TusHer Abul Basher Tusher

26/05/2025

জীবনে টাকা ইনকাম করাটা দরকার! খুব দরকার! নিজের জন্য হলে টাকা জমানো দরকার! হুটহাট করে কোন এক জায়গায় ট্যুর দেওয়ার জন্য হলেও টাকা ইনকাম দরকার! যখন ইচ্ছে হবে তখন'ই শপিং করার জন্য হলেও টাকা ইনকাম করা দরকার! সামনে যা পায় তাই খাওয়ার জন্য টাকা জমানো দরকার!🖤🌸

15/05/2025

"কেউ মানুষকে ঠকিয়ে আল্লাহকে হারায়।
আবার কেউ মানুষের কাছে ঠকে আল্লাহকে পায়!"

ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই, এতটুকু সময়ের জীবন কোনো না কোনো ভাবে শেষ হয়েই যাবে। কিন্তু যারা ঠকিয়েছিলো, প্রতারনা করেছিলো, মিথ্যা বলেছিলো, হক নষ্ট করেছিলো তারা কিভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিন্তে নিবে?

শায়েখ আহমাদুল্লাহ (হাফি.) ❤️‍🩹

04/05/2025

আগে কেউ তার নিজের দরকারে আমাকে নক দিলে আমি ভাবতাম 'কি সেলফিশ মানুষ! সারাবছর খবর নাই, নিজের দরকার হইলেই আমাকে নক দেয়!'
এখন আর এইটা ভাবিনা, এখন কেউ দরকারে নক দিলেই ভাবি 'দুনিয়াতে এতো এতো মানুষ থাকতে তার মনে পড়ছে যে আমি হয়তো তাকে কোনো ভাবে হেল্প করতে পারবো,এটাই বা কম কি?'

একটা মানুষ খুব দরকারে আপনাকে মনে করতেছে, তার মানে আপনি আসলেই হেল্প করার মতো যোগ্য মানুষ ❤️

24/04/2025

এক জীবনে মানুষ সবচেয়ে বেশি হারায় তাদের নিজের চুল! কত্ত চুল ছিলো মাথায়,আর এখন হাত দিয়ে ধরে দেখলে টের পায় যে আগের মতো চুল আর নাই!🖤

18/04/2025

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ।

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনা, কারও ভালো দেখে আমি আফসোস করি না। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলো না বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই অধিকার আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফা'য়'সালা আ'স'মানে হয়, জ'মিনে না"

আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়! পরিবারের সুখশান্তি, পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, টাকা পয়সা, নেককার বন্ধুও রি'জিকের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ।

15/04/2025

এমন একটা বয়সে চলে আসছি, যে মন খারাপ হলেও সেটাকে আর বলা যায় না,কিছু দরকার হলেও কারো কাছে চাওয়া যায় না,জিবনে যা কিছুই হোক সেটা যেন শুধু নিজের মধ্যেই চলে, আর না চললেও চালিয়ে নিতে হয়...🙂

28/02/2025

আমি আর আপনি সবার কাছে প্রিয় হওয়ার চাকরি নিয়ে দুনিয়াতে আসিনি! চাপ নিবেন না! হাজার চেষ্টা করলেও সবার প্রিয় হতে পারবেন না! 🥹

বাঁচবেন কয়দিন ? এইতো চলে যাবো! আল্লাহকে খুশি করার চাকরিটা খুব সহজ! আর এই চাকরিতে থাকা অবস্থায় চলে গেলেও! নিশ্চিত শান্তি অপেক্ষমান!🌷💯

জীবনে কখনও স্বার্থ নিয়ে কারও সাথে মিশিনি, ভবিষ্যতেও মিশবো না। যাদের সম্মান, ভালোবাসা বা ভালো ব্যবহার দিয়েছি, তা সবসময় নি...
16/12/2024

জীবনে কখনও স্বার্থ নিয়ে কারও সাথে মিশিনি, ভবিষ্যতেও মিশবো না। যাদের সম্মান, ভালোবাসা বা ভালো ব্যবহার দিয়েছি, তা সবসময় নিঃস্বার্থভাবে ছিল। কোনো প্রতিদান আশা করিনি, ভবিষ্যতেও করবো না—🤍

07/11/2024

আপনার কি পরিমান ইনকাম এটা জানার কৌতূহল অনেকের। কিন্তু,আপনি কি পরিমান কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজনকেও পাবেন না।

25/10/2024

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও , প্লিজ । না পেলে অভিমান করতাম।
ইদানিং শুধু বলি " যেটা ভালো মাবুদ, সেটাই করো। আত্মা প্রশমিত হোক আমার। "

আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেন নি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী , স্বল্পমেয়াদী নয়। মানব মস্তিষ্ক তাঁর হিসাব রিড করতে পারবেনা, অসম্ভব।
তাঁর উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে...

06/09/2024

যারা আমার থেকে যতটুকু দূরত্ব রাখতে চেয়েছে, আল্লাহ যেন তাদের থেকে তার চেয়ে বেশি দূরত্বে আমাকে রাখে!

27/08/2024

রিযিক আপনাকে সারপ্রাইজ দিবে সবসময়। আপনি কখনোই বুঝতে পারবেন না কিভাবে, কোথা থেকে আপনার রিযিক চলে এসেছে। কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।

Address

Habiganj Sadar

Telephone

+8801710316688

Website

Alerts

Be the first to know and let us send you an email when TusHer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TusHer:

Share

Category