21/09/2025
"কাশিমপুর মহিলা কারাগার" আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ—
গ্রেফতার করে আদালতের আদেশে কাশিমপুর কারাগারে নেওয়ার পর সব মামলায় জামিন হওয়ার পরেও অধিকাংশ রাজবন্দিদের নতুন মামলায় এরেস্ট দেখিয়ে দিনের পর দিন মাসের পর মাস বেআইনিভাবে আটকিয়ে রাখা হচ্ছে।
কেন এভাবে বেআইনিভাবে আটক রাখা হচ্ছে তার প্রতিবাদে কারাগারে আমাদের নারী রাজবন্দীরা স্লোগান দেয়—
"আমরা ফেসিস্ট তোমরা কি?
ফ্যাসিবাদের সংজ্ঞা কি?
শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।
শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।"
জেলের রাজনৈতিক বন্দীরা ছাড়াও বাকি প্রায় সকল বন্দিরা এ স্লোগানে শামিল হয়। বন্দীরা সকলে এক তালে এক দাবি নিয়ে প্রশ্ন তোলে প্রহসনের আইনের প্রতি কেন তাদেরকে দিনের পর দিন জামিন দিয়েও আবার অন্য মামলায় শন এরেস্ট দেখিয়ে আটকে রাখা হয়েছে? কবে তাদের জামিন মিলবে? কি তাদের অপরাধ? তার ফলাফল— আমাদের নেত্রীদের ২৪ ঘন্টা আটকে রাখা হয় অন্ধকার সেলে খাবার, পানি, বিদ্যুৎ বন্ধ থাকে। আমাদের নেত্রীদের অন্ধকার সেলে আটকে সেই সেলে জেলারের পালিত অন্যান্য সাজাপ্রাপ্ত আসামিদের প্রবেশ করিয়ে নারী বন্দীদের নির্মম ভাবে শারীরিক অত্যাচার করা হয়। আজ রাতে কাশিমপুর কারাগার থেকে নেত্রীদের জোরপূর্বক পুলিশ ভ্যান ভর্তি করে কোথায় নেয়া হয়েছে এর জবাব কে দিবে??
কি অপরাধে তাদেরকে মারধর করা হলো জেল হেফাজতে? তাদের জীবনের নিরাপত্তা কোথায়? রাতের অন্ধকারে তাদের কোথায় স্থানান্তর করা হলো? সবাই আওয়াজ তুলুন প্রতিবাদ করুন, আমাদের রাজবন্দী সহযোদ্ধা বোনদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন।
মানবধিকার কর্মীরাও কি মারা গেছে সব!
শুধু জননেত্রী শেখ হাসিনার সরকারের সময় মানবাধিকার লঙ্ঘিত হয় অন্য সময় হয় না?
নারী রাজবন্দিদের শারীরিক নির্যাতন করে এহেন হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই॥
& Asia
Human_Rights_Council
- Seoul
_ICC