27/10/2025
বিস্কুটের বোয়ামটা সামনে থাকলে মনে পড়ে যায়,বার্ষিক পরীক্ষার সময়টা।বাতাসে হালকা শীত, সন্ধ্যা নামছে ধীরে ধীরে, আর টেবিলে এক কাপ গরম চা।
মা ও পাশেই-সব কাজ সেরে নিজের চা নিয়ে বসে পড়েছেন।পড়ায় যাতে ফাঁকি না হয়, সেই পাহারায়ও যেন এক কাপ চা।
জীবনটা কত সহজ, কত সুন্দর ছিল!
আজও চা খোরের চা হাতে নিলে সেই সময়ের গন্ধটা ফিরে আসে🤎।
চা খোরের চা একপ্রকার বিলাসিতা—
কারণ সবাই যেখানে বাজারের চা নিয়েই খুশি,
চা খোরেরা সেখানে প্রতি মাসে অনলাইন থেকে অর্ডার দেয়, ডেলিভারি চার্জ দেয়,শুধু সেই আসল স্বাদের খোঁজে।
তাদের অনেকেই এক চুমুকে হারিয়ে যায় অতীতে,মায়ের সাথে বসে টোস্ট বিস্কুটে ডুবিয়ে চা খাওয়ার মুহূর্তে।
জীবন হয়তো বদলে গেছে,কিন্তু চা এখনো স্মরণ করিয়ে দেয়-যে স্মৃতি কখনো পুরোনো হয় না,
শুধু গরম চায়ের কাপে নরম হয়ে ফিরে আসে। ☕✨
#চাখোর