Tech with Shanto

Tech with Shanto Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tech with Shanto, Habiganj Sadar.
(3)

29/05/2025

🚀 MS Excel এর ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ)
(শিখে রাখুন, খুবই গুরুত্বপূর্ণ)

১. Ctrl + Arrow Key → তথ্য শেষ হওয়া পর্যন্ত দ্রুত নেভিগেট করবে।
২. Ctrl + Shift + Arrow Key → তথ্যসহ সেল রেঞ্জ সিলেক্ট করবে।
৩. Ctrl + Page Up/Page Down → ওয়ার্কশিটের মধ্যে এক শীট থেকে আরেক শীটে যাবে।
৪. Ctrl + ` (Grave Accent) → সেলে থাকা ফর্মুলা দেখাবে।
৫. Ctrl + Shift + "+" → নতুন সেল, রো বা কলাম ইনসার্ট করবে।

৬. Ctrl + "-" → নির্বাচিত সেল, রো বা কলাম ডিলিট করবে।
৭. Ctrl + 9 → নির্বাচিত রো হাইড করবে।
৮. Ctrl + 0 → নির্বাচিত কলাম হাইড করবে।
৯. Ctrl + Shift + ( → হাইড করা রো আনহাইড করবে।
১০. Ctrl + Shift + ) → হাইড করা কলাম আনহাইড করবে।

১১. Alt + = → AutoSum ফাংশন যোগ করবে।
১২. F2 → সেল এডিট মোডে যাবে।
১৩. Shift + Space → সম্পূর্ণ রো সিলেক্ট করবে।
১৪. Ctrl + Space → সম্পূর্ণ কলাম সিলেক্ট করবে।
১৫. Ctrl + Shift + L → ফিল্টার অপশন চালু/বন্ধ করবে।

১৬. Ctrl + ; → বর্তমান তারিখ ইনসার্ট করবে।
১৭. Ctrl + Shift + : → বর্তমান সময় ইনসার্ট করবে।
১৮. Ctrl + 1 → Format Cells উইন্ডো খুলবে।
১৯. Ctrl + K → হাইপারলিংক সংযুক্ত করবে।
২০. Ctrl + Shift + " → উপরের সেলের মান কপি করবে।

২১. Ctrl + D → উপরের সেল ডেটা নিচে কপি করবে।
২২. Ctrl + R → বাম দিকের সেল ডেটা ডানে কপি করবে।
২৩. Alt + Enter → একই সেলে নতুন লাইন তৈরি করবে।
২৪. F4 → ফাংশনে রেফারেন্স Lock/Toggle করবে ($ চিহ্ন)।
২৫. Shift + F11 → নতুন ওয়ার্কশিট তৈরি করবে।

২৬. Ctrl + Tab → এক্সেল উইন্ডোগুলোর মধ্যে পরিবর্তন করবে।
২৭. Ctrl + Shift + Tab → পূর্বের উইন্ডোতে ফিরে যাবে।
২৮. Ctrl + Shift + $ → সেলকে Currency ফরম্যাটে রূপান্তর করবে।
২৯. Ctrl + Shift + % → Percent ফরম্যাট প্রয়োগ করবে।
৩০. Ctrl + Shift + # → Date ফরম্যাট প্রয়োগ করবে।

৩১. Ctrl + Shift + @ → Time ফরম্যাট প্রয়োগ করবে।
৩২. Ctrl + Shift + ^ → Scientific ফরম্যাট প্রয়োগ করবে।
৩৩. Ctrl + Shift + ! → Number ফরম্যাট প্রয়োগ করবে।
৩৪. Ctrl + Alt + V → Paste Special ডায়ালগ খুলবে।
৩৫. Ctrl + Shift + U → ফর্মুলা বার প্রসারিত/সঙ্কুচিত করবে।

৩৬. Ctrl + Q → Quick Analysis টুল চালু হবে।
৩৭. Alt + H + O + I → কলামের প্রস্থ AutoFit হবে।
৩৮. Alt + H + O + A → রোর উচ্চতা AutoFit হবে।
৩৯. Alt + H + M + C → সেল Merge এবং Center করবে।
৪০. Alt + H + B → সেল বর্ডার অ্যাপ্লাই করবে।

৪১. Alt + H + F + C → ফন্ট কালার পরিবর্তন করবে।
৪২. Alt + A + T → টেক্সট টু কলাম চালু করবে।
৪৩. Alt + N + V → Pivot Table ইনসার্ট করবে।
৪৪. Alt + N + C → Column Chart ইনসার্ট করবে।
৪৫. Alt + M + R → Recent ফাংশন দেখাবে।

৪৬. Alt + M + F → Insert Function ডায়ালগ খুলবে।
৪৭. Ctrl + Shift + ↑/↓ → একসাথে অনেক রো সিলেক্ট করবে।
৪৮. Ctrl + Shift + Tab → Workbook-এর অন্য ট্যাবে যাবে।
৪৯. Ctrl + Alt + F9 → সব ফর্মুলা রিক্যালকুলেট করবে।
৫০. Esc → চলমান এডিট বা কমান্ড বাতিল করবে।

🔔 আপনার কতটি শর্টকাট জানা ছিল? কমেন্টে জানান?
💾 পোস্টটি শেয়ার করে রাখুন, কাজে লাগবে ১০০%! এবং — শেয়ার করে বন্ধুদেরও জানাতে ভুলবেন না!
📚 এমন আরও শর্টকাট পেতে কমেন্ট করুন “Shortcut” লিখে।
[Collected]

Address

Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tech with Shanto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tech with Shanto:

Share