13/11/2025
প্রতি বার কি তীরে এসে তরী ডুববে? 💔
এসেছিলেন দেশের জন্য, গর্ব নিয়ে বাংলাদেশ জার্সি পরে খেলতে।
একাই লড়লেন, একাই জ্বালালেন—দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেলেন।
দুটি গোল, এক মিডফিল্ডারের কাঁধে পুরো ম্যাচের ভার — অথচ পাশে কেউ ছিল না।
ডিফেন্স, গোলকিপার, ফরওয়ার্ড—সবাই হারিয়ে গেল, কিন্তু তিনি থামেননি।
তবু শেষে পুরস্কার নয়, প্রশ্নই থেকে গেল...
এভাবে চললে, হামজার আগ্রহ থাকবে তো পরের ম্যাচে গুলাতে? 😔🇧🇩
One man army. One broken spirit. 💔🔥