Aritikka jannat

Aritikka jannat জীবনের রঙ বদলাতে চাও, বদলাও। কিন্তু মনে রেখ জীবন বদলাতে পারবে না।
(3)

30/07/2025

✦━━━━━━❖🌻❖━━━━━━✦
সুখ খুঁজতে যেও না, বরং যা আছে তার মধ্যেই সুখ খুঁজে নাও।
✦━━━━━━❖🌻❖━━━━━━✦

💖•°○❀○°•💖🌸 সবাই ভালোবাসতে পারে, কিন্তু সবাই বোঝার ক্ষমতা রাখে না! 🌙💖•°○❀○°•💖
30/07/2025

💖•°○❀○°•💖
🌸 সবাই ভালোবাসতে পারে, কিন্তু সবাই বোঝার ক্ষমতা রাখে না! 🌙
💖•°○❀○°•💖

🌟❖═════╾❋╼═════❖🌟❝ আমাকে হারানো সহজ, ভুলে যাওয়া অসম্ভব।❞ 🌼💖🌟❖═════╾❋╼═════❖🌟
30/07/2025

🌟❖═════╾❋╼═════❖🌟
❝ আমাকে হারানো সহজ, ভুলে যাওয়া অসম্ভব।❞ 🌼💖
🌟❖═════╾❋╼═════❖🌟

╔═══❀💜❀═══╗🌟 খারাপ সময় সবার আসে, কিন্তু কিভাবে পার করো সেটাই আসল। 🌈╚═══❀💜❀═══╝
30/07/2025

╔═══❀💜❀═══╗
🌟 খারাপ সময় সবার আসে, কিন্তু কিভাবে পার করো সেটাই আসল। 🌈
╚═══❀💜❀═══╝

22/07/2025
লেফটেন্যান্ট তৌকির তার প্রিয়ত'মা স্ত্রীকে বলে গিয়েছিল। আজ আমার প্রশিক্ষণের শে*ষ দিন, খুব দ্রুতই বাসায় ফিরে আসবো!তুমি ...
22/07/2025

লেফটেন্যান্ট তৌকির তার প্রিয়ত'মা স্ত্রীকে বলে গিয়েছিল। আজ আমার প্রশিক্ষণের শে*ষ দিন, খুব দ্রুতই বাসায় ফিরে আসবো!

তুমি রেডি থেকো তোমাকে নিয়ে দিয়া বাড়িতে ঘুরতে যাব কিন্তু সেই তৌকির ভাইয়ের আর ফি*রে আসা হ'লো না...

৬ দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ!১. দুর্ঘটনায় নি'হ'ত'দের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।২. আ'হ'ত'দের নির্ভুল ও পূর্ণ...
22/07/2025

৬ দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ!

১. দুর্ঘটনায় নি'হ'ত'দের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।

২. আ'হ'ত'দের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।

৩. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

৪. নি'হ'ত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।

৫. বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে।

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।

বন্ধু এমনই হয়মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়েআনতে গিয়েছিল।ফা*য়া...
22/07/2025

বন্ধু এমনই হয়

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।

মা-বাবার কাছে পৌঁছাতে সহায়তা করুন।
21/07/2025

মা-বাবার কাছে পৌঁছাতে সহায়তা করুন।

21/07/2025

আগুনের ঝলসে গেছে বহু শিক্ষার্থী। সেনাবাহিনী দ্রুত উদ্ধার করে আহতদের আশেপাশের হাসপাতাল পাঠাচ্ছে।

উত্তরার মাইলস্টোনের আশেপাশে যারা আছেন, তারা হাসপাতাল গুলোতে প্লিজ যান। অনেক ব্লাড প্রয়োজন। এগিয়ে আসুন সবাই🙏।

21/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো: তৌকির ইসলাম নিহত হয়েছেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী এবং মাত্র এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দুর্ঘটনার ফলে আরও বহু মানুষ হতাহত হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ২৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের বিমানটি বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলে সাধারণ জনগণের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার পরপরই উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে, যা এখনো চলমান রয়েছে।

সূত্র: যমুনা

21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলের মাঠে বিমান বিধ্বস্তের দূর্ঘটনা!

Address

Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aritikka jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share