পৃষ্ঠা-৯৯

পৃষ্ঠা-৯৯ জীবন তো নয়,
যেন পাঁচ পয়সার মোমবাতি 🥰
(37)

ধারের টাকা না দিলেও চলবে।🥱😸
18/09/2025

ধারের টাকা না দিলেও চলবে।🥱😸

সৈয়দ মুজতবা আলী দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন ডায়মন্ড বলপেন আছে?সেলসম্যান মুখের উপর বলে দিল,  "নেই" তিনি চলে যাচ্ছিলেন আবার ...
16/09/2025

সৈয়দ মুজতবা আলী দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন ডায়মন্ড বলপেন আছে?

সেলসম্যান মুখের উপর বলে দিল, "নেই"

তিনি চলে যাচ্ছিলেন আবার ফিরলেন তারপর জিজ্ঞেস করলেন, ''অন্য কি বলপেন আছে?''
সেলসম্যান বললো অনেক আছে, পাওয়ার, সুলেখা, ব্রাইট ইত্যাদি।

সেলসম্যানশীপ কী সৈয়দ মুজতবা আলী তাদের বুঝালেন। যখন তিনি ডায়মন্ড বলপেন আছে কি তা জিজ্ঞেস করলেন তখন তাদের বলা উচিৎ ছিল যে নেই তবে পাওয়ার, সুলেখা, ব্রাইট ইত্যাদি আছে।
ক্রেতাকে বিকল্প না দেখিয়ে বিদায় করাটা ঠিক না।

সেলসম্যানরা লজ্জিত হলো কিন্তু শিখলো।
কিছুক্ষণ পর সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় এসেছেন, জিজ্ঞেস করলেন টয়লেট পেপার আছে?

সৈয়দ মুজতবা আলীর দীক্ষিত সেলসম্যান উত্তরে বললেন, টয়লেট পেপার একটু আগে শেষ হয়ে গেছে। তবে শিরিষকাগজ আছে। দেবো?

© কোনো একটা বইয়ের পৃষ্ঠা থেকে নেয়া।

বুঝচ্ছেন?
12/09/2025

বুঝচ্ছেন?

এদেশে না জন্মালে মানুষ এতো নৃশংস হয় তা হয়তো অজানা থাকতো।মাত্র ১৮-২০ সেকেন্ডে হাতুড়ির আঘাতে নির্মমভাবে হ*ত্যা করে বগুড়ার ...
08/09/2025

এদেশে না জন্মালে মানুষ এতো নৃশংস হয় তা হয়তো অজানা থাকতো।

মাত্র ১৮-২০ সেকেন্ডে হাতুড়ির আঘাতে নির্মমভাবে হ*ত্যা করে বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের ম্যানেজার ইকবাল হোসেনকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘুমন্ত অবস্থায় থাকা ইকবালের কক্ষে ঢুকে ঘাতক রাকিবুল হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মাথায় আঘাত চালায়। মানুষটি একবারের জন্যেও ঘুম থেকে জাগতে পারেনি! দৃশ্যটি যেন কোনো ভয়ংকর সিনেমার মতো; অথচ এটি বাস্তব! ২৪ ঘন্টা পার হওয়ার আগেই ডিবি আসামীকে গ্রেফতার করে এবং ভিডিও ফুটেজ উদ্ধার করে।

কিন্তু প্রশ্ন হলো এরকম অকাট্য প্রকাশ্য প্রমাণ থাকা সত্ত্বেও এমন নৃশংস হত্যার বিচার দ্রুত কবে হবে? বিচারিক প্রক্রিয়া ধীরগতি কিংবা বিচারহীনতার কারণেই কি এ সমাজে নৃশংসতা বৃদ্ধি পাচ্ছে? অথবা আর কী কারণ থাকতে পারে।

পিও।
07/09/2025

পিও।

😸🥱!
07/09/2025

😸🥱!

কথা কন,ঠিক কি না?🥱
06/09/2025

কথা কন,ঠিক কি না?🥱

২০২২ সাল আর ২০২৫ সালের মধ্যে পার্থক্য কোথায় জানেন?তখন গরুকে টেনে থামানো যাইতো না!!এখন গরুকে ঠেলতে হয়!! 🙄🙄
06/09/2025

২০২২ সাল আর ২০২৫ সালের মধ্যে পার্থক্য কোথায় জানেন?
তখন গরুকে টেনে থামানো যাইতো না!!
এখন গরুকে ঠেলতে হয়!! 🙄🙄

নাকে তেল দিয়ে ঘুমাও,ট্রল করার আর সুযোগ নাই।😸
05/09/2025

নাকে তেল দিয়ে ঘুমাও,ট্রল করার আর সুযোগ নাই।😸

প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ বিয়ে করেছিলেন শাওনকে। ঘটনাটার পরপরই তাঁর প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদ ও তার পুত্র কন্যারা হুমায়...
02/09/2025

প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ বিয়ে করেছিলেন শাওনকে। ঘটনাটার পরপরই তাঁর প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদ ও তার পুত্র কন্যারা হুমায়ুন আহমেদকে ত্যাগ করেন, তাঁর সাথে সকল যোগাযোগ ছিন্ন করে ফেলেন।

ঘটনাটার উসিলায় উনার পুত্র কন্যাদের মধ্যে বাবাকে সবচেয়ে ঘৃণা দেখিয়েছিলেন উনার কন্যা শীলা আহমেদ। বাবার পাঠানো ফুল এবং মিষ্টি তিনি একবার ফেরত পাঠিয়েছিলেন চিরকূট সহ। তাতে লেখা ছিলো, "ভুলে একটা মিষ্টি খেয়ে ফেলেছি, তার জন্য সরি!!"

আমার সবসময়ই মনে হয়, শীলা আহমেদ তাঁর পিতাকে কতটা ঘৃণা করতেন সেটা আসলে এই ঘটনা দিয়ে বুঝানো সম্ভব নয়। ওটা বুঝতে গেলে তাকাতে হবে তার বিবাহিত জীবনের দিকে।

বাবার উপরে ঘৃণা থেকে মেয়েরা অনেক সময় অনেক আজেবাজে ছেলেকে বিয়ে করে বসে। কেউ বিয়ে করে মোটর মেকানিককে, কেউ বিয়ে করে পাড়ার বখাটেকে। কেউবা বিয়ে করে আকাট নির্বোধ বেকুব কোনো ছেলেকে, যাকে দেখলেই পিতার গাত্রদাহ হয়ে জ্বলেপুড়ে অঙ্গার হয়ে যাবে।

এজন্যই শীলা আহমেদ বিয়ে করেছিলেন আসিফ নজরুলকে।

01/09/2025

মাঝেমধ্যে মনে হয়,দেশের আইন ব্যবস্থাকেই "আইনের" আওতায় আনা উচিত।

মহান মুক্তিযু*দ্ধের সর্বাধিনায়ক মুহম্মদ আতাউল গণি ওসমানীকে তাঁর জন্মবার্ষিকী-তে জানাই গভীর শ্রদ্ধা। দেশের প্রতি তাঁর ভাল...
01/09/2025

মহান মুক্তিযু*দ্ধের সর্বাধিনায়ক মুহম্মদ আতাউল গণি ওসমানীকে তাঁর জন্মবার্ষিকী-তে জানাই গভীর শ্রদ্ধা।
দেশের প্রতি তাঁর ভালোবাসা চিরকাল আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Address

Habiganj Sadar

Alerts

Be the first to know and let us send you an email when পৃষ্ঠা-৯৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share