28/12/2024
পূর্ণিমার রাতে সুন্দরবন ভ্রমণ: ১২-১৪ জানুয়ারি
কটকা - কচিখালি- হারবাড়িয়া- ডিমের চর - করমজল - ডলফিন অভয়ারণ্য
এই ট্রিপে আমরা থাকবো এম.ভি. আরাল সি ক্রুজে। এই বোটের প্রতিটি স্টাফ প্রফেশনাল ও আন্তরিক। তাদের খাবারের বৈচিত্র অনেক ও স্বাদ অসাধারণ। বোটের প্রতিটি রুমের সাথে আছে এটাচ বাথ।
সুন্দরবনকে জানতে হলে যেটা সবচেয়ে জরুরী সেটা হলো সুন্দরবনকে জানেন, বুঝেন ও ধারণ করেন এমন একজনের সাথে সুন্দরবন ঘুরে দেখা, যে আপনার সকল জিজ্ঞাসা ও জানার তৃষ্ণা পূরণ করতে চেষ্টা করবেন। মৌয়াল, বাওয়ালি, বনবিবি, গাজি কালু এরা কারা? সুন্দরবনের সাথে এদের সম্পর্ক কি? সুন্দরবনে কারা লবণ চাষ করতো? সুন্দরবনে কত রকমের সরীসৃপ, পাখি, প্রাণী আছে? এমন অনেক প্রশ্নের উত্তর খোঁজা।
এই ট্রিপে আমাদের সাথে থাকবে সুন্দরবন সম্পর্কে অভিজ্ঞ জিয়া ভাই। তিনি ২৫ বছরের উপরে সুন্দরবন নিয়ে কাজ করেছেন এবং এখনো করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের অন্যতম ইনবাউন্ড ট্যুর পরিচালনা করেন তিনি বিদিশিদের নিয়ে সুন্দরবন নিয়মিত ট্যুর করলেও বাংলাদেশি গ্রুপ নিয়ে খুব কম সুন্দরবন ট্যুর করেছেন। এবার তিনি এই ট্যুরের দায়িত্য নিয়েছেন এবং আমাদের সুন্দরবন দেখাবেন।
ট্যুরের তারিখ ১২-১৪ জানুয়ারি বেঁছে নেয়ার কারণ ভরা পূর্ণিমা। পূর্ণিমায় সুন্দরবনের রূপ বেরে যায় বহু গুন। তাই সুন্দরবন ট্যুরের এটা বেস্ট সময়।
ট্যুরের এক্টিভিটিজ
> কটকায় জঙ্গল সাফারি
> কচিখালি জঙ্গল সাফারি
> ডিমের চর সাফারি
> প্রতিদিন বিভিন্ন ক্যানেলে বোট ক্রুজিং
> ডলফিন অভয়ারণ্য ভিজিট
> পূর্ণিমার রাতে প্যাডেল বোট ক্রুজিং
> এছাড়াও হারবাড়িয়া, করমজলসহ আরও অনেক স্পট
এই ট্রিপে থাকছে
> আধুনিক শিপে ভালো মানের থাকার ব্যবস্থা
> আছে কাপল, ত্রিপল ও ফ্যামিলি রুম। ব্রিজ ডেকে আছে ২টি প্যানরমা ভিউ রুম
> শিপে সেরা খাবার (বৈচিত্র্যে ও স্বাদে)
> সুন্দরবনের অভিজ্ঞ সিনিয়র গাইড
> সেরা টাইমিং (পূর্ণিমা'র সময়)
MV Aral Sea (AC ship)
মেইন ডেক জনপ্রতি ১৭০০০/-
আপার ডেক জনপ্রতি ১৮০০০/-
ব্রিজ ডেক (প্যানোরামা ভিউ) জনপ্রতি ২২,০০০/-
শিশু (৫ থেকে ১০ বছরের ভিতর) ৮৫০০/- (যদি বেড শেয়ার করে)
বিদেশিদের জন্য ফরেস্ট রেভিনুউ ১০৫০০/- যোগ হবে
ট্যুর বিস্তারিত জানতে ও বুকিং করতে কল দিন 01730054889
[email protected]
#সুন্দরবন