05/12/2025
অবশেষে আরব আমিরাতের প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউন ঘোষণা করেছেন। ✊🔥
প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে চারটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে—
১️⃣ ভিসা ট্রান্সফার চালু
কূটনৈতিক আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব UAE ভিসা ট্রান্সফার পুনরায় চালুর দাবি।
২️⃣ মোবাইল ফোন–সংক্রান্ত অন্যায় নিয়ম বাতিল
দেশে অন্তত ২টি নতুন + ২টি ব্যবহৃত ফোন ট্যাক্স ছাড়া নিয়ে যাওয়ার অনুমতি পুনরায় দেওয়ার দাবি।
৩️⃣ বিমানবন্দরে হয়রানি বন্ধ
এয়ারপোর্টে প্রবাসীদের সকল হয়রানি ও দুর্ব্যবহার বন্ধ করা এবং মালামালের ১০০% নিরাপত্তা নিশ্চিত করার দাবি।
৪️⃣ বিমান ভাড়ার সিন্ডিকেট ভেঙে ফেলা
টিকিট সিন্ডিকেট বন্ধ করে ন্যায্য ও সাশ্রয়ী বিমান ভাড়া নির্ধারণের দাবি।
✋ এই চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত
আমিরাত প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স পাঠাবেন না।
👉 এখনই জয়েন করে প্রবাসীদের এই ন্যায্য দাবি ও আন্দোলনে আপনার কণ্ঠ যোগ করুন।
#রেমিট্যান্স #শাটডাউন #প্রবাসী