Mujib-2.0

Mujib-2.0 যতবারই হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হবো লিখবো নতুন ইতিহাস!✊

'ও আলোর পথযাত্রী, এ যে রাত্রীএখানে থেমোনা।'
27/09/2025

'ও আলোর পথযাত্রী, এ যে রাত্রী
এখানে থেমোনা।'

শুভ জন্মদিন দেশরত্ন ❣️🌸
27/09/2025

শুভ জন্মদিন দেশরত্ন ❣️🌸

25/09/2025

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা
রাত পোহাবে তবে!!

দেশমাতৃকার স্বার্থে আমাদের সংগ্রাম চলবে,ইনশাহআল্লাহ!✊

25/09/2025

গ্রেপ্তার হওয়া কর্মীদের অভিভাবক শেখ হাসিনা। ঠিকানা ধানমণ্ডি-৩২। তিনি সর্বাবস্থায় কর্মীদের পাশে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। তৃণমূলই বাংলাদেশ আওয়ামী লীগের হৃদপিণ্ড।
বিজয় আসবেই।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

25/09/2025

বাঁধা দিতে আইসো না, পিঠের চামড়া থাকবে না!✊

জয় বাংলা বলে আগে বাড়ো🤟
24/09/2025

জয় বাংলা বলে আগে বাড়ো🤟

জয় বাংলা বলে আগে বাড়ো ✊অসংখ্য ধন্যবাদ হবিগঞ্জ পৌর যুবলীগ ও ছাত্রলীগের ভাইদের❤️‍🩹
22/09/2025

জয় বাংলা বলে আগে বাড়ো ✊

অসংখ্য ধন্যবাদ হবিগঞ্জ পৌর যুবলীগ ও ছাত্রলীগের ভাইদের❤️‍🩹

"কাশিমপুর মহিলা কারাগার" আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ—গ্রেফতার করে আদালতের আদেশে কাশিমপুর কারাগ...
21/09/2025

"কাশিমপুর মহিলা কারাগার" আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ—

গ্রেফতার করে আদালতের আদেশে কাশিমপুর কারাগারে নেওয়ার পর সব মামলায় জামিন হওয়ার পরেও অধিকাংশ রাজবন্দিদের নতুন মামলায় এরেস্ট দেখিয়ে দিনের পর দিন মাসের পর মাস বেআইনিভাবে আটকিয়ে রাখা হচ্ছে।

কেন এভাবে বেআইনিভাবে আটক রাখা হচ্ছে তার প্রতিবাদে কারাগারে আমাদের নারী রাজবন্দীরা স্লোগান দেয়—
"আমরা ফেসিস্ট তোমরা কি?
ফ্যাসিবাদের সংজ্ঞা কি?
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।
শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।"
জেলের রাজনৈতিক বন্দীরা ছাড়াও বাকি প্রায় সকল বন্দিরা এ স্লোগানে শামিল হয়। বন্দীরা সকলে এক তালে এক দাবি নিয়ে প্রশ্ন তোলে প্রহসনের আইনের প্রতি কেন তাদেরকে দিনের পর দিন জামিন দিয়েও আবার অন্য মামলায় শন এরেস্ট দেখিয়ে আটকে রাখা হয়েছে? কবে তাদের জামিন মিলবে? কি তাদের অপরাধ? তার ফলাফল— আমাদের নেত্রীদের ২৪ ঘন্টা আটকে রাখা হয় অন্ধকার সেলে খাবার, পানি, বিদ্যুৎ বন্ধ থাকে। আমাদের নেত্রীদের অন্ধকার সেলে আটকে সেই সেলে জেলারের পালিত অন্যান্য সাজাপ্রাপ্ত আসামিদের প্রবেশ করিয়ে নারী বন্দীদের নির্মম ভাবে শারীরিক অত্যাচার করা হয়। আজ রাতে কাশিমপুর কারাগার থেকে নেত্রীদের জোরপূর্বক পুলিশ ভ্যান ভর্তি করে কোথায় নেয়া হয়েছে এর জবাব কে দিবে??

কি অপরাধে তাদেরকে মারধর করা হলো জেল হেফাজতে? তাদের জীবনের নিরাপত্তা কোথায়? রাতের অন্ধকারে তাদের কোথায় স্থানান্তর করা হলো? সবাই আওয়াজ তুলুন প্রতিবাদ করুন, আমাদের রাজবন্দী সহযোদ্ধা বোনদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন।

মানবধিকার কর্মীরাও কি মারা গেছে সব!
শুধু জননেত্রী শেখ হাসিনার সরকারের সময় মানবাধিকার লঙ্ঘিত হয় অন‍্য সময় হয় না?

নারী রাজবন্দিদের শারীরিক নির্যাতন করে এহেন হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই॥



& Asia
Human_Rights_Council

- Seoul

_ICC

19/09/2025

জনাব ডিএমপি কমিশনার,
আমরাও দেখে নিবো আপনি কতো থানার ওসি আর এস আই প্রত্যাহার করতে পারেন!
মনে রাখবেন এটা ছাত্রলীগ।কোন দেশ এই ছাত্রলীগের জন্ম দেয়নি বরং ছাত্রলীগ ই বাংলাদেশের জন্ম দিয়েছে।পাক হানাদার বাহিনী ছাত্রলীগকে দাবিয়ে রাখতে পারেনি আর আপনি আসছেন আটকাতে!🤟

Address

Habiganj Sadar

Telephone

+8801732949428

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mujib-2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mujib-2.0:

Share