07/04/2025
“যেখানে ফিলিস্তিনের শিশু-কান্নায় আকাশ ভারী, সেখানে সৌদি আরবের নীরবতা ঘৃণ্য। মুসলিম পরিচয়ে যারা ইসরাইলের পাশেই দাঁড়িয়ে থাকে, তারা কেবল বিশ্বাসঘাতক নয়, বরং মানবতার কলঙ্ক।”“ইসরাইল যখন ফিলিস্তিনে আগুন ছড়ায়, তখন সৌদি আরবের চোখে শান্তি খোঁজার ভান। ওরা মুসলিম?, ওরা রাজনীতির দালাল।”