Bangladesh Tour Planners

Bangladesh Tour Planners Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Tour Planners, Habiganj Sadar.
(1)

কোথাও আটকে থাকবেন না, পৃথিবী দেখার জন্যই সৃষ্টি হয়েছে! যত বেশি স্থান দেখবেন, তত বেশি সমৃদ্ধ হবে আপনার চিন্তা ও অনুভূতি।” 🌿🏕️

নিশ্চিন্তে ও ঝঞ্ঝাটহীন ভ্রমণ করুন- Travel Zone Of Madhabpur এর সাথে!! 🪂

এখানেই শান্তি, এখানেই আনন্দ, এখানেই আমি! 🏔️📌বড় কমলদহ ট্রেইল, রূপসী ঝর্ণা, সীতাকুণ্ড।
02/09/2025

এখানেই শান্তি, এখানেই আনন্দ, এখানেই আমি! 🏔️

📌বড় কমলদহ ট্রেইল, রূপসী ঝর্ণা, সীতাকুণ্ড।

আর মাত্র ২ জন ভ্রমণ প্রেমী আমাদের এই ট্রিপে যুক্ত হতে পারবেন! বিস্তারিত কমেন্টে...👇
19/08/2025

আর মাত্র ২ জন ভ্রমণ প্রেমী আমাদের এই ট্রিপে যুক্ত হতে পারবেন!
বিস্তারিত কমেন্টে...👇

📌ঝর্ণা বিলাস!২৮ আগস্ট মাত্র ২২০০ টাকায় সীতাকুণ্ডের সেরা ৪ টি ঝর্ণা ভ্রমণ!🚆 যাত্রাঃ বৃহস্পতিবার রাত ১০ টায় নোয়াপাড়া থেকে।...
16/08/2025

📌ঝর্ণা বিলাস!
২৮ আগস্ট মাত্র ২২০০ টাকায় সীতাকুণ্ডের সেরা ৪ টি ঝর্ণা ভ্রমণ!

🚆 যাত্রাঃ বৃহস্পতিবার রাত ১০ টায় নোয়াপাড়া থেকে।
🚆 ফিরবোঃ শনিবার ভোর ০৪ টায় নোয়াপাড়া ইনশাআল্লাহ।

💰 জনপ্রতি খরচঃ ২২০০/- টাকা মাত্র।

🖼️ যা যা দেখবোঃ
🌐 সহস্রধারা ঝর্ণা ২
🌐 সহস্রধারা ঝর্ণা ৩
🌐 সুপ্তধারা ঝর্ণা
🌐 সহস্রধারা ঝর্ণা ১
🌐 সহস্রধারা লেক
🌐 ইকো পার্ক

🔖 যা যা থাকছেঃ
🔹 নোয়াপাড়া ↔️ সীতাকুণ্ড যাওয়া-আসা খরচ।
🔹 যাতায়াত মাধ্যম (ট্রেন, বাস, সিএনজি, বোট)
🔹 সকালের নাস্তা
🔹 দুপুরের খাবার
🔹 সন্ধার নাস্তা
🔹 প্রবেশ টিকেট
🔹 গাইড খরচ অন্তর্ভুক্ত

❎ যা যা থাকছেনাঃ
🔹 আসার দিন রাতের খাবার
🔹 কোন ধরনের ব্যক্তিগত খরচ

♾️ বুকিং ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন
☎️ 01722-008100 (নগদ)
☎️ 01837-340808 (বিকাশ)

♐ বুকিং কনফার্ম করতে সর্বনিম্ন ১০০০/- টাকা এডভান্স পেমেন্ট করে বুকিং কনফার্ম করতে হবে।

অথবা সরাসরি অফিসে এসে পেমেন্ট করতে পারবেন।

🏡 নোয়াপাড়া অফিসঃ
আল-আমিন জেন্স কালেকশন (অস্থায়ী)
নোয়াপাড়া পূর্ব বাজার, মাধবপুর, হবিগঞ্জ।

🏡 মাধবপুর অফিসঃ
মনির স্টেশনারি এন্ড কম্পিউটার
ম্যাক্সিষ্ট্যান্ড সংলগ্ন (হাজ্বী মোল্লা মার্কেট), মাধবপুর, হবিগঞ্জ।

⛔ এই ইভেন্ট টি শুধু মাত্র যারা ট্রেকিং ও হাইকিং করতে পছন্দ করেন তাদের জন্য। ঝর্ণা বিলাসের সৌন্দর্য উপভোগ করতে চলে আসুন এই এডভেঞ্চার ট্রিপে।

⛔ বাংলাদেশ ট্যুর প্ল্যানার্স এর উদ্দেশ্য সুন্দর, নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ সেবা প্রধান করা।

এ জাতি কাকড়ার মত। কাকড়ার বাচ্চারা নাকি জন্মের পর মায়ের বুক ছিন্ন ভিন্ন করে খায়। দেখুন সিলেটের অত্যন্ত আকর্ষণীয় ট্যুরিস্ট...
11/08/2025

এ জাতি কাকড়ার মত। কাকড়ার বাচ্চারা নাকি জন্মের পর মায়ের বুক ছিন্ন ভিন্ন করে খায়। দেখুন সিলেটের অত্যন্ত আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট সাদা পাথরের অবস্থা! গত ১ বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে সাদা পাথরের বুক ছিন্ন ভিন্ন করে কীভাবে ছিড়ে খাওয়া হয়েছে। এই সাদা পাথর ধ্বংস হলে প্রকৃতি ধ্বংসের সাথে সাথে কত মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে তার হিসাব কি কেউ করেছে? শত শত নৌ শ্রমিক, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এদের আয়ের সোর্স বন্ধ হয়ে যাবে। আল্লাহ বুঝ না দিলে এ জাতিকে বুঝানো সম্ভব না।

যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন।
সিলেটের সাদা পাথর ধ্বংস করে দিচ্ছে!

পরিবেশ উপদেষ্টা - সৈয়দা রিজওয়ানা হাসান ⁉️
Chief Adviser GOB Muhammad Yunus ⁉️

©️

যেদিন নিজেকে খুব বেশি একা লাগবে, তখনই কাঁধে ব্যাগ জুলিয়ে ঘুরতে বের হয়ে বাংলাদেশ ট্যুর প্ল্যানার্স এর সাথে!! 🌴🏔️📌স্পটঃ সী...
11/06/2025

যেদিন নিজেকে খুব বেশি একা লাগবে, তখনই কাঁধে ব্যাগ জুলিয়ে ঘুরতে বের হয়ে বাংলাদেশ ট্যুর প্ল্যানার্স এর সাথে!! 🌴🏔️

📌স্পটঃ সীতাকুণ্ড পাহাড় ও গুলিয়াখালী সমুদ্র সৈকত।

ঘুরাঘুরি ছাড়া জীবন একঘেয়ে। অজানা রহস্য উন্মোচন, অচেনা সংস্কৃতি অনুসন্ধান – ঘুরাঘুরি জাগ্রত করে অন্বেষণের আগ্রহ! Old Me...
10/06/2025

ঘুরাঘুরি ছাড়া জীবন একঘেয়ে। অজানা রহস্য উন্মোচন, অচেনা সংস্কৃতি অনুসন্ধান – ঘুরাঘুরি জাগ্রত করে অন্বেষণের আগ্রহ!

Old Memories - Cox’s Bazar 💛❤️
বাংলাদেশ ট্যুর প্ল্যানার্স 🚩

05/06/2025

উৎমাছড়া ও তুরংছড়ার পথে আমরা একঝাঁক ভ্রমণপিয়াসী! 🌧️

📌চরের বাজার, উৎমাছড়া।
বাংলাদেশ ট্যুর প্ল্যানার্স 🚩

07/09/2024

Ratargul Swamp Forest 🍃

Address

Habiganj Sadar
3331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Tour Planners posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share