08/04/2025
আমার কিছু কথা ছিল।যদি কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন-
ফিলিস্তিনের কথা সবাই জানি।গাজার অবস্থা আমরা যতটুকু দেখি তার থেকেও খারাপ।আমরা যেহেতু দূরে,দোয়া আর ইসরাইলি পণ্য বয়কট করা ছাড়া কিছু করার নাই।আমরা দেশীয় পণ্যগুলো ক্রয় করি।কিনে ফেলে দেয়া আমরা সমর্থন করি না।ফিলিস্তিন সমর্থন করতে কোনো ধর্ম লাগে না।সবার আগে মানুষ হইতে হয়।মনুষ্যত্ব থাকতে হয়।যদি এত ভিডিও,কান্না,রক্ত দেইখাও মনুষ্যত্ব না জাগে তাহলে আমরা মানুষ না।ধর্ম থাকুক অন্তরে।কাজ করি এক হয়ে।উদাহরণ সরূপ আমেরিকার জনগণ বেশিরভাগই খ্রিষ্টান।কিন্তু তারাই হত্যাকান্ডের বিপক্ষে তাদের প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজপথে।ফিলিস্তিন প্রত্যেকটা মুসলিমের প্রাণ।মুসলিম,হিন্দু যারা আছেন আমরা মানুষ হিসেবে অন্তত বয়কটের মাধ্যমে তাদের সাথে থাকি।আমরা তাদের বলতে পারব,দূর থেকে সমর্থন করতেছি।তারা এত কিছুর পরও সৃষ্টিকর্তার উপর সন্তুষ্ট।তারা দুনিয়াতেই স্বর্গ কিনে নিতেছে।আর আমরা হুদাই রইয়া গেলাম।তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা ফিলিস্তিনের পাশে থাকি।ইসরাইলি পণ্য কিনার আগে যেন মাথায় রাখি ফিলিস্তিনিদের রক্ত কিনতেছি।আর দোয়া/প্রার্থনার সময় যেন তাদের ন ভুলি।
মুক্তিকামী ফিলিস্তিন,আজাদী আকসা হবে।সময়ের অপেক্ষা❤️🩹
আযান হওক মসজিদে,আর ঘন্টা বাজুক মন্দিরে।