༺দিশে → হারা༻

  • Home
  • ༺দিশে → হারা༻

༺দিশে → হারা༻ entertainment video
Islamic video
Islamc reels

08/04/2025

ঘুমানোর সময় গান নয়❌
দোয়া পড়ুন ✅
"আল্লাহুমা বিসমিকা আমুতু ওয়া আহইয়াʼʼ🤲❤️

হয়তো আগামীকাল প্র'তি'বা'দী মিছিল টাইপ কিছু হবে। তো এই প্র'তি'বা'দী মিছিলের মূল লক্ষ্য কি? আপনি গলা ফাটিয়ে স্লো'গান দিয়ে ...
07/04/2025

হয়তো আগামীকাল প্র'তি'বা'দী মিছিল টাইপ কিছু হবে। তো এই প্র'তি'বা'দী মিছিলের মূল লক্ষ্য কি? আপনি গলা ফাটিয়ে স্লো'গান দিয়ে এতটুকু নিশ্চিত করতে পারবেন আপনার অবস্থান। কিন্তু এটাতে ঠিক কতটুকু লাভ হবে? কখনো চিন্তা করছেন? তার চেয়ে বরং এইটা করেন মি'ছিল হোক সাথে সাথে এই সব মিছিল গুলো প্রতিটা দোকান প্রতিটা রেস্তোরাঁয় যাক। তাদের মালিকদের সাথে কথা বলুক৷ তাদের কাছে যতটা হি'জ'ডা'য়ে'ল সমর্থকের পণ্য আছে সেগুলো নামিয়ে রাখতে বলুক৷ সামনে থেকে ওসব যেন আর বিক্রি না করে তার জন্য বুঝিয়ে বলেন। নাহয় ঐ সব দোকান কিংবা রেস্তোরাঁ গুলো ব'য়ক'টের ডাক দিক৷ তবে এগুলো করার সময় যাতে কারও সাথে খা'রা'প আচরণ কিংবা কোনো বে'য়া'দবি না করুক। বুঝিয়ে বলা হোক৷ অর্থনীতি খুব কঠিন এবং শ'ক্তিশা'লী জায়গা যার অ'র্থ'নী'তি ভেঙ্গে যায়৷ তার সা'মরি'ক শক্তি সেখানে অর্ধেক ভেঙ্গে পড়ে৷ তো প্র'তি'বা'দী মিছিল গুলো কাজের হোক৷©️©️

বি.দ্র - চাইলে এই পোস্ট আপনি কপি করে শেয়ার করতে পারেন৷ কোনো ক্রেডিটের প্রয়োজন নেই৷

06/08/2024
17/07/2024
04/07/2024

এই দোয়া টি একবার দিনে অথবা রাতে পাঠ করলে সারাদিন ও রাতে শয়তান আপনার দার কাছে ও আসতে পারবে না
আপনি দিন এবং রাতে শয়তানের কাছ থেকে বেঁচে থাকতে পাড়বেন ইনশাআল্লাহ...!!

1.দুয়া টি হলো :
( আউজুবিল্লাহিল আজিম ওয়া বিওয়াজহিহিল কারিম ওয়া সুলত্বানিহিল কাদিমি মিনাশ শাইত্বানির রাজিম।)

2.দিনে এবং রাতে ৩ বার.!! পাট করলে আল্লাহ তুমার জন্য সাপায়াত করবেন...! ইনশাআল্লাহ

( রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দিনান ওয়াবি মুহাম্মাদীন( সাঃ) নাবিয়্যা...! )

3. এ দোউয়া ১০০ বার পাট করতে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে।ইনশাআল্লাহ

( সুবাহানাল্লাহি ওয়া বি হামদিহি...! )

(দিনে ইস্তফার ,দুরুদ শরিফ, পাঠ করবেন বেশি বেশি...!)

4.রাতে ঘুমানোর আমল

( আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম,,,,🌸🥹🔪)

5.বাসা থেকে বের হওয়ার পর এ দোউয়াটি পাট করলে আপনার সাথে একজন ফেরেস্তা নিয়জিত হয়ে যাবে..!

( বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ )

6.
আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হ্যাইয়ুল ক্যাইয়ুম অতুবু ইলাইহি...🥰🌺🌹

সকাল সন্ধ্যা ২০০ বার পাঠ করলে নবীজি কে সপ্নে দেখা যাবে..!!

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমা আলান্নাবিয়িল উম্মিহি ওয়ালাআলিহি ওয়া আসহাবিহ

সকাল সদ্যায় দোয়া। সুবাহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবাহানাল্লাহ হিল আজিম

শয়তানের কাছে থেকে দিনে ও রাতে বাচার দোউয়া।

( আউজুবিল্লাহিল আজিম ওয়া বিওয়াজহিহিল কারিম ওয়া সুলত্বানিহিল কাদিমি মিনাশ শাইত্বানির রাজিম।)

অর্থাৎ আমি মহান আল্লাহর কাছে, তার মহানুভব চেহারার কাছে, তার অনাদি-অনন্ত কর্তৃত্বের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই

রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরচি পাট করে সারা রাত ফেরেস্তারা আপনাকে পাহারা দিবে ওনেকি দিবে

ফজরের নামাযের পরে আয়াতুল কুরসি বাংলা অনুবাদ ও আরবি ,,❤️
(সূরা আল-বাক্বারা আয়াত-২৫৫)
বাংলা উচ্চারণ-
আল্লা-হু লা ইলা-হা ইল্লা-হুওয়া,
আল হাই য়্যুল ক্বই য়্যুম। লা-তা’খুযুহু সিনাতুঁওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়া-তি ওয়া মা-ফিল আরদ্বি।মাং যাল্লাযী ইয়াশফাউ’ ইং দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা-বাইনা আইদি-হিম ওয়ামা-খলফাহুম, ওয়া-লা ইউহি-তূ-না বিশাইইম্ মিন ‘ইলমিহি---- ইল্লা- বিমা-শা-আ’ ওয়াসিআ’

05/06/2024

একা পথে হাঁটতে যাবেন না ভয় পেয়ে যাবেন
এটাই আপনার ভ্রম
আগে ভ্রম কাটিয়ে উটুন তারপর আসবেন
✍️

05/06/2024

মানুষ হারায় বদলেয় সার্থপর হয়ে যায়
তবে তুমি কেন এদের থেকে একটু ভিন্ন কিছু হও না হোউ..‌!!

05/06/2024

বেশিরভাগ ক্ষেত্রেই সার্থপর আপন মানুষরাই বেশি হয়
ভাগ্যের ক্রমে তাদের সাথে পদ চলা🕣

বাস্তবতা🙂

05/06/2024

সময় এমন একটা জিনিস যেটা মিনিটে মানুষের স্তান পরিবর্তন করতে সক্ষম

✍️

সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে!
27/05/2024

সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে!

এত বছর পর্যন্ত জানতাম এই 'হাট্টিমা টিম টিম' ছড়াটা ৪ লাইন।  আসলে এটা রোকনুজ্জামান খানের ৫২ লাইনের অসম্ভব সুন্দর একটি ছড়া...
22/05/2024

এত বছর পর্যন্ত জানতাম এই 'হাট্টিমা টিম টিম' ছড়াটা ৪ লাইন।
আসলে এটা রোকনুজ্জামান খানের ৫২ লাইনের অসম্ভব সুন্দর একটি ছড়া।

'টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনলো কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বারি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম।'

শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ দিন। ❤️

Address


Telephone

+8801793419052

Website

Alerts

Be the first to know and let us send you an email when ༺দিশে → হারা༻ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share