চা খোর

  • Home
  • চা খোর

চা খোর সিলেটের সুগন্ধি চায়ের রাজ্যে – চা খোরে আপনাকে আন্তরিক স্বাগতম☕‼️
চায়ের কাপে এক চুমুক, আর ক্লান্তি হবে দূর!
(2)

01/11/2025

🌧️ ঝুম বৃষ্টি পড়ছে টুপটাপ… ☔
এমন আবহাওয়ায় এক কাপ গরম চা খোরের চা না হলে সময়টায় যেন অসম্পূর্ণ! 🍵💛

চায়ের কাপটা হাতে নিয়ে বৃষ্টি উপভোগ করতে করতে আর একটু চুমুকেই মন ভরে যাক🤎..
চা খোরের চা মানেই শান্তির স্বাদ! 🌿

বিস্কুটের বোয়ামটা সামনে থাকলে মনে পড়ে যায়,বার্ষিক পরীক্ষার সময়টা।বাতাসে হালকা শীত, সন্ধ্যা নামছে ধীরে ধীরে, আর টেবিলে এক...
27/10/2025

বিস্কুটের বোয়ামটা সামনে থাকলে মনে পড়ে যায়,বার্ষিক পরীক্ষার সময়টা।বাতাসে হালকা শীত, সন্ধ্যা নামছে ধীরে ধীরে, আর টেবিলে এক কাপ গরম চা।
মা ও পাশেই-সব কাজ সেরে নিজের চা নিয়ে বসে পড়েছেন।পড়ায় যাতে ফাঁকি না হয়, সেই পাহারায়ও যেন এক কাপ চা।

জীবনটা কত সহজ, কত সুন্দর ছিল!
আজও চা খোরের চা হাতে নিলে সেই সময়ের গন্ধটা ফিরে আসে🤎।
চা খোরের চা একপ্রকার বিলাসিতা—
কারণ সবাই যেখানে বাজারের চা নিয়েই খুশি,
চা খোরেরা সেখানে প্রতি মাসে অনলাইন থেকে অর্ডার দেয়, ডেলিভারি চার্জ দেয়,শুধু সেই আসল স্বাদের খোঁজে।

তাদের অনেকেই এক চুমুকে হারিয়ে যায় অতীতে,মায়ের সাথে বসে টোস্ট বিস্কুটে ডুবিয়ে চা খাওয়ার মুহূর্তে।
জীবন হয়তো বদলে গেছে,কিন্তু চা এখনো স্মরণ করিয়ে দেয়-যে স্মৃতি কখনো পুরোনো হয় না,
শুধু গরম চায়ের কাপে নরম হয়ে ফিরে আসে। ☕✨

#চাখোর

🌿 শুক্রবারের সকাল 🌿বন্ধের দিনের সকালে একটু আরাম, একটু শান্তি, আর এক কাপ গরম চা খোরের চা ☕তার সাথে যদি থাকে মজাদার নাস্তা...
24/10/2025

🌿 শুক্রবারের সকাল 🌿
বন্ধের দিনের সকালে একটু আরাম, একটু শান্তি, আর এক কাপ গরম চা খোরের চা ☕
তার সাথে যদি থাকে মজাদার নাস্তা, তাহলে সকালটাই অন্যরকম লাগে! 😋

আপনার শুক্রবারের সকালটা কেমন কাটছে?
চা খোররা বলেন তো, চা আর নাস্তায় আজ কী আছে আপনার প্লেটে? 💛

#চাখোর

রেডি হতে গিয়েও এক কাপ চা ছাড়া মন বসে না? ☕তাহলে আপনি ঠিক সেই দলে—যাদের দিন শুরু হয় চায়ের সুবাসে! 💛চা খোরের চা মানেই ...
21/10/2025

রেডি হতে গিয়েও এক কাপ চা ছাড়া মন বসে না? ☕
তাহলে আপনি ঠিক সেই দলে—যাদের দিন শুরু হয় চায়ের সুবাসে! 💛

চা খোরের চা মানেই এক চুমুকে সতেজতা, এক চুমুকে চাঙ্গাভাব।
এই চা পাতা শুধু স্বাদ নয়—এটা ভালোবাসা, অভ্যাস আর মুড একসাথে। 🌿

তাই রেডি হোন, কিন্তু এক কাপ চা খোরের চা নিতে ভুলবেন না।
কথা দিচ্ছি, সারাদিনের এনার্জি ঠিক এখান থেকেই শুরু হবে! ✨

#চাখোর #চায়েরসময়

দৈনন্দিনে আপনি কয় কাপ চা খান আর কোন ধরণের চা আপনার পছন্দের — মিল্ক টি না লিকার টি? 🍃চা খোরে আছে দুই ধরনের চা পাতা —✨ টি ...
19/10/2025

দৈনন্দিনে আপনি কয় কাপ চা খান আর কোন ধরণের চা আপনার পছন্দের — মিল্ক টি না লিকার টি? 🍃

চা খোরে আছে দুই ধরনের চা পাতা —
✨ টি গোল্ড ও
🌿 জিবিওপি,
দুটোই সমানভাবে জনপ্রিয় আমাদের গ্রাহকদের মাঝে!

এই পোস্টের মাধ্যমে জানতে চাই —
আপনার পছন্দের চা কোনটা? মন্তব্যে জানিয়ে দিন ❤️

#চাখোর

গ্রামের উঠোনে চা, নাকি শহরের কফিশপে চা - কোনটার স্মৃতি বেশি প্রিয় আপনার কাছে? ☕চায়ের কাপে শুধু পাতা নয়, জমে থাকে গল্প, গ...
15/10/2025

গ্রামের উঠোনে চা, নাকি শহরের কফিশপে চা - কোনটার স্মৃতি বেশি প্রিয় আপনার কাছে? ☕

চায়ের কাপে শুধু পাতা নয়, জমে থাকে গল্প, গন্ধ আর স্মৃতি।
গ্রামের উঠোনে সকালের রোদে বসে চা খেতে খেতে পাখির ডাক,সেই সহজ সুখটাই যেন এখন বিলাসিতা।
আর শহরের কফিশপে চা মানেই একটু সময় চুরি করে নিজের মানুষটাকে পাশে পাওয়া।

চা খোরের চা হোক সেটা উঠোনের কাপে, কিংবা শহরের কাপে!প্রতিটা চুমুকেই থাকবে ভালোবাসা, গল্প আর একটু শান্তি। 💛

আপনার প্রিয় স্মৃতি কোনটা?
#চাখোর

🌿☕ সিলেটের হবিগঞ্জের চা খোরের সেরা চা! ☕🌿চায়ের কাপে যখন ঘ্রাণ মেশে সকাল কিংবা সন্ধ্যার নরম হাওয়ায়—তখন বোঝা যায়, চায়ের আস...
14/10/2025

🌿☕ সিলেটের হবিগঞ্জের চা খোরের সেরা চা! ☕🌿

চায়ের কাপে যখন ঘ্রাণ মেশে সকাল কিংবা সন্ধ্যার নরম হাওয়ায়—তখন বোঝা যায়, চায়ের আসল জাদু লুকিয়ে থাকে চা পাতার কোয়ালিটিতে।
চা খোর সেই জাদুই ছড়িয়ে দিচ্ছে গত ৫ বছর ধরে,
প্রতিটি কাপে সিলেটের মাটি, ঘ্রাণ আর ভালোবাসার ছোঁয়া নিয়ে। 🍃

✅ টি-গোল্ড — প্রিমিয়াম মান, বড় দানা, অল্প পাতায় গাঢ় লিকার ও দীর্ঘস্থায়ী স্বাদ।
✅জিবিওপি — বাজেট-ফ্রেন্ডলি, মাঝারি দানা, মিল্ক-টি ও র-টির জন্য উপযুক্ত পছন্দ।

💚 কেন চা খোরের চা পাতা বেছে নেবেন?

🌱 ভেজালের ভিড়ে আমরা দিচ্ছি ১০০% খাঁটি চা পাতার নিশ্চয়তা!
এক কাপ চা-ই বলে দেবে, পার্থক্যটা কোথায়।
🌱 প্রতিটি পাতা আসে সিলেটের প্রকৃতির কোলে জন্ম নেওয়া বাগান থেকে।
🌱 অল্প পাতায় বেশি লিকার, মানে কম খরচে বেশি ঘ্রাণ ও স্বাদ।
🌱 অগ্রিম নয় - ডেলিভারির সময়েই পেমেন্ট। বিশ্বাস আর সুবিধা, দুটোই আমাদের প্রতিশ্রুতি।

💬 চা খোরের ইনবক্সে ম্যাসেজ করে অর্ডার কনফার্ম করে ফেলুন।

☕ নিয়ম করে প্রতিদিন কার সাথে এক কাপ চা খাওয়া হয়?প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা কতটা গভীর!কারণ প্রতিদিনের সেই এক কাপ চা ...
12/10/2025

☕ নিয়ম করে প্রতিদিন কার সাথে এক কাপ চা খাওয়া হয়?

প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা কতটা গভীর!
কারণ প্রতিদিনের সেই এক কাপ চা শুধু পানীয় না,
ওটা একটা অভ্যাস, একটা অনুভব,যেখানে মিশে থাকে প্রিয় মুখ, কিছু চেনা গল্প আর অজস্র স্মৃতি🤎।

চা খোরের চা পাতা দিয়ে তৈরি সেই প্রিয় চা—
যার প্রতিটি চুমুকে ফিরে আসে একটুকরো শান্তি,
আর মনে পড়ে যায় সেই মানুষটার মুখ,
যার সাথে প্রতিদিনের চা যেন একটা প্রতিশ্রুতি 💛

#চাখোর #এককাপচা

বাড়ি ফেরার পালা! সামনে পূজোর লম্বা ছুটি...আনন্দে কাটুক পরিবার, বন্ধু আর প্রিয়জনের সাথে সময়। এই ছুটিতে ভ্রমণ, আত্মীয়-...
28/09/2025

বাড়ি ফেরার পালা! সামনে পূজোর লম্বা ছুটি...আনন্দে কাটুক পরিবার, বন্ধু আর প্রিয়জনের সাথে সময়। এই ছুটিতে ভ্রমণ, আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়া আর দিনভর আড্ডা তো হবেই🧡!

কিন্তু আড্ডাটা কি জমে এক কাপ গরম চা ছাড়া? একদম না!

তাই এইবার বাড়ি ফেরার পথে ব্যাগে ভরে নিন হবিগঞ্জের আসল চা।
৫ বছর ধরে আপনাদের ভালোবাসায়, সরাসরি বাগান থেকে মানসম্পন্ন চা পৌঁছে দিচ্ছি আপনার দরজায়।

আগে বিকেল নামার আগেই আম্মু এক কাপ চা আর টোস্ট বিস্কুট সাজিয়ে দিতেন। সেই স্বাদে পড়াশোনার ক্লান্তিও মুছে যেত।এখন না আছে পড়...
25/09/2025

আগে বিকেল নামার আগেই আম্মু এক কাপ চা আর টোস্ট বিস্কুট সাজিয়ে দিতেন। সেই স্বাদে পড়াশোনার ক্লান্তিও মুছে যেত।এখন না আছে পড়াশোনা, না আছে আম্মুর সেই হাতের চা।

আমাদের এক গ্রাহক বলছিলেন...
"চা খোরের চা খেয়ে আমার মনে হয় মা’র হাতের চা খাচ্ছি। মায়ের তো শখ ছিলো একদিন বাগান থেকে চা খাবে… সেটা হয়নি। কিন্তু এই চা খেয়ে তার স্মৃতি যেন ভরে যায়।"

চা খোরের চা শুধু স্বাদ নয়, ফিরিয়ে আনে গল্প আর মায়ের মতো ভালোবাসা। 💙🍵

23/09/2025

দিনের ব্যস্ততা শেষে জানালার পাশে বসে আছেন…
হাতে ধোঁয়া ওঠা এক কাপ চা!
প্রথম চুমুকেই মনে হলো,
“এই তো, এটাই সেই খোঁজ করা প্রশান্তি।” 🍂✨

এই প্রশান্তিটাই আসে চা খোরের খাঁটি চা পাতায়।
🍃 সিলেট থেকে আনা সতেজ চায়ের সুবাস,
💙 প্রতিটা চুমুকে চায়ের আসল স্বাদ।

👉 একবার চেখে দেখুন
তারপর বুঝবেন, চা শুধু পানীয় নয়,
এটা আপনার প্রতিদিনের সেরা সঙ্গী।

📦 এখনই অর্ডার করুন,
কারণ আসল চায়ের গল্প শুরু হয় চা খোর থেকে।

Address


Telephone

+8801703495967

Website

Alerts

Be the first to know and let us send you an email when চা খোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চা খোর:

  • Want your business to be the top-listed Media Company?

Share