05/11/2025
নিখোঁজ পারভেজের বোন মাহমুদা খা তার ফেইসবুক পোস্টে সহযোগিতা চেয়ে বলেন ।
আমার ফ্রেন্ড লিস্টে কেউ কি আছেন যিনি বাংলাদেশের দুবাই এম্বাসিতে কাজ করেন বা কাউকে চেনেন কিংবা দুবাইতে অবস্থান করছেন ? আমার একমাত্র ছোট ভাইকে প্রায় ২৪ ঘন্টা হতে যাচ্ছে খোঁজে পাচ্ছিনা। আমার অসুস্থ মা বাবাসহ আমরা ভীষণ উদ্বিগ্ন।
গতকাল, ৪ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে তার ফ্লাইট ছিল (বাংলাদেশ বিমান), এবং সে দুবাই সময় রাত ১টা১৫ দিকে দুবাই পৌঁছায়। প্লেন থেকে নেমে সে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছিল যে সে নেমেছে। কিন্তু তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। অনেকবার কল দিয়েছি, কোনো রেসপন্স পাইনি। পরে জানতে পারি, সে রুমেও ফেরেনি।
এম্বাসিতে ফোন ও ইমেইল করেছি, কিন্তু এখনো কোনো উত্তর পাইনি। একজনের মাধ্যমে জানতে পেরেছি, এম্বাসির কিছু করার নেই, দুবাই ইমিগ্রেশনে যোগাযোগ করতে হবে। দুবাইয়ে পরিচিত কিছু মানুষকেও জানিয়েছি।
সে আমার একমাত্র ভাই। দয়া করে কেউ যদি দুবাই এম্বাসিতে কাজ করেন বা কোনোভাবে সাহায্য করতে পারেন, অতি দ্রুত ইনবক্স বা যোগাযোগ করার অনুরোধ রইলো। দয়া করে, আমার ভাইকে খুঁজে পেতে সাহায্য করুন।
Please, is there anyone in my friend list who works at or knows someone from the Bangladesh Embassy in Dubai?
I’ve lost contact with my younger brother, and I’m really worried.
His flight (Biman Bangladesh Airlines, flight BG327) left Dhaka at 9:45 PM (Bangladesh time) last night and landed in Dubai around 1:00 AM (Dubai time). He messaged me right after landing, saying he got off the plane but since then, he’s been unreachable. I called many times but no reply. Later, I found out he didn’t even go back to his room.
I’ve already contacted the Embassy by phone and email but got no response. Someone told me the Embassy can’t help directly and advised me to go to Dubai Immigration. I’ve also informed some people in Dubai.
He’s my only one brother. Please, if anyone can help or has any contact at the Embassy or anthing message me urgently.
Please help me find him.🙏🙏