suman Miah 01

suman Miah 01 আমার নাম মোঃ সুমন মিয়া আমি একজন মুসলিম আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর উম্মত

25/04/2025

আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুক্র বারের জুম্মা মোবারকের শুভেচ্ছা

24/04/2025

আসসালামু আলাইকুম ফেসবুকের সকল বন্ধুদের কে জানাছি শুভ সকাল আল্লাহতালা যেন আজকের দিনটা আমাদেরকে সুন্দরভাবে কাটানোর তৌফিক দান কর আমিন

23/04/2025

উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহু'র শাসনকাল। লোকজন যাতে
দুধে পানি না মেশায় এ ব্যাপারে তখন ছিল কড়া হুঁশিয়ারি। এক রাতে
উমর রদিয়াল্লাহু আনহু বেরিয়ে পড়লেন জনগণের খোঁজখবর করবেন বলে। হাঁটতে হাঁটতে মদীনার একেবারে সীমান্তবর্তী গ্রামগুলোয় চলে এলেন। হঠাৎ দুজন নারীর কথোপকথন কানে এল তার। মা তার মেয়েকে বলছে,

"রাত যে ফুরিয়ে এল—একটু পরেই ভোর হয়ে যাবে। এখনো দুধে
পানি মেশাওনি কেন?

মেয়ে সরলভাবে উত্তর দিলো,
-আমীরুল মুমিনীন আমাদেরকে দুধে পানি মেশাতে মানা করেছেন। অথচ তুমি আমাকে দুধে পানি মেশাতে বলছো, মা?

মা বললেন,
-লোকজন তো ঠিকই মেশাচ্ছে। তাহলে আমাদের মেশাতে দোষ
কোথায়? তা ছাড়া আমীরুল মুমিনীন তো আমাদের দেখছেন না।

মেয়ে বলল,
—উমর হয়তো দেখছেন না। কিন্তু উমরের রব তো দেখছেন। তিনি আমাদের কাজ-কর্ম ঠিকই নজরদারি করছেন।"

উমর রদিয়াল্লাহু আনহু তখনো বাইরে দাঁড়িয়ে। মা-মেয়ের কথাবার্তা আগাগোড়া শুনলেন। পরদিন তিনি ছেলে আসিমকে ডেকে পাঠালেন দরবারে। বললেন,

– ছেলে আমার, তুমি অমুক ঠিকানায় যাও তো। একটা মেয়ে আছে, তার ব্যাপারে খোঁজ লাগাও। বাবার আদেশ-মতন বেরিয়ে পড়লেন আসিম। খোঁজ নিয়ে জানা গেল মেয়েটি বনু হিলাল গোত্রের।
মেয়েটির ব্যাপারে খবরা-খবর জোগাড় করে ফিরে এলেন আসিম।

সব শুনে উমর রদিয়াল্লাহু আনহু ছেলেকে বললেন
—'শোনো আসিম, মেয়েটিকে বিয়ে করে নাও। স্ত্রী হিসেবে তার চেয়ে উত্তম কাউকে তুমি পাবে না। তার কোল ধরেই জন্ম নেবে এমন এক যোদ্ধা, যে কি-না নেতৃত্ব দেবে গোটা আরবের।

বাবার কথা-মতো মেয়েটিকে বিয়ে করলেন আসিম। এক সময় তার গর্ভেই জন্ম নেয় মহীয়সী নারী উম্মু আসিম। পরবর্তীতে উম্মু আসিমকে বিয়ে করেন আবদুল আযীয ইবনু মারওয়ান। আর তাদের ঘর আলো করেই দুনিয়ায় আসেন জগৎ-বিখ্যাত-মানুষ- উমর ইবনু
আবদিল আযীয রহিমাহুল্লাহ।

তথ্যসূত্র :

ইবনু আবদিল হাকাম, সীরাতু উমর ইবনি আবদিল আযীয়, ২৩-২৪ ।

ইনকাম এন্ড মাইন্ড সেট - মাওলানা সালেহ আজাদী, ৭৩-৭৪ ।

23/04/2025

আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ বিকালের শুভেচ্ছা

23/04/2025

আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা সকাল দান করলেন তাহলে আমারা সকলই মন থেকে বলি আলহামদুলিল্লাহ

22/04/2025

টাকার অভাবে ভেঙে গেল মধ্যবিত্ত সংসার বড় হয়ে বুঝতে পারলাম সব স্বপ্ন দেখার নেই আমার অদিকার তাই স্বপ্ন দেখতে করছি না বারণ তুমি আমি মধ্যবিত্ত শুধু এটুকু রাখো রেখো স্মরণ

22/04/2025

ইসলাম – জীবন পরিচালনার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা

ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের জীবনের প্রতিটি দিক— পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক— সব কিছুর জন্যই ইসলামে রয়েছে সুনির্দিষ্ট দিকনির্দেশনা।

পবিত্র কুরআন এবং হাদীস আমাদের দেখিয়ে দেয় কিভাবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক জীবন যাপন করা যায়।
নবী মুহাম্মদ (সা.) এর জীবনী আমাদের জন্য এক উজ্জ্বল আদর্শ, যেখান থেকে আমরা শিখতে পারি ধৈর্য, সহানুভূতি, ন্যায় ও ত্যাগ কাকে বলে।

আজকের এই ব্যস্ত জীবনে যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, তখন ইসলাম আমাদের শেখায়—

একজন অসহায়ের পাশে দাঁড়ানো,

বাবা-মা’র প্রতি সদ্ব্যবহার,

সততা ও বিশ্বস্ততা বজায় রাখা।

আসুন, ইসলামের মূল বার্তা— শান্তি, ভালোবাসা ও মানবতার— বাস্তব রূপ দেই আমাদের জীবনে।
নিজে ইসলামকে জানি, বুঝি ও অনুসরণ করি— এবং অন্যদের মাঝেও ছড়িয়ে দিই আলোর এই বার্তা।

"তোমরা উত্তম জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে।"
— (সূরা আলে ইমরান, আয়াত ১১০)

আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ সকালের শুভেচ্ছা
22/04/2025

আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ সকালের শুভেচ্ছা

21/04/2025

আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন নতুন ইউজারদেরকে আপনারা সবাই ভালবাসবেন আশা করি ইনশাআল্লাহ

Address

Madhad Pur
Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when suman Miah 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share