বিয়ে করুন, প্রয়োজনে লোন তোলে বিয়ে করুন। ধন্যবাদ🙂