পৃষ্ঠা-৯৯

পৃষ্ঠা-৯৯ জীবন তো নয়,
যেন পাঁচ পয়সার মোমবাতি 🥰
(37)

অরবিন্দু?- জ্বি।আমায় ভালোবাসো?- হ্যাঁ।তাহলে ভালোবাসি বলনি যে?- আগ্রহ নেই।কেন?- ভালোবাসি বলাতে ভালোবাসা থাকে না।ভালোবাসা ...
29/07/2025

অরবিন্দু?
- জ্বি।

আমায় ভালোবাসো?
- হ্যাঁ।

তাহলে ভালোবাসি বলনি যে?
- আগ্রহ নেই।

কেন?
- ভালোবাসি বলাতে ভালোবাসা থাকে না।
ভালোবাসা বুঝে নিতে হয়।

তাহলে কীভাবে বুঝবো ভালোবাসো?
- আমার সমস্ত দুঃখের কথা কেন শুধু তোমাকেই বলি। মন খারাপ হলে কেন শেষ কলটা তোমাকেই করি। তুমি বুঝ না? তবুও না বুঝলে ভালোবাসি বলে বুঝানোর ইচ্ছে নেই।

একটা কবিতা শোনাও?
- তোমার চোখ, ভ্রু, নাক, ঠোঁট, চুল, কপালের টিপ, পরনের শাড়ি ইত্যাদি।

কবিতা বুঝো?
- তোমার জটিল চোখ দেখার পর একটু আধটু বুঝি।

উপন্যাস?
- মাঝরাত্তিরে তোমার বলতে থাকা তাবুদ অপ্রাসঙ্গিক গল্প।

আমায় ভুলে যেতে পারবে?
- হ্যাঁ।

এতো সহজ?
- ভুলে যেতে পারব না একথা জানলেই মানুষ দ্বিগুণ হারে অবহেলা করে।

ভালোবাসি! ভালোবাসি! ভালোবাসি!
- উত্তর আশা করো না; বুঝে নিও।
ভালোবাসি শোনার চেয়ে বুঝে নেওয়া জরুরি।

•বই- অরবিন্দু সিরিজ
•লেখা- সানোয়ার হোসেন

আমি কিছুক্ষণ হাসলাম। আপনারাও হাসেন—😺
29/07/2025

আমি কিছুক্ষণ হাসলাম। আপনারাও হাসেন—😺

প্রমথ চৌধুরী বলেছিলেন,"বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে, নিহত হয়েছে চট্টগ্রামে"....ব্যপারটাআসলেই চিন্তা করার মত।সত্য বলতে কি ...
28/07/2025

প্রমথ চৌধুরী বলেছিলেন,
"বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে, নিহত হয়েছে চট্টগ্রামে"....

ব্যপারটা
আসলেই চিন্তা করার মত।

সত্য বলতে কি বাংলা ভাষার সাথে চট্টগ্রামের ভাষার ৭০ ভাগই নূন্যতম মিল নেই!!

যেমন টা ধরেন:👇🏻

মুরগী কে চট্টগ্রামের ভাষায় বলে "কুরো"...

মোরগ কে বলে " লাতা কুরো"..

ফিঙে পাখি কে বলে "দেচ্ছো"..

তেলাপোকা কে বলে "তেইল্লেচুরা"

কাক কে " হাউওয়ো"

টয়লেট কে "টাট্টি"

খারাপ মানুষ কে " জারগো"

মাউলানা কে " মুলিছাফ"

পেয়ারা কে "গুয়াছি"

শিমের বিচি কে "হাইস্যে"

সমুদ্র কে "দইজ্জে"

কলসি কে "ঠিল্লে"

হঠাৎ কে "আতিক্কে"

পিচ্ছিল কে "বিরবিজ্জে"
....ইত্যাদি ইত্যাদি...।

আর চট্টগ্রামের ভাষায় এমন কিছু এপিক
এক্সপ্রেশন আছে যা শুধু বাংলা কেন! পৃথিবীর
কোন ভাষায় অনুবাদ করা যাবেনা।

যেমন ধরুন :
অবাইজ্জেহুদা!!
আত্তামারেবাপ!!!
মাইল্লেপিরে!!!
অবাজিরে!!
উম্মারেম্মা।
এরকম আরো শত শত এক্সপ্রেশন।

তাছাড়া চটগ্রামের #প্রবাদ গুলোও
পুরোপুরি ভিন্ন।
যেমন:-
★ফুয়াদেল্লাই ছাড়িত ন পারির,
কেঁডারলাই গিলিত ন পারির।
বাংলা অনুবাদ : স্বাদের জন্য
ছাড়তে পারছি না, কাঁটার জন্য
গিলতে পারছি না।

"পুঁদত নাই তেনা মিডে দি ভাত হানা"
অনুবাদ : গায়ে নেই জামা মিঠায় দিয়ে ভাত খাওয়া।
যা কোনো ভাষায় অনুবাদ করা যায় না

"চেরেত গরি পরি গেইয়ে"
চিটাইংগে ছোটবেলার খেলা
"ইচকিম ইচকিম হাইমর দাঁরা
হাইম গেইয়ে রাজার বারা
রাজার বউয়ের বাইট্টে চুল
টাইনতে টাইনতে লাম্বা চুল
লাম্বা চুলেত্তলে
দুওয়ো বাত্তি জ্বলে
সোনার আত হাডি দিলাম
কেঁচেঁত"

আরো আছে
বাংলাদেশের জাতীয় খেলার চিটাইংগে ভার্ষন
১/"হা ডু ডু লক্কন
তুরে মাইত্তে হতক্কন"।
২/"তুব্বোইন শরত
টিব্বাত্তি বরত"।

মানুষ এই ভাষা কে কঠিন,কুৎসিত, যে
যাই বলুক না কেন🙊
এ ভাষা শিখাতে সবাই পারেনা। যুগের পর যুগ মানুষ "এ ভাষা" চট্টগ্রামে থেকেও আয়ত্ত করতে পারেনা।
এ ভাষা জন্ম থেকে আয়ত্ত করতে হয়।।

#বেঁচে_থাকুক_চাটগাঁইয়া_ভাষা_অনন্ত_কাল।

"দরহার অইলে এই ভাষারে বাচাইবাল্লাই আঁরা আবার ভাষা আন্দোলন গইজ্জুম"।
" চিটাইংগে মরতপুয়া/মাইয়েপুয়া অক্কল আঁরাতো আঁরাই😃✌
আঁরাই সেরা!😅

25/07/2025

এই দেশের "রাজনীতি" 'শকুনের 'প্রজনন কেন্দ্র,,
"গণতন্ত্রের' 'গর্ভপাত' হয় প্রতিদিন,
নতুন নতুন 'রক্ত খাওয়া 'চোষকের' জন্ম দিয়ে।

এখনো জেগে আছে মাটির নিচে সেই নীরব 'চিৎকার,,
ওপরে শুধু 'রাজনীতির' মেলায় —বিক্রি হয় 'লাশের দাম!
'লাশের নামে চলছে নিলাম,,
'চিৎকারের বাজারদরে, 'ক্ষমতার হাট বসেছে 'নকল শোকের মুদ্রায়!

কে পাবে আয়েন্দা 'শোষণের সুবিধা,,
"একটা দুর্ঘটনা" তো ক্ষমতার চাবি ঘুরানোর,, এইতো সময়,,
"নদীর ভিতর গিলিয়ে দেয়া,, ডুবন্ত সাক্ষীকে,
চুরি হয় 'মৃতদের ভাষা,,
সত্যের 'কফিনে পেরেক মেরে রাখা,, নীরবতা,,
ক্ষুধার্ত 'রাজনীতির' মুখে,, উগরে পড়ে থাকে মিথ্যা 'সান্ত্বনার বর্জ্য'!.. জন্ম থেকে জ্বলছে দেশ!!

নীতি 'বিকৃত এই দেশে,,
একেকটা 'সাংবাদিকের 'জিহ্বা বাঁধা,, 'নেতাদের পার্সেলে,,
চলে 'সেন্সরশিপের জমজমাট নগদ বাণিজ্য!
'দেশ তলিয়ে গেলেও,,
এই দেশ উন্নতি হয় 'লাশের শিল্পকারখানা” গড়ে
'রাষ্ট্রযন্ত্রই চালাই 'মৃত্যুর ফ্যাক্টরি, উৎপাদন বাড়ে শুধু 'লাশের ইউনিটে'!

একবার শুধু,,
এই 'ক্ষমতার হাটের নথিতে ধরাও আগুন,,—
ডাকো সেই সন্তান হারা মাকে,,
দেখবে যে "দাবানল,, 'দাউদাউ করে,,
তাতে ঘি দেয়া,, লক্ষ 'মায়ের চোখের 'জল !!

—————
শোকের মুদ্রায়!
সাজিদুল্লাহ ফরহাদ।

বিশ্বের ৯০টির অধিক দেশকে স্বাধীনতা দিবস প্রদানকারী দেশ যুক্তরাজ্যের নেই কোন নিজস্ব স্বাধীনতা দিবস। 🫢
25/07/2025

বিশ্বের ৯০টির অধিক দেশকে স্বাধীনতা দিবস প্রদানকারী দেশ যুক্তরাজ্যের নেই কোন নিজস্ব স্বাধীনতা দিবস। 🫢

25/07/2025

বার্ণের চিকিৎসার ভয়াবহ ব্যাপারটা প্লাস্টিক সার্জন ছাড়া বাকিরা খুব ভাল ভাবে জানে না, সেটা হল আমরা রোগী দেখেই মোটামুটি বলে দিতে পারি এই বার্ণের রোগীটা বাঁচবে কি না।

বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে ৫০% এর উপরে আমরা তেমন একটা বাঁচাতে পারি না, এই যে রোগী গুলো কথা বলছে,খাচ্ছে সব ঠিক আছে মনে হচ্ছে, অথচ আমি জানি এই রোগীটা মারা যাবেই। এটা যে কত কষ্টের তা বলে বোঝানোর মত না। আর এত ছোট ছোট বাচ্চারা এত ভয়াবহ ভাবে পুড়েছে যে মৃত্যুর মিছিল এত সহজে থামবে না, আগামী এক সপ্তাহের ভেতর অনেক গুলো রোগী আমরা হারাব নিশ্চিত।

এটা খুবই কষ্টের। যেমন যে বাচ্চাটার ভিডিও দেখলাম পুরো শরীর পুড়ে গেছে, দৌড়াচ্ছে, আমি দেখেই বুঝলাম বাচ্চাটার বাঁচবার তেমন সম্ভাবনাই নাই, আহারে বাচ্চাটা। আমাদের সামর্থ্য এত কম দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠায়। বার্ণের সবচেয়ে বড় শত্রু সেপসিস। আর সেপসিসের বড় কারণ প্রচুর ভিজিটর, পরিবেশ, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি। আর বাংলাদেশের প্লাস্টিক সার্জনরা ভয়াবহতম কঠিন ট্রেনিং নেয় বলে বার্ণ ম্যানেজমেন্টে প্রচণ্ড দক্ষ। নিশ্চিন্তে তাদের উপর ভরসা রাখতে পারেন।

—ডা. কাফি চৌধুরী

অলরেডি চিকিৎসাধীন বাচ্চারা মারা যেতে শুরু করেছে। প্রতিদিন একজন দুইজন করে।

আজ শুক্রবার। অন্তর দিয়ে এদের জন্য একটু প্রার্থনা করবেন মহান আল্লাহর কাছে।

- Mahbub Kabir Milon

→ মাত্র ৪১ বলে সেঞ্চুরির মনোমুগ্ধকর ইনিংস→ আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স 😊🖤
24/07/2025

→ মাত্র ৪১ বলে সেঞ্চুরির মনোমুগ্ধকর ইনিংস
→ আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স 😊🖤

24/07/2025

প্রিয় সমন্বয়কবৃন্দ,আমারে যে সংস্কারের স্বপ্ন দেখাইয়া আন্দোলনে নিছিলায়,তা ঐ সংস্কার কতদূর?
মানে সংস্কার কতদূর আগাইলো?

মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ৮ জন।৭ জন না কিন্তু, ৮ জনই। অথচ পেপার, পত্রিকা, বইয়ে আমরা সবসময় পড়েছি ৭ জনের কথা।মুক্তিযুদ্ধের ...
24/07/2025

মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ ৮ জন।

৭ জন না কিন্তু, ৮ জনই। অথচ পেপার, পত্রিকা, বইয়ে আমরা সবসময় পড়েছি ৭ জনের কথা।

মুক্তিযুদ্ধের প্রথম বীরশ্রেষ্ঠ ছিলেন জগতজ্যোতি দাস।প্রচন্ড দক্ষ এবং চৌকস একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি। নিজ হাতে গড়া একটা বাহিনীর কমান্ডারও ছিলেন তিনি।

পাকবাহিনীরা তাকে জমের মতো ভয় পেত। তার ভয়ে ভাটি এলাকায় ঢুকতে পারতো না।

জীবনের শেষপর্যন্ত লড়াই করে পরে মিলিটারিদের হাতেই শহীদ হন তিনি। তার মৃত্যুর পর তাকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছিল।

কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর তার এই খেতাব টা বাতিল করা হয়। সেই থেকেই আমরা বীরশ্রেষ্ঠ হিসেবে ৭ জনকে চিনি, বাকি একজন রয়ে গেছে সবার অগোচরে।

তার বীরশ্রেষ্ঠ খেতাব টা কেন বাতিল করা হয়েছিল জানেন.?

কারণ তিনি ছিলেন সিভিলিয়ান, একজন সাধারণ নাগরিক, আর্মি পারসন ছিলেন না। শুধুমাত্র সিভিলিয়ান হওয়ায় তার সমস্ত অবদান অস্বীকার করে কেড়ে নেওয়া হয়েছিল বীরশ্রেষ্ঠ খেতাব।

মুক্তিযুদ্ধের বহুবছর পর মাইলস্টোনেও ঠিক একই ব্যাপারটাই ঘটলো।

পাইলট তৌকিরের জানাযায় গার্ড অব অনার দেয়া হলো, রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হলো, তাকে হিরো বানানো হলো। করুক তাতে আফসোস নাই।

কিন্তু নিজ সন্তানদের এতিম করে ২০ টা বাচ্চাকে বাঁচানো মাহরীন ম্যাডামের জন্যে কোন রাষ্ট্রীয় সম্মাননা ছিল না, মাসুকা ম্যাডামের মতো সাহসী শিক্ষিকার জন্যে কোন গার্ড অব অনার ছিল না, বাচ্চাদের বাঁচাতে গিয়ে মারা যাওয়া সবুজা খালার কথা তো ভুলেই গিয়েছে সবাই।

এই মহান সাহসী মানুষগুলোকে কি একটা গার্ড অব অনার দেয়া যেত না? গার্ড অব অনার না দিক একটু রাষ্ট্রীয় সম্মাননা দেয়া যেত না? একটা স্যালুট দিয়ে বুঝানো যেত না তাদের কাছে আমরা কতটা ঋণী।

না-কি পার্থক্যটা সেই সিভিলিয়ান আর আর্মির। বাহিনীর কেউ হলে ঢাকঢোল পিটিয়ে বিশাল সম্মাননা পাবে আর মাহরীন ম্যাডামদের মতো সাহসীরা পড়ে থাকবে অগোচরে।

কারণ তারা সিভিলিয়ান, নিতান্তই সাধারণ মানুষ।

মুক্তিযুদ্ধের এতবছর পরও রাষ্ট্রের এই বৈষম্য শেষ হলো না।
যুগে যুগে এদেশে বহু জগতজ্যোতি দাস, মাহরীন ম্যাডামরা জীবন উৎসর্গ করে দেয় কিন্তু প্রাপ্য সম্মানটা আর পায় না

লেখা- Ibrahim Khalil Shawon
Image- Enayet Chowdhury

#সবাই #এই

৪৯ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বি/ধ্ব/স্ত হয়েছে। এতে সব আরোহী প্রা/ণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ...
24/07/2025

৪৯ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বি/ধ্ব/স্ত হয়েছে। এতে সব আরোহী প্রা/ণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

24/07/2025

ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক।আর ক্ষমতায় গেলে-'' সব পোস্ট ডিলিট করেন,সমস্যা হবে!!''

কেটে যাবে সংকট, থেকে যাবে স্কিনশর্ট! 🥱🤭
23/07/2025

কেটে যাবে সংকট, থেকে যাবে স্কিনশর্ট! 🥱🤭

Address

Habiganj Sadar

Alerts

Be the first to know and let us send you an email when পৃষ্ঠা-৯৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share