03/06/2024
রাফি সাহেবের তিন কন্যা। তাদের প্রত্যেকেরই ফেইসবুকে একাউন্ট আছে।
ফেইসবুকে বড় কন্যার আইডির নাম
‘দুষ্টু পরী’
ফেইসবুকে মেঝ কন্যার আইডির নাম
’শয়তানি পরী’
ফেইসবুকে ছোট কন্যার আইডির নাম
‘শান্ত পরী’
দুষ্টু পরী এবং শয়তানি পরি দুজনেই ফেইসবুকে সেই ফেমাস! আয়নার সামনে দাড়িয়ে থেকে শুরু করে টয়লেটের কমোডের সামনে পর্যন্ত সেলফি তুলে তারা ফেজবুকে সারাদিন দিয়ে থাকে।
অন্যদিকে ছোট কন্যা ‘শান্ত পরী’ খুবই শান্ত। একটা প্রোফাইল পিকচার দেওয়া, তাও আবার ব্যাক সাইড থেকে তোলা পিক।
একদিন রাফি সাহেব তার তিন কন্যাকে ডাকলেন। তার কন্যারা তাকে কে কেমন ভালোবাসে তা জানতে চাইলেন.....
বড় কন্যা দুষ্টু পরীকে জিজ্ঞেস করলেন,
আচ্ছা, তুই আমাকে কিসের মতো ভালোবাসিস?
দুষ্টু পরী হেসে বলল, ‘হেই ড্যাড, আমি তোমাকে ইলিশ মাছের মতো ভালবাসি!’
রাফি সাহেব কিছুক্ষণ ভাবলেন! বুঝলেন যে, বাজারে ইলিশ মাছের অনেক দাম! তার মানে তার মেয়ে তাকে অনেক ভালোবাসে, তাই তিনি খুশি হলেন।
মেঝ কন্যা ‘শয়তানি পরীকে’ জিজ্ঞেস করলেন,
‘আচ্ছা, তুই আমাকে কিসের মতো ভালোবাসিস?’
শয়তানি পরী বলল,
‘আমি তোমাকে লবণের মতো ভালোবাসি।’
রাফি সাহেব ভাবলেন এবং তার "রাজা ও তিন কন্যা" গল্পটা মাথায় আসলো! লবণের তো অনেক প্রয়োজন! তাই তিনি এবারও খুশি হলেন।
ছোট কন্যা ‘শান্ত পরীকে’ জিজ্ঞেস করলেন,
‘আচ্ছা, তুই আমাকে কিসের মতো ভালোবাসিস?
শান্ত পরী শান্ত স্বরে বলল,
আমি তোমাকে পান্তা ভাতের মতো ভালোবাসি।
রাফি সাহেবের মেজাজ গরম হয়ে গেল। উত্তেজিত স্বরে বলল, কিহ্! তোর এতো বড় স্পর্ধা পান্তা ভাত, ওয়াক ওয়াক।
রাফি সাহেব তৃতীয় কন্যার উত্তর শুনে খুবই রাগান্বিত হলেন! তাই তিনি তৃতীয় কন্যাকে নোয়াখালী পাঠাই দিলেন.......
কিছুদিন পরেই চলে আসল ১৪ই এপ্রিল
১৪ই এপ্রিল পহেলা বৈশাখ। রাফি সাহেব খুব ভোরে ঘুম থেকে উঠলেন। উঠেই তার দুই কন্যা ‘দুষ্টু পরী’ এবং ‘শয়তানি পরীকে’ ঘুম থেকে জাগালেন। চারপাশের সবাই পান্তা ইলিশ খাচ্ছে!
পহেলা বৈশাখ উপলক্ষে তার প্রথম কন্যা, ইলিশ মাছ ভাজা এবং দ্বিতীয় কন্যা এক বাটি লবণ আনলো। কিন্তু কেউ পান্তা ভাতের ব্যাবস্থা করেনাই! যেটা ছাড়া পহেলা বৈশাখ এর আনন্দ মাটি.....
অবশেষে রাফি সাহেব বুঝলেন, পহেলা বৈশাখে ইলিশ এবং লবণের চেয়েও পান্তা ভাতের প্রয়োজন অনেক অনেক বেশি। তার মানে, তার তৃতীয় কন্যা ‘শান্ত পরী’ তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো!
তিনি তার ভুল বুঝতে পেরে ‘শান্ত পরীকে’ মেসেজ দিয়ে সরি বলার জন্য ফেইসবুকে ঢুকলেন....
কিন্তু হায় হায়....তার তৃতীয় কন্যা তাকে ব্লক করে রেখেছেন।
রম্যগল্পঃ পান্তা_ভাত (রিপোস্ট)
- সুবোধ মন্ডল