Sihab e-Service

Sihab e-Service Welcome to my Profile.

বিষয়: প্রাথমিকের উপবৃত্তি বনাম KYC ফরম পূরণ।উত্তর বাগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকবৃন্দ সহ সকলের অবগ...
28/05/2025

বিষয়: প্রাথমিকের উপবৃত্তি বনাম KYC ফরম পূরণ।
উত্তর বাগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকবৃন্দ সহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা যারা নিজের NID Card দিয়ে সিম তুলে একই সিম দিয়ে নগদ একাউন্ট খুলেছেন কিন্তু KYC ফরম পূরণ করেননি। আপনারা নিজ দায়িত্বে KYC ফরম পূরণ করে নিবেন অথবা বিদ্যালয়ের অফিসে আসবেন (সাথে NID Card, নগদ একাউন্ট আছে ওই মোবাইল নং এবং একটি স্মার্টফোন)। বিষয়টি অতীব জরুরি।

উপবৃত্তি বাতিল হওয়ার সম্ভাব্য কারণ সমূহ:

০১) সিম রেজিষ্ট্রেশন করা এক NID দিয়ে, কিন্তু নগদ একাউন্ট অন্য NID দিয়ে।
০২) KYC ফরম পূরণ করা না থাকলে।
০৩) মোবাইল নং সক্রিয় না থাকলে।

📌 "KYC না করলে টাকা আটকে যাবে!"—চলুন বুঝি, KYC কী, কেন দরকার, আর কীভাবে চেক করবো। 🧾📱

🟡 KYC মানে কী?
KYC বা Know Your Customer হচ্ছে—ব্যাংক বা মোবাইল একাউন্টে আপনার নাম, NID, ছবি ও ঠিকানা সংরক্ষণ ও যাচাই করার একটি বাধ্যতামূলক প্রক্রিয়া।

🎯 কেন দরকার?
✅ উপবৃত্তির টাকা পেতে
✅ একাউন্ট নিরাপদ রাখতে
✅ কোনো ধরণের জালিয়াতি রোধে
✅ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসরণে

🛑 KYC না করলে কী সমস্যা?

• টাকা ঢুকবে না (উপবৃত্তির টাকাও না)

• লেনদেন বন্ধ হতে পারে

• একাউন্ট সাময়িকভাবে ব্লক হয়ে যেতে পারে

🔍 KYC হয়েছে কিনা কীভাবে বুঝবেন?
১. নগদ অ্যাকাউন্ট হলে:
👉 ডায়াল করুন: *167 # → ৮ (My Account) → ৫ (Profile) → দেখবেন তথ্য আছে কিনা
👉 অথবা নগদ অ্যাপ থেকে প্রোফাইল দেখুন—NID ও ছবি আছে কিনা

২. বিকাশ অ্যাকাউন্ট হলে:
👉 ডায়াল করুন: *247 # → ৪ (My bkash) → ৫ (Settings) → দেখুন তথ্য আছে কিনা
👉 অথবা বিকাশ অ্যাপে লগইন করে প্রোফাইল চেক করুন

📋 ✅ KYC চেকলিস্ট:
☑️ জাতীয় পরিচয়পত্র (NID)
☑️ নিজের ছবি
☑️ সঠিক মোবাইল নম্বর
☑️ অভিভাবকের ক্ষেত্রে শিশুর জন্মসনদ ও NID
☑️ মোবাইল সিম ও একাউন্ট যেন একই নামের হয়
☑️ একাউন্ট খুলেছে কি না সেটি Agent বা App দিয়ে যাচাই।

📣
এখনই সময়, নিজের ও অভিভাবকের একাউন্টের KYC আপডেট করে নিন।
KYC না থাকলে উপবৃত্তি আটকে যাবে—তাই আগে যাচাই, পরে এন্ট্রি।

©সংগৃহীত।

মাস্টার্স(নিয়মিত) কোর্সে ভর্তির জন্য অবশ্যই দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা প্রয়োজন হবে, যা অবশ্যই হাতে পূরণ করে স্ক্...
22/03/2025

মাস্টার্স(নিয়মিত) কোর্সে ভর্তির জন্য অবশ্যই দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা প্রয়োজন হবে, যা অবশ্যই হাতে পূরণ করে স্ক্যান করে অনলাইন আবেদনের সময় আপলোড করতে হয়।
🔳 যেকোনো কম্পিউটার দোকান থেকে অঙ্গীকারনামার প্রিন্ট কপি বের নিতে পারবেন।
◾দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামায়,
🔹৬ নং এ স্নাতক (সম্মান) /প্রিলিমিনারী টু মাস্টার্স দিবেন,
🔹৭ নং এ যে সালে আপনি অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পাশ করেছেন তা লিখবেন।
🔹৮ নং এ অনার্স ৪র্থ বর্ষের রোল নম্বর।
🔹১০ নং এ যে কলেজ থেকে অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পাস করেছেন সেই কলেজের নাম।
🔹১১ নং এ আপনার প্রাপ্ত সিজিপিএ দিবেন।
🔹১২ নং এ মোট নম্বর/স্কেল ৪.০০ দিবেন।
*সর্বশেষে অঙ্গীকারনামায় নিজের স্বাক্ষর করবেন।
🤗অনলাইন আবেদন শুরু আগামীকাল ১৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত। আবেদন ফি ৩০০৳
◾অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ
👉 অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর।
👉 সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সচল মোবাইল নং।
👉 দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা।

♦ এই প্রশ্নটা অনেকেই করে থাকেন?দেশে চলমান ভোটার তালিকা হালনাগাদ-এবিবাহিত নারী তার স্থায়ী ঠিকানা কোনটা দিবেনএই নিয়ে একেক ...
21/01/2025

♦ এই প্রশ্নটা অনেকেই করে থাকেন?
দেশে চলমান ভোটার তালিকা হালনাগাদ-এ
বিবাহিত নারী তার স্থায়ী ঠিকানা কোনটা দিবেন
এই নিয়ে একেক জনের একেক মতামত!

💥 আমি এখানে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো।

🏠 প্রত্যেকটা মানুষের বর্তমান ঠিকানা বদলায় কিন্তু
স্থায়ী ঠিকানা কখনোই বদলায় না,
সেটা পুরুষ হোক কিম্বা নারী
(নদী ভাঙ্গন হলে ভিন্ন কথা) ।

নারীদের ক্ষেত্রে যেটা হয়--
বিয়ের পর স্বামীর বাড়িও একটি ঠিকানা হয়,
তবে সেটা হবে বর্তমান ঠিকানা।

🤔যদি বলেন এটার যুক্তি কি?
এই প্রশ্নের উত্তর হবে--
💏একজন নারীর একাদিক বিয়ে হতে পারে!
যেমন- ১ম স্বামী যদি ডিভোর্স দেয় বা মারা যায় তখন যদি
ওই নারী ২য় বিয়ে করেন তাহলে ২য় স্বামীর বাড়ি হবে বর্তমান ঠিকানা।
সুতরাং, এখানে বুঝাগেলো যে- নারীর বর্তমান ঠিকানা নির্দিষ্ট নয়।
(এক্ষেত্রে পরবর্তীতে ঠিকানা সংশোধন আবেদন করতে হবে)
আর বাবা কখনো পরিবর্তন হয়না।
সুতরাং, বাবার বাড়ি নির্দিষ্ট থাকে।

🏡এজন্যই বিবাহিত নারী নতুন ভোটার নিবন্ধনে নিজের স্থায়ী ঠিকানা অবশ্যই বাবার বাড়ির ঠিকানা দিবেন।

বি:দ্র: যদি এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে সরাসরি 📩 Inbox করতে পারেন।

I have reached 600 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
23/12/2024

I have reached 600 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

শ্রীশ্রী দুর্গাপূজা উপলক্ষ্যে ১০ অক্টোবর ২০২৪ তারিখ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা।
09/10/2024

শ্রীশ্রী দুর্গাপূজা উপলক্ষ্যে ১০ অক্টোবর ২০২৪ তারিখ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা।

আবেদন করুন ঘরে বসেই।
29/09/2024

আবেদন করুন ঘরে বসেই।

সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ:পদবী: সমাজকর্মী (ইউনিয়ন)গ্রেড: ১৬তমশূন্য পদ: ২০৯ (দুইশত নয়) টিআবেদনে শেষ তারিখ: ০৩/০৯/২০২...
20/08/2024

সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ:
পদবী: সমাজকর্মী (ইউনিয়ন)
গ্রেড: ১৬তম
শূন্য পদ: ২০৯ (দুইশত নয়) টি
আবেদনে শেষ তারিখ: ০৩/০৯/২০২৪ খ্রি:
আবেদন ফি: ২২৩ টাকা
আবেদন করতে (ইনবক্স) যোগাযোগ করুন!

সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ:পদবী: সমাজকর্মী (ইউনিয়ন)গ্রেড: ১৬তমশূন্য পদ: ২০৯ (দুইশত নয়) টিআবেদনে শেষ তারিখ: ০৩/০৯/২০২...
20/08/2024

সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ:
পদবী: সমাজকর্মী (ইউনিয়ন)
গ্রেড: ১৬তম
শূন্য পদ: ২০৯ (দুইশত নয়) টি
আবেদনে শেষ তারিখ: ০৩/০৯/২০২৪ খ্রি:
আবেদন ফি: ২২৩ টাকা

আবেদন করতে (ইনবক্স) যোগাযোগ করুন!

সেবা নিন ঘরে বসেই।একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ফি জমা দিতে(Inbox) যোগাযোগ করুন।নিশ্চায়ন ফি: 335/-
24/06/2024

সেবা নিন ঘরে বসেই।
একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ফি জমা দিতে
(Inbox) যোগাযোগ করুন।
নিশ্চায়ন ফি: 335/-

প্রয়োজনে ইনবক্স করুন।
03/06/2024

প্রয়োজনে ইনবক্স করুন।

30/05/2024

👉ডিজিটাল যুগে ডিজিটাল সেবা নিন।

👉একাদশ শ্রেণীর ভর্তি আবেদন করে দিচ্ছি।

👉দোকানে গিয়ে সিরিয়ালে বসে থেকে সময় নষ্ট না করে,,,,, আবেদন করিয়ে নিতে পারেন ঘরে বসেই!

আবেদন করতে যা যা লাগবে:
🟢এস.এস.সি রোল, রেজীঃ নম্বর,
🟢একটি সচল মোবাইল নম্বর,
🟢কলেজের নামের তালিকা (নুন্যতম ৫টি)
🟢আবেদন ফি ১৫০৳

প্রয়োজনে ইনবক্স করুন।

Address

Jaliapara
Guimara
4470

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sihab e-Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sihab e-Service:

Share