13/12/2025
হবিগঞ্জের চুনারুঘাটে কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে গাছচোর ও বনরক্ষীদের মধ্যে ৩৪ রাউন্ড গু*লি*বিনিময় হয়েছে। বনরক্ষীরা পিছু হটলে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৌঁছায় এবং তাদের উপস্থিতি টের পেয়ে গাছচোরেরা পালিয়ে যায়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত আড়াইটা থেকে ৩টা পর্যন্ত প্রায় আধাঘণ্টা ধরে গু*লি*বিনিময় চলে। এ সময় বনরক্ষীরা ১৪ রাউন্ড এবং গাছচোরেরা ২০ রাউন্ড গু*লি ছোড়েছে।