
28/05/2025
বিষয়: প্রাথমিকের উপবৃত্তি বনাম KYC ফরম পূরণ।
উত্তর বাগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকবৃন্দ সহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা যারা নিজের NID Card দিয়ে সিম তুলে একই সিম দিয়ে নগদ একাউন্ট খুলেছেন কিন্তু KYC ফরম পূরণ করেননি। আপনারা নিজ দায়িত্বে KYC ফরম পূরণ করে নিবেন অথবা বিদ্যালয়ের অফিসে আসবেন (সাথে NID Card, নগদ একাউন্ট আছে ওই মোবাইল নং এবং একটি স্মার্টফোন)। বিষয়টি অতীব জরুরি।
উপবৃত্তি বাতিল হওয়ার সম্ভাব্য কারণ সমূহ:
০১) সিম রেজিষ্ট্রেশন করা এক NID দিয়ে, কিন্তু নগদ একাউন্ট অন্য NID দিয়ে।
০২) KYC ফরম পূরণ করা না থাকলে।
০৩) মোবাইল নং সক্রিয় না থাকলে।
📌 "KYC না করলে টাকা আটকে যাবে!"—চলুন বুঝি, KYC কী, কেন দরকার, আর কীভাবে চেক করবো। 🧾📱
🟡 KYC মানে কী?
KYC বা Know Your Customer হচ্ছে—ব্যাংক বা মোবাইল একাউন্টে আপনার নাম, NID, ছবি ও ঠিকানা সংরক্ষণ ও যাচাই করার একটি বাধ্যতামূলক প্রক্রিয়া।
🎯 কেন দরকার?
✅ উপবৃত্তির টাকা পেতে
✅ একাউন্ট নিরাপদ রাখতে
✅ কোনো ধরণের জালিয়াতি রোধে
✅ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসরণে
🛑 KYC না করলে কী সমস্যা?
• টাকা ঢুকবে না (উপবৃত্তির টাকাও না)
• লেনদেন বন্ধ হতে পারে
• একাউন্ট সাময়িকভাবে ব্লক হয়ে যেতে পারে
🔍 KYC হয়েছে কিনা কীভাবে বুঝবেন?
১. নগদ অ্যাকাউন্ট হলে:
👉 ডায়াল করুন: *167 # → ৮ (My Account) → ৫ (Profile) → দেখবেন তথ্য আছে কিনা
👉 অথবা নগদ অ্যাপ থেকে প্রোফাইল দেখুন—NID ও ছবি আছে কিনা
২. বিকাশ অ্যাকাউন্ট হলে:
👉 ডায়াল করুন: *247 # → ৪ (My bkash) → ৫ (Settings) → দেখুন তথ্য আছে কিনা
👉 অথবা বিকাশ অ্যাপে লগইন করে প্রোফাইল চেক করুন
📋 ✅ KYC চেকলিস্ট:
☑️ জাতীয় পরিচয়পত্র (NID)
☑️ নিজের ছবি
☑️ সঠিক মোবাইল নম্বর
☑️ অভিভাবকের ক্ষেত্রে শিশুর জন্মসনদ ও NID
☑️ মোবাইল সিম ও একাউন্ট যেন একই নামের হয়
☑️ একাউন্ট খুলেছে কি না সেটি Agent বা App দিয়ে যাচাই।
📣
এখনই সময়, নিজের ও অভিভাবকের একাউন্টের KYC আপডেট করে নিন।
KYC না থাকলে উপবৃত্তি আটকে যাবে—তাই আগে যাচাই, পরে এন্ট্রি।
©সংগৃহীত।