
29/07/2025
অরবিন্দু?
- জ্বি।
আমায় ভালোবাসো?
- হ্যাঁ।
তাহলে ভালোবাসি বলনি যে?
- আগ্রহ নেই।
কেন?
- ভালোবাসি বলাতে ভালোবাসা থাকে না।
ভালোবাসা বুঝে নিতে হয়।
তাহলে কীভাবে বুঝবো ভালোবাসো?
- আমার সমস্ত দুঃখের কথা কেন শুধু তোমাকেই বলি। মন খারাপ হলে কেন শেষ কলটা তোমাকেই করি। তুমি বুঝ না? তবুও না বুঝলে ভালোবাসি বলে বুঝানোর ইচ্ছে নেই।
একটা কবিতা শোনাও?
- তোমার চোখ, ভ্রু, নাক, ঠোঁট, চুল, কপালের টিপ, পরনের শাড়ি ইত্যাদি।
কবিতা বুঝো?
- তোমার জটিল চোখ দেখার পর একটু আধটু বুঝি।
উপন্যাস?
- মাঝরাত্তিরে তোমার বলতে থাকা তাবুদ অপ্রাসঙ্গিক গল্প।
আমায় ভুলে যেতে পারবে?
- হ্যাঁ।
এতো সহজ?
- ভুলে যেতে পারব না একথা জানলেই মানুষ দ্বিগুণ হারে অবহেলা করে।
ভালোবাসি! ভালোবাসি! ভালোবাসি!
- উত্তর আশা করো না; বুঝে নিও।
ভালোবাসি শোনার চেয়ে বুঝে নেওয়া জরুরি।
•বই- অরবিন্দু সিরিজ
•লেখা- সানোয়ার হোসেন