Sunan TV

Sunan TV This is Official Page Of sunantvbd
Created by ABDUL GAFFAR NUMAN
☞ sunantv.com
সুন্নাহ–ভিত্তিক জীবন গঠনের বর্ণীল ঠিকানা।
✆ 01609362888
[email protected]

Salam Everyone,
This is Official page. Off "Sunan Tv"
Created by ”Abdul Gaffar Numan” Please subscribe this channel,
to get all Official Videos at anytime & anywhere. Sunan TV An- islamic tune factory,♪♪♪
is always interested in new things
towards creating. Islamic Song,
lecture, Comedy etc Upload hare. Thank you,,,,,,,

“সুনান টিভি”
সুন্নাহ– ভিত্তিক জীবন গঠনের বর্ণিল ঠিকানা।
সত্যের পয়গাম

ছড়িয়ে পড়ুক বিশ্বময়!
আমরা সেরা নই, তবে ব্যতিক্রম। আমাদের আয়োজনটা একটু ভিন্ন। সপ্রতিভ অখ্যাতদের বিখ্যাত করাই আমাদের মূল লক্ষ্য। "যাদের মিডিয়া নেই, আমরাই তাদের মিডিয়া।"
এ স্লোগানকে সামনে রেখেই আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ্!
আমরা আশা না শুধু বিশ্বাস করি;
আপনাদের দু'আ, ভালোবাসা এবং
সুপরামর্শ আমাদের সামনে চলার
পাথেয় হবে সবসময়! Director: ✆ 01609-362888

হবিগঞ্জের বা‌নিয়াচং উপ‌জেলার নোয়াগাঁও গ্রামে খামারে বিষ প্রয়োগ করে প্রায় দুই হাজার হাঁস মে*রে* ছে  দুর্বৃত্তরা । আহ্ …কি...
22/08/2025

হবিগঞ্জের বা‌নিয়াচং উপ‌জেলার
নোয়াগাঁও গ্রামে খামারে বিষ প্রয়োগ করে
প্রায় দুই হাজার হাঁস মে*রে* ছে দুর্বৃত্তরা ।
আহ্ …কি নিষ্টুর মানবতা! 😭

কি সুন্দর পাগড়ি আর পাঞ্জাবী পরা আলেমে রব্বানী। চমৎকার বেশভূষা ও পজিশন আর কি সুন্দর চাহনি ||
21/08/2025

কি সুন্দর পাগড়ি আর পাঞ্জাবী পরা আলেমে রব্বানী।
চমৎকার বেশভূষা ও পজিশন আর কি সুন্দর চাহনি ||

08/08/2025

অনেকটা নিরবে বিশ্ব মিডিয়ার অগুচরে
গা.যা দখলের জন্য ২৫০টি ট্যাংক ও
৪০ হাজার বিশাল সামরিক বহর
সীমান্তে জড়ো করেছে ইহু/দীরা।
আজ রাতেই সর্বোচ্চ অভিযান চালানোর
নির্দেশ দিয়েছে জাহান্নামি নেতানিহাহু।
হে রব্বে ক্বাবা!
গাযা.বাসীর তুমি ছাড়া কেউ নেই‚
হে রব গাযা.বাসীকে হেফাজত করো।
✍️ 9/8/2025

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার  নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর জানাজা চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে  অনুষ্ঠি...
08/08/2025

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার
নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর জানাজা
চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। জানাযায় ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মসচিব
মাওলানা গাজী আতাউর রহমান।

‎গতকাল রাত ৮ টার সময় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মারাধরের ভিডিও চিত্র ধারণ করায় তাকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতর ভাই সেলিম বাদি হয়ে বাসন থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

‎নিহত সাংবাদিক তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্বপরিবারে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

‎গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

‎গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটের ভেতর প্রকাশ্যে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

‎কুপিয়ে হত্যার আগে তুহিন চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিচে নামতেই দেখেন কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার সামনে দিয়ে টাঙ্গাইল মহাসড়কের দিকে যাচ্ছিলো, এসময় সাংবাদিক তুহিন তাদের পিছু নেয়, শাপলা ম্যানশনের সামনে যায় সন্ত্রাসীরা, একজন নারীকে আক্রমণ করে বাদশা নামক একব্যক্তি, সেই সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা বাদশা কে এলোপাতাড়ি কোপাতে থাকে, তখন সাংবাদিক তুহিন ভিডিও করতে গেলে সন্ত্রাসীরা বাধা দেয় এবং ভিডিও ডিলিট করতে বলেন। ভিডিও ডিলিট করতে রাজি ছিলেন না সাংবাদিক তুহিন, সেখান থেকে চলে আসেন এবং মসজিদ মার্কেটে একটি চা দোকানে প্রবেশ করেন। সন্ত্রাসীরা চা দোকানে ঢুকেন ও ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে গেলে চা দোকানদার বাধা দেয়, সন্ত্রাসীরা দোকানদারকে গালাগালি করে ধমক দিলে সে চুপ করে বসে পরে, এই সময় সন্ত্রাসীরা তুহিনকে টেনে বের করে কুপিয়ে হত্যা করে দ্রুত চলে যায়। পরে খবর পেয়ে বাসন থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ঘটনার পর এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে দ্রুতগতিতে এসে তুহিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। পরে তারা এলোপাতাড়ি কোপাতে থাকে। উপস্থিত লোকজনের সামনেই তাঁকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। কিন্তু ভয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি ||

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে অতীতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুনরাবৃত্তি যেন না ঘটে, সে লক্ষ্যে তাবলিগ জামাতের বিবা...
31/07/2025

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে অতীতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুনরাবৃত্তি যেন না ঘটে, সে লক্ষ্যে তাবলিগ জামাতের বিবাদমান দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসেছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মুহাম্মদ মা মুনুল হক বলেন , “আজকে এখানে ধর্মীয় একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানি, বিগত বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কিছু অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সামনে আবার ইজতেমা, সময় খুব বেশি নেই। যেন আর কোনো সংঘাত তৈরি না হয়, সে লক্ষ্যেই তাবলিগের দুই পক্ষের লোকজন ও আলেম-ওলামারা এখানে এসেছিলেন।”

তিনি আরও বলেন, “কথাবার্তার মাধ্যমে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা উভয় পক্ষের কথা শুনে একটি স্থায়ী সমাধান ও সমন্বয়ের চেষ্টা করবেন। আমরা আশাবাদী, ভবিষ্যতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কোনো সংঘাতমূলক পরিস্থিতি আর তৈরি হবে না।”

আত-তালিমের আজকের প্রোগ্রামে সবচেয়ে মনোযোগ করে যার আলোচনা শুনেছি, তিনি মাওলানা শাহ মমশাদ আহমদ। ইচ্ছে করছিলো, তিনি আরও আলো...
30/07/2025

আত-তালিমের আজকের প্রোগ্রামে সবচেয়ে মনোযোগ করে যার আলোচনা শুনেছি, তিনি মাওলানা শাহ মমশাদ আহমদ। ইচ্ছে করছিলো, তিনি আরও আলোচনা করুন। তিনি আরও মুগ্ধ করুন। শরীরের প্রতিটা লোমকূপে তিনি আরও শিহরণ জাগিয়ে দিন, ব্যথিত করুন উম্মাহর দরদে। আল্লাহ হযরতের হায়াতে এবং কণ্ঠে আরও বরকত দিন। জোর দিন।

28/07/2025

সম্প্রতি, কোরিওগ্রাফার অ্যাডলফ খান-কে
"দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ" হিসেবে
নির্বাচিত করা হয়েছে বলে একটি গুজব ছড়িয়েছে।
তাই তিনি নিজেই এটি মনগড়া ও বিভ্রান্তিকর বলে
জানিয়েছেন।

​সুতরাং, বাংলাদেশে 'শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড' বলতে
কোনো নির্দিষ্ট পুরস্কার বা মনোনীত ব্যক্তি নেই।
এটি মূলত ব্যক্তিগত পছন্দ, জনপ্রিয়তা বা
গণমাধ্যমের আলোচনার উপর নির্ভর করে।

জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ উস্তাদ, জনাব গোলাম মোস্তফা "দামাত বারাকাতুহুম"  জ্বরজনিত অসুস্থ হয়ে ঘাটুরা ম...
28/07/2025

জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ উস্তাদ, জনাব গোলাম মোস্তফা "দামাত বারাকাতুহুম" জ্বরজনিত অসুস্থ হয়ে ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ তায়ালা পরিপূর্ণ সুস্থতা দান করুক।

আমার ছোট্ট মেয়ে ফাতিমা, মাত্র তিন বছর বয়স।সে প্রথমে আমার কাছে এসে বিস্কুট চাইল।আমি বললাম, নেই।'তারপর সে দুধ চাইল।আমি বলল...
28/07/2025

আমার ছোট্ট মেয়ে ফাতিমা, মাত্র তিন বছর বয়স।
সে প্রথমে আমার কাছে এসে বিস্কুট চাইল।
আমি বললাম, নেই।'

তারপর সে দুধ চাইল।
আমি বললাম, নেই।

পরে জিজ্ঞেস করল- তোমার কাছে মিষ্টি কিছু আছে?'
আমি বললাম,নেই।

সবশেষে সে নিচু স্বরে বলল:
'তাহলে আমাকে একটু পানি-ই দাও!

আমি তাকে এক গ্লাস পানি দিলাম।
সে পান করল,তারপর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল।

সে ঘুমিয়ে গেল কিন্তু আর আমার বুকে যন্ত্রণার পাহাড় জেগেই রইল।সে ঘুমিয়ে গেল আর আমার ভেতরে এক হাহাকার, যা অনেকদিন হয় আমাকে ঘুমাতে দেয় না।

শুভরাত্রি...
যদি কোনো ‘শুভ’ এখনো আমাদের চেনে,
অথবা আমাদের দিকে আসার পথ খুঁজে পায়।

একজন পিতার দীর্ঘশ্বাস...

গত রাতে গাজার এক হতভাগ্য পিতা-
আবু মুস্তফা আস-সায়া'ফীন লিখেছেন
তার অপারগতা ও যন্ত্রণার এই কথাগুলো 💔

প্রধান উপদেষ্টার সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ||আজ সন্ধ্যায় হেফাজতে ইসলাম নেতৃবৃন...
26/07/2025

প্রধান উপদেষ্টার সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশের
নেতৃবৃন্দের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ||

আজ সন্ধ্যায় হেফাজতে ইসলাম নেতৃবৃন্দের প্রধান উপদেষ্টার সাথে বিশেষ বৈঠক শেষে হেফাজতের যুগ্ন-মহাসচিব মাওলানা মা--মু-নুল হক হাফিজাহুল্লাহ- সাংবাদিকদের জানান--
১-জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের
ব্যাপারে এদেশের সিংহভাগ মুসলমানদের উদ্বেগ
ও আপত্তিকর কথা প্রধান উপদেষ্টা বরাবরের তারা
তুলে ধরেন-দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-নৈতিকতার
স্বার্থে তড়িঘড়ি সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান-
প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস প্রদান করেন।
২-শাপলা শহীদদের পরিবারে আর্থিক ক্ষতি পুরন
প্রদান ও যথাযথ মর্যাদা দেয়ার দাবি জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টাদের সাথে আলোচনা করে ত্বরিত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন-
৩-ফ্যাসিবাদী সরকার কর্তৃক হেফাজতের নেতাকর্মীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা অধিকাংশ প্রত্যাহার করায় সন্তোষ প্রকাশ করে
অবশিষ্ট মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের ব্যাপারে
ড: ইউনুসের আশ্বাসের উপর আস্থা রাখা যায়না-
মাঠ পর্যায়ে তীব্র আন্দোলনের বিকল্প নেই।

ইনকিলাব-- জিন্দাবাদ
সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র-- নিপাত যাক।

25/07/2025

ড. ইউনুস ভাল হয়ে যাও |
তোমার উপর আগেই সন্দেহ ছিল|

জুলাই চেতনা || এনসিপি সমাবেশসিলেট শহীদ মিনার || ২৫ জুলাই ২০২৫ ইং
25/07/2025

জুলাই চেতনা || এনসিপি সমাবেশ
সিলেট শহীদ মিনার || ২৫ জুলাই ২০২৫ ইং

Address

Habiganj Sadar

Alerts

Be the first to know and let us send you an email when Sunan TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunan TV:

Share

Category