Ovi vai

Ovi vai গরীবের পেজে আপনাকে স্বাগতম 🌹
(1)

09/07/2025

Good morning

চেহারা দেখেই বুজা যায় বয়স যে বেড়ে যাচ্ছে।
02/07/2025

চেহারা দেখেই বুজা যায় বয়স যে বেড়ে যাচ্ছে।

📢 বাহেরচর পাঁচকিত্তায় নারীর উপর নৃশংস নির্যাতন — আমরা নিরাপত্তা চাই, আমরা বিচার চাই!২৬ জুন কুমিল্লার মুরাদনগর উপজেলার রা...
28/06/2025

📢 বাহেরচর পাঁচকিত্তায় নারীর উপর নৃশংস নির্যাতন — আমরা নিরাপত্তা চাই, আমরা বিচার চাই!

২৬ জুন কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। রাতে ঘরের দরজা ভেঙে বাবার বাড়িতে বেড়াতে আসা ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করে একই গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে ফজর আলী।

ভুক্তভোগীর চাচা নকুল বর্মন বলেন,
🗣️ “এ ঘটনার পর থেকে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আজ আমার ভাতিজিকে ধর্ষণ করা হয়েছে, কাল হয়তো আমার ঘরের অন্য কাউকে। আমরা নিরাপত্তা চাই, আমরা দ্রুত বিচার চাই।”

এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
📣 আমরা বলতে চাই — একজন ধর্ষকের জন্য পুরো সমাজ নিরাপত্তাহীন হতে পারে না।
📢 এই পশুর প্রকাশ্যে ফাঁসি চাই।
⏳ দ্রুত বিচার চাই।
🛑 নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক।

👉 দয়া করে সবাই শেয়ার করুন।
এই প্রতিবাদ থেমে গেলে, আগামীকাল শিকার হতে পারে আপনার বাড়ির কেউ।

28/06/2025

শুভরাত্রি ফেসবুক বন্ধুরা

27/06/2025

ওয়াও 😄

এই জায়গাটা আমাদের দেশের পরমানু কেন্দ্র। স্বাধীনতার পর থেকে এই দেশে অনেক সরকার আসছে গেছে। কোনোদিন কোনো সরকার আমার মনে হয় ...
20/06/2025

এই জায়গাটা আমাদের দেশের পরমানু কেন্দ্র। স্বাধীনতার পর থেকে এই দেশে অনেক সরকার আসছে গেছে। কোনোদিন কোনো সরকার আমার মনে হয় না এই দেশ ও দেশের মানুষের নিরাপত্তা নিয়ে ভাবছে। যার জলয্যান্ত প্রমান এই পরমানু কেন্দ্র। চিন্তা করেন একটা দেশের পরমানু কেন্দ্র দুপুরের লাঞ্চের জন্য বিখ্যাত। আর আমরা শুধু ফেসবুকে বুলি আওরাই। আরে ভাই ফেসবুকে বুলি আওরানোর চেয়ে নিজের দেশকে একটু ডিফেন্সিভ ভাবে শক্ত করার জন্য বুলি আওরান। সামনে এমন একদিন আসবে যেদিন লুংগি তুলে বাচবার আকুতি করতে হবে। কিন্তু বাচার উপায় ও থাকবে না। প্রতিবাদ ও করতে পারবেন না।

পোলাপান এন কেডা কোনডা তোমরা চিন নি।
18/06/2025

পোলাপান এন কেডা কোনডা তোমরা চিন নি।

18/06/2025

এমন বৃষ্টিবিলাস জীবনে প্রথম করলাম।




মেয়েটা জবানবন্দি দেওয়ার সময় কেউ একজন জিজ্ঞেস করছিলো কেন তাকে মারা হলো সে উত্তরে বলছিল আমি জানি না😥আমি মুলতঃ এখানেই আটকে ...
17/06/2025

মেয়েটা জবানবন্দি দেওয়ার সময় কেউ একজন জিজ্ঞেস করছিলো কেন তাকে মারা হলো সে উত্তরে বলছিল আমি জানি না😥
আমি মুলতঃ এখানেই আটকে আছি। মেয়েটা জানেই না কেন তাকে নির্মমভাবে মারা হলো!
কেন তাকে বলির পাঠা বানানো হলো?

সে চতুর্থ শ্রেনির ছাত্রী হয়তো কেবলমাত্র জানতে পারছিলো পৃথিবীর শ্রেষ্ট প্রাণী মানুষ।
অথচ সে পৃথিবী থেকে বিদায় নিলো মানুষের হিংস্রতা দেখে।

শুধু হিংস্রতা না হিংস্রতা থেকে বড় কিছু
কারন আমার ভাতিজা ভাতিজি সামান্য ভয় পেলে দৌড়ে আমার কাছেই আসে আশ্রয়ের জন্য।

সবচেয়ে নিরাপদ যায়গাই যদি ভয়ংকর রকম অনিরাপদ হয় তাহলে আশ্রয় নিবে কোথায় মানুষ?

এসব প্রতিহিংসা পরায়ণ প্রাণিদের সামাজিকভাবে প্রতিহত করা খুবই জররী।

17/06/2025

শুভ রাত্রি ফেসবুক বন্ধুরা

16/06/2025

জীবনের প্রত্যেকটা সময়ই প্রত্যেকটা মুহুর্ত ওই একেকটা ভ্লগ। আসলে জীবন মানেই একটা ভ্লগ।

Address

Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ovi vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category