
26/01/2025
সবচেয়ে কম খরচে পেজ সেটআপ সার্ভিস (লোগো-কভারফটোসহ) পাচ্ছেন business service agency এ
অনেকেই চান নিজেদের বিজনেস পেইজটি প্রফেশনালি সেটআপ করিয়ে নিতে কিন্তু বাজেট কম থাকার কারণে সেটি করতে পারেননা....
আর এই প্রতিযোগীতাপূর্ণ সময়ে আপনার বিজনেস পেইজটি প্রফেশনালভবে সেটআপ করা না থাকলে আপনি প্রতিযোগীতায় পিছিয়ে পড়বেন এবং ক্রেতা হারাতে থাকবেন।
এছাড়াও,,আপনার পেজটি সঠিকভাবে সেটআপ করা না থাকলে পেইজে প্রবেশ করার পর একজন সম্ভাব্য ক্রেতার মনে আপনার পেজ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয় এবং আপনার পেজ থেকে কিছু কেনার ব্যাপারে অনাগ্রহ তৈরি হয়, এমনকি সে আপনার পেইজটিকে ফেইকও ভাবতে পারে।
তাই সবচেয়ে কম খরচে (নামমাত্র মূল্যে) আপনার পেজটি সেটআপ করিয়ে নিন business service agency থেকে।
📌আমাদের প্রফেশনাল ফেইসবুক পেজ সেটআপ প্যাকেজে থাকছেঃ
🔸 একটি নতুন পেইজ
🔸 আকর্ষণীয় লোগো ডিজাইন
🔸 আকর্ষণীয় কভারফটো ডিজাইন
🔸 প্রোপারলি এবাউট সেকশন ফিলআপ
🔸 কন্টাক্ট নম্বর ও জিমেইল এডিং
🔸 গুগল ম্যাপ লোকেশন সেটআপ
🔸 পেইজের সুন্দর একটি ডেসক্রিপশন
🔸 প্রপার ইউজারনেইম সেটআপ
🔸 পেইজের লিংক কাস্টমাইজেশন
🔸 ওপেনিং এন্ড ক্লোজিং আওয়ার সেটআপ
🔸 ইউজার ফ্রেন্ডলি ট্যাব ডেকোরেশন
🔸 গ্রীটিংস মেসেজ সেটআপ
🔸 অটো রিপ্লাই এন্ড ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন সেটআপ
🌟 সবশেষে পেমেন্ট করার পরে পাচ্ছেন ৫০০+ রিয়েল বাংলাদেশি পেইজ লাইক।
😊মোটকথা, এই প্যাকেজটির মাধ্যমে আপনি আপনার পেইজটিকে কাস্টমার ফ্রেন্ডলি এবং ফেইসবুক মার্কেটিং এর উপযোগী করে তুলতে পারেন।
🔅আশা করছি আমাদের এই সাপোর্টটুকু আপনার ব্যবসাটি বড় করার স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করবে।
📢 প্রফেশনালভাবে ফেসবুক পেজ সেটআপ করাতে অথবা এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেইজে বা হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি মেসেজ করুন অথবা কল করুন নিচে দেওয়া কন্টাক্ট নম্বরে।
Contact & WhatsApp : +88 01617053633