Ashiqur Rahman Shikdar Officeal

Ashiqur Rahman Shikdar Officeal এটি একটি ইসলামিক পেজ যাতে বিভিন্ন ইসল?
(36)

27/05/2025

আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জ্বিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি, তাই যারা কুরবানী করার নিয়্যত করেছেন আপনারা কাল মাগরিবের পূর্বেই শরীরের অবাঞ্চিত লোম, চুল ও নখ ইত্যাদি কেটে নিন। অথবা এর পূর্বে কাটতে না পারলে জ্বিলহজ্বের প্রথম ১০ দিন কাটা থেকে বিরত থাকুন। যারা কুরবানী করবেন না তারাও এই আমলটি করুন, আল্লাহ চাইলে তিনি আপনাদেরকেও কুরবানীর সওয়াব দান করে দিবেন।

কাচা বাদাম ❤️যার লাগবে বলে ফেলুন🤭
24/05/2025

কাচা বাদাম ❤️যার লাগবে বলে ফেলুন🤭

18/05/2025

যে নাতের পাগল বাচ্চারা❤️❤️

03/05/2025

লালদিঘি ময়দানের সুন্নী আলেমদের ঐক্যবদ্ধ এবং সুন্নী জনতার উপস্থিতি প্রমাণ করে রাজপথে নতুন শক্তি নিয়ে আসছে সুন্নিয়ত ❤️❤️❤️👊

03/05/2025

--ঠেলার নাম বাবাজি--
বহুল নাটকীয়তা পর পূবাইল থানা শহীদ মাওঃ রইছ উদ্দিন হত্যাকারীদের বিরুদ্ধে মামলা গ্রহণ করল।আসামীর সংখ্যা ১৭ জন।

আজ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ থেকে বের হওয়া দশ সহস্রাধিক জনতার বিক্ষোভ মিছিলে স্লোগান ওঠেছে 'এক দুই তিন চার - পুলিশ তুই স্ব...
02/05/2025

আজ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ থেকে বের হওয়া দশ সহস্রাধিক জনতার বিক্ষোভ মিছিলে স্লোগান ওঠেছে 'এক দুই তিন চার - পুলিশ তুই স্বৈরাচার।'আগামীকাল শনিবার রইস হত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচি চট্টগ্রাম জেলার ঐতিহাসিক লালদীঘি ময়দানে।প্রস্তুতি নিন।৫ আগস্ট ছিল বৈষম্যের বিরুদ্ধে জনতার আন্দোলন।ভাই হত্যার প্রতিবাদে মাঠে নেমে সব বৈষম্যের জবাব দিন।
্যার_বিচার_চাই

সত্যি কান্না আসে এই মেয়েটা সারাজীবনের জন্যে বাবা হারাইলো।আল্লাহ পূর্ণ হেফাজত করুন আমিন।
30/04/2025

সত্যি কান্না আসে
এই মেয়েটা সারাজীবনের জন্যে বাবা হারাইলো।
আল্লাহ পূর্ণ হেফাজত করুন আমিন।

তার পিছনে নামাজ পড়ে তাকেই মেরে পেললি।তুরা ইয়াজিদ থেকে কম নেই।এত মায়াবী চেহেরাটা দেখে মায়া হল না?তার ছোট মেয়েটার দিকে একব...
30/04/2025

তার পিছনে নামাজ পড়ে তাকেই মেরে পেললি।তুরা ইয়াজিদ থেকে কম নেই।এত মায়াবী চেহেরাটা দেখে মায়া হল না?তার ছোট মেয়েটার দিকে একবারও দেখলি না?তিন মাসের বেতনও দিলি না।তার পরিবারের কি হবে? উপার্জন করার মত কেউ তো নাই।মা কে ছেলে হারা করলি,স্ত্রী কে বিধবা করলি,না বালিকা মেয়েকে এতিম করলি,বোনের এক মাত্র ভাইকে হত্যা করে তোদের কি লাভ হল?আল্লাহ মাওলানা রইস উদ্দিন কে জান্নাত বাসী করুন।

এই সেই পাষান কুলা/ঙ্গার পুলিশ যেই শহীদ রইস উদ্দিন ভাইয়ের মুখে পানির লোভ দেখিয়ে আবার সেই পানি ফিরিয়ে নিয়ে নিজের গলাই ফেলে...
29/04/2025

এই সেই পাষান কুলা/ঙ্গার পুলিশ যেই শহীদ রইস উদ্দিন ভাইয়ের মুখে পানির লোভ দেখিয়ে আবার সেই পানি ফিরিয়ে নিয়ে নিজের গলাই ফেলে দিয়েছে।আমরা এই হত্যার দ্রুত বিচার চাই 😭

ইসলামি ছাত্র সেনার সাবেক সভাপতি মাও: রইস উদ্দিন সাহেবের দুইজন খুনির ছবি প্রকাশ হয়েছে।সবাই শেয়ার করুন জাতির কাছে চিহ্নিত ...
28/04/2025

ইসলামি ছাত্র সেনার সাবেক সভাপতি মাও: রইস উদ্দিন সাহেবের দুইজন খুনির ছবি প্রকাশ হয়েছে।সবাই শেয়ার করুন জাতির কাছে চিহ্নিত করুন।

28/04/2025

“মাওলানা র‌ঈস উদ্দিন হত্যা প্রসঙ্গে জরুরী বিবৃতি”

রাষ্ট্রের স্থিতিশীলতা, সামাজিক সহনশীলতা ও জননিরাপত্তার উন্নতির স্বার্থেই মাওলানা র‌ঈস উদ্দিন হত্যাকাণ্ডের জরুরী ভিত্তিতে তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরী
~ আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গত ২৭ এপ্রিল রোজ রবিবার, গাজীপুর সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ড হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা র‌ঈস উদ্দিনকে মতাদর্শগত বিরোধের জের ধরে স্থানীয় একটি গ্রুপ মব তৈরি করে এবং তার উপর অতর্কিত হামলা চালানো হয়। সম্পূর্ন বেআইনিভাবে স্থানীয় মসজিদের একজন ইমামকে ঘন্টার পর ঘন্টা গাছের সাথে বেঁধে এলোপাথাড়ি আঘাত করা, গণসহিংসতা করে জোরপূর্বক মিথ্যা স্টেটমেন্ট নেওয়া এবং কোনোরূপ চিকিৎসা ছাড়াই পুলিশের হাতে হস্তান্তর করা একটি নজিরবিহীন জুলুমের ঘটনা। নির্মম নির্যাতনের পর সকাল ১০টায় তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং পুলিশ বিনা চিকিৎসায় তাঁকে থানায় আটকে রাখে। বিকাল ৩টায় তাঁকে কারাগারে প্রেরণ করা হয়। অতঃপর কারাগারেই ২৮ তারিখ রাত ৩ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

এই নির্মম হত্যার সাথে ২টি পক্ষ সরাসরি জড়িত: ১. স্থানীয় গ্রুপ যারা মব তৈরি করেছে এবং অকথ্য নির্যাতন চালিয়েছে ; ২. পুলিশ ও কারা কর্তৃপক্ষ, যারা একজন নাগরিকের মৌলিক অধিকার চিকিৎসা থেকে তাঁকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে। যদি পুলিশ ও কারা কর্তৃপক্ষ থেকে যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা হতো তাহলে হয়তো আজকে এমন নির্মম হত্যার মুখোমুখি হতে হতো না। স্বৈরাচার পতনের পর পুলিশী ব্যবস্থার যে আমূল পরিবর্তন আমরা চেয়েছিলাম তার উল্লেখযোগ্য বাস্তবায়ন হয়নি বলেই আজকে মব ভায়োলেন্সে নাগরিকের প্রাণহানির সাথে পুলিশের পেশাদারিত্বের অভাবজনিত যোগাযোগ দেখা যাচ্ছে। আমরা অত্যন্ত ক্ষোভের সাথে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দাবি ৩টি:
১. যারা মব তৈরি করেছে এবং অকথ্য নির্যাতন চালিয়েছে— প্রক্যেককে আইনের আওতায় আনতে হবে।
২. একজন নাগরিককে মব দ্বারা নির্যাতন, নির্যাতন পরবর্তী চিকিৎসাহীন অবস্থায় থানায় আটকে রাখা এবং কারাগারে প্রেরণের সাথে জড়িত সকল পুলিশ সদস্যকে আইনের আওতায় আনতে হবে।
৩. মাওলানা র‌ঈস উদ্দিন হত্যার জরুরী ভিত্তিতে তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তাঁর পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে।

স্বৈরাচার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ৮ মাস পার হ‌ওয়ার পর‌ও এমন ভয়াবহ মব তৈরি এবং অমানবিক পুলিশী ব্যবস্থায় নাগরিকের মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না। এটা স্পষ্টই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা। এই ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। জরুরী ভিত্তিতে এই হত্যার তদন্ত ও বিচার নিশ্চিত করার লক্ষ্যে অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি। যদি অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার, তদন্ত ও বিচারের দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয় তাহলে জনতার বিক্ষোভের মুখে পড়তে হবে। আমরা আইন লঙ্ঘনের বিরোধী। আশা করছি, স্বরাষ্ট্র উপদেষ্টা অনতিবিলম্বে এই হত্যার সাথে জড়িতদের গ্রেফতার, তদন্ত ও বিচারের ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবেন।

আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ’র পক্ষে
সৈয়দ মুহাম্মদ হাসান আল আযহারী
সৈয়দ সাইফুল ইসলাম বারী
শফিক আল মোজাদ্দেদী
ইমরান হুসাইন তুষার

২৮ এপ্রিল, ২০২৫

27/04/2025

শুনুন কিভাবে জাতীয় মসজিদে মুনাফিকরা কঠিন ষড়যন্ত্র করেছিল😭শেয়ার করে প্রতিবাদে অংশ নিন💪💪

Address

Habiganj Sadar

Telephone

+8801772827445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashiqur Rahman Shikdar Officeal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashiqur Rahman Shikdar Officeal:

Share

Category