Tuhin's Creation

Tuhin's Creation আসসালামু আলাইকুম, আল্লাহ একদিন মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন,অপেক্ষা শুধু সময়ের।

05/05/2025

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই

08/03/2025
২০ থেকে ৩৫ বছর। এই ১৫ টা বছর জীবনের সবচেয়ে সেনসেটিভ স্টেজ! জীবনের এই সময়টায় তার রঙ বারবার বদলাতে থাকে। জীবনের এই সময়টায় ...
07/03/2025

২০ থেকে ৩৫ বছর। এই ১৫ টা বছর জীবনের সবচেয়ে সেনসেটিভ স্টেজ! জীবনের এই সময়টায় তার রঙ বারবার বদলাতে থাকে।

জীবনের এই সময়টায় এসে মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে। তবুও টিকে থাকার চেষ্টা কমায় না। টিকে থাকার যুদ্ধে যে প্রখর তেজি যোদ্ধা হতে হয়। অন্যথায় মৃত্যু নিশ্চিত!

জীবনের এই সময়টায় এসে আপনি সব কিছু উপলদ্ধি করতে পারবেন। না চাইতেও চারপাশের অনেক কিছু পরিবর্তন করতে হবে। কারো কারো ক্ষেত্রে এই পরির্তনের মাত্রা এতই দীর্ঘ হয় যে, তখন তারা নির্বাক দর্শক ছাড়া আর কিছুই করতে পারে না।

জীবনের এই সময়টায় এসে বেশির ভাগ মানুষই তার মাথা নত করে। যেমন ধরুন, আপনি এই বয়সটায় এসে আপনার বাবা অথবা মায়ের কাছে টাকা চাইতে লজ্জাবোধ করবেন। নিজেকে সংকোচিত করতে থাকবেন। আবার ধরুন, আপনার চাকুরি হচ্ছে না। তখন পরিবারের কোনো বিষয়ে মাথা উঁচু করে কথা বলা কিংবা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রিয় জনকে হারিয়ে ফেলবেন। অনেক কিছু অনিচ্ছায় মেনে নিতেও শিখে যাবেন।

এই সময়টায় আপনি চাইলেই হুট করে ট্যুরে যেতে পারবেন না। আপনার পছন্দের ক্যামেরাটা দোকানের গ্লাসের ভিতর থেকে দেখেই তৃপ্ত হতে চাইবেন। চাইলেই পরিবারের সাথে বসে আড্ডা জমাতে পারবে না। চাইলেই প্রিয় মানুষটাকে ধরে রাখতে পারবে না। কারণ আপনার পকেটে টাকা নেই। ভালো চাকুরি নেই। ভবিষ্যৎ জীবন অনিশ্চিত!

কিন্তু যখন আপনার বসয় ৩৫ পার হবে, তখন আপনার কাছে সবকিছুই থাকবে। টাকা, পরিবার, সম্মান, প্রায় সঅঅব। মানুষ তো আর সারাজীবন বেকার থাকে না। কোনো না কোনো একটা পথ ঠিকই বের করে নেয়। অথচ তখন সময়ের বড্ড অভাব। আপনি ব্যস্ত হবেন সংসার ধর্মে, নানাবিধ ব্যস্ত কাজকর্মে। তখন ভুলেও যাবেন আপনার কিছু ইচ্ছা ছিল, ছিল কিছু স্বপ্ন।

সময়কে আকড়ে ধরা মহা ব্যস্ত আপনিটা একটা সময় বুড়ো হবেন। তখন অনেক টাকার মালিকও হবেন। পাবেন বিশাল অবসর। অথচ তখন আর শক্তি বা ইচ্ছা থাকবে না কিছু করার। তখন অনেকটা ঘরকুনো হয়ে থাকতেই বেশি পছন্দ করবেন।

আমাদের জীবনটাই এমন! যখন আপনি ২৫ বছরের, তখন আপনার জীবনটাকে নিজ ইচ্ছায় চাইলেও সাজাতে পারবেন না। কারণ টাকার অভাব। টাকা হাতে আসার পরে হবে সময়ের অভাব। আর যখন টাকা অফুরক্ত, সময় থাকবে অনেক তখন আপনার ইচ্ছাগুলো ঘুণপোকার দখলে!

07/03/2025
06/03/2025

আমার বর্তমান আল্লাহ ছাড়া কেউ জানে না।

Address

Habiganj
Habiganj Sadar
3333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tuhin's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share