চা খোর

  • Home
  • চা খোর

চা খোর সিলেটের সুগন্ধি চায়ের রাজ্যে – চা খোরে আপনাকে আন্তরিক স্বাগতম☕‼️
চায়ের কাপে এক চুমুক, আর ক্লান্তি হবে দূর!
(2)

12/08/2025

🌸 আগস্টের ভালোবাসা আর এক কাপ চা ☕🍃

আগস্ট মাসটা আমার কাছে শুধু একটা মাস নয় এটা আমার সবচেয়ে পছন্দের মাস।
এই মাসেই আমার জন্মদিন, আর এই মাসেই আমার বিয়ের দিন। 💖

তাই ভেবেছি, এই আনন্দটা শুধু নিজের মধ্যে না রেখে ভাগ করে নিই আপনাদের সাথে, আমার প্রিয় চা খোর পরিবারের সাথে।
কারণ, ভালোবাসা ভাগ করলে তবেই তো পূর্ণ হয়🤎।

‼️‼️‼️তাই, আগস্টের আজকের দিনে থাকছে আপনার প্রিয় চায়ে প্রতি কেজিতে
১০% ডিসকাউন্ট‼️‼️‼️

যেন আপনি আমার আনন্দের দিনে আপনার কাপ ভরে নিতে পারেন সেই স্বাদে, যা প্রতিদিনকে করে তোলে একটু সুন্দর।

চলুন, একসাথে চায়ের সুবাসে ভিজে যাই এই আগস্টে।
কারণ, “চা খোর” শুধু চা বিক্রি করে না এটা ভাগ করে নেয় গল্প, স্মৃতি আর ভালোবাসা।

☕ গরম গরম চায়ের স্বাদ, সরাসরি কাপে!ছাঁকনির ভেতর দিয়ে যখন দুধ-চায়ের সুবাস মাখা ধোঁয়া বের হয়, তখনই বোঝা যায়- চা খোরের আসল ...
09/08/2025

☕ গরম গরম চায়ের স্বাদ, সরাসরি কাপে!
ছাঁকনির ভেতর দিয়ে যখন দুধ-চায়ের সুবাস মাখা ধোঁয়া বের হয়, তখনই বোঝা যায়- চা খোরের আসল মুহূর্ত শুরু হয়েছে!
আপনার সকালের ঘুম ভাঙানো বা সন্ধ্যার আড্ডা জমিয়ে দেওয়ার জন্য, আমরা আছি আমাদের প্রিমিয়াম চা নিয়ে।

📦 এখনই অর্ডার করুন!
📍 ডেলিভারি সার্ভিস সারাদেশে

চা খোর – স্বাদের আসল ঠিকানা।

🇧🇩 ৩৬ শে জুলাই | স্বাধীনতার বিশেষ দিন 🇧🇩 আজকের দিন শুধু একটা তারিখ নয় এটা আমাদের গর্ব, আমাদের আত্মত্যাগের প্রতীক।চা খোর ...
05/08/2025

🇧🇩 ৩৬ শে জুলাই | স্বাধীনতার বিশেষ দিন 🇧🇩
আজকের দিন শুধু একটা তারিখ নয় এটা আমাদের গর্ব, আমাদের আত্মত্যাগের প্রতীক।
চা খোর পরিবারের পক্ষ থেকে এই বিশেষ দিনে রইল এক মিষ্টি অফার:

☕এই গর্বের দিনে চা খোর-এ প্রতি কেজি চায়ে
৩৬ টাকা ছাড়‼️

হ্যাঁ, আজ ৩৬ জুলাই-এ যারা সকাল থেকে অর্ডার দিয়েছেন, তাদের জন্যেও এই স্পেশাল ৩৬ টাকা ডিস্কাউন্ট প্রযোজ্য হবে! 🎁

📦 অর্ডার করতে ইনবক্স করুন এখনই!
⭕ অফার শুধুমাত্র আজকের জন্য।

চায়ের স্বাদে আজ থাকুক স্বাধীনতার আবেগ।

#চাখোর #৩৬শেজুলাই #স্বাধীনতা #৩৬টাকা

📩 চা খোর-এর ইনবক্সে আসা এক কাস্টমারের গল্প থেকে:"আগে দিনে একবার চা বানানো হতো। এখন চা খোরের চা পাতার স্বাদে দিন শুরু হয় ...
04/08/2025

📩 চা খোর-এর ইনবক্সে আসা এক কাস্টমারের গল্প থেকে:

"আগে দিনে একবার চা বানানো হতো। এখন চা খোরের চা পাতার স্বাদে দিন শুরু হয় চা দিয়ে, দুপুরেও লাগে এক কাপ, আবার রুটির সাথেও এক কাপ না হলে যেন কিছুই হয় না। চা বানানোর কাজ বেড়ে গেছে, কিন্তু মনটা তৃপ্ত।
এই চায়ের স্বাদ এমন যে বারবার খেতে ইচ্ছে করে।"

আর সেই কথার প্রমাণ, ইনবক্সেই পাঠিয়ে দিলেন এই ছবি।
এক কাপ গাঢ় লিকার চা, সাথে মোলায়েম রুটি এখন অনেকের নিত্যদিনের শান্তির সময়❤️।

আপনিও যদি এখনো চা খোরের চা না খেয়ে থাকেন, তাহলে বলবো-একবার ট্রাই করে দেখুন, দুই বেলা তিন বেলাতে কিভাবে চলে যান বুঝতেই পারবেন না। ☕🌿

🌿☕ চায়ের গল্পে জিবিওপি ম্যাজিক! ☕🌿⭐⭐⭐⭐⭐"ধন্যবাদ চা খোর, চা হাতে পেয়ে আগে এক কাপ বানিয়ে খেয়ে নিলাম ❤️" এমন ভালোবাসা মাখা ...
02/08/2025

🌿☕ চায়ের গল্পে জিবিওপি ম্যাজিক! ☕🌿

⭐⭐⭐⭐⭐
"ধন্যবাদ চা খোর, চা হাতে পেয়ে আগে এক কাপ বানিয়ে খেয়ে নিলাম ❤️" এমন ভালোবাসা মাখা রিভিউ আমাদের দিনের সবচেয়ে মিষ্টি মুহূর্ত!

জিবিওপি চায়ের প্রতিটা চুমুক যেন একটা স্বস্তির নিঃশ্বাস!
যিনি চেখে দেখেছেন, তিনিই বলেছেন —
"আসাধারণ!" 💫

আমরা শুধু চা দিই না, দিই একটা অনুভূতি।
চায়ের কাপ ভরে থাকুক ভালোবাসা, আর "চা খোর" থাকুক সবসময় আপনার পাশে আপনার প্রিয় চায়ের গল্পে।

আপনার এখনো ট্রাই করা হয়নি জিবিওপি?
আজই অর্ডার করুন আর বুঝে নিন "আসাধারণ" মানে আসলে কী!

📦 ইনবক্সে ম্যাসেজ করে অর্ডার দিন এখনই।

#চাখোর

☕ শুক্রবারের সকালের একফালি শান্তি… 🌤️ছুটির দিনের বৃষ্টির সকালটা যেন একটু বেশিই আপন হয়ে ওঠে। মসৃণ পরোটা, ঝালমিষ্টি আলুভাজ...
01/08/2025

☕ শুক্রবারের সকালের একফালি শান্তি… 🌤️

ছুটির দিনের বৃষ্টির সকালটা যেন একটু বেশিই আপন হয়ে ওঠে। মসৃণ পরোটা, ঝালমিষ্টি আলুভাজি, একটা নরম ডিম, আর সাথে এক কাপ গরম ধোঁয়াওঠা চা আহা! যেন জীবনের ছোট ছোট সুখগুলো এক প্লেটেই ধরা দেয়।

এই সকালটা আরও বিশেষ হয়ে ওঠে যখন চায়ের কাপটা ভরে থাকে চা খোরের লিকার চা দিয়ে।
যারা একবার এই চায়ের স্বাদ নিয়েছেন, তারা বারবার বলেন
“এই চায়ের মধ্যে যেন একটা ঘরের সুবাস আছে, একরাশ প্রশান্তি আছে।”

আপনি যদি এখনো না ট্রাই করে থাকেন, চা খোরের চা কিনে সুযোগটা নিতে পারেন। একবার খেয়ে দেখুন, আপনার সকালটাও হয়ে উঠবে ঠিক এমনই স্বাদের গল্পে মোড়ানো এক নিখুঁত শুরু।

🍃 #চাখোর #শুক্রবারেরসকাল #লিকারচা #সাদাসিধে_নাস্তা #প্রকৃতিরস্বাদ

🌿 ঠান্ডা জ্বর? কাশিতে কষ্ট? এক কাপ লিকার চা রাখুক আপনার পাশে! ☕এই সময়টায় চারদিকে ছড়িয়ে পড়েছে ঠান্ডা, জ্বর, আর বিরক্তিকর ...
29/07/2025

🌿 ঠান্ডা জ্বর? কাশিতে কষ্ট? এক কাপ লিকার চা রাখুক আপনার পাশে! ☕

এই সময়টায় চারদিকে ছড়িয়ে পড়েছে ঠান্ডা, জ্বর, আর বিরক্তিকর কাশি। ওষুধের পাশাপাশি যদি পান করেন চা খোরের স্পেশাল লিকার চা – সঙ্গে এক টুকরো দেশি লেবু, তাহলে স্বস্তিটা যেন একটু বেশিই টের পাবেন।

🍂 চা খোরের লিকার চা –
✔️ শরীরকে রাখে উষ্ণ
✔️ ভিতর থেকে দেয় সতেজতা
✔️ জ্বর কমাতে সাহায্য করে
✔️ আর লেবু মেশালে কাশির জন্য হয় প্রাকৃতিক টনিক

এক কাপ স্বাস্থ্যকর অভ্যাস, প্রতিদিনের স্বস্তি।
অর্ডার করুন এখনই – সুস্থ থাকুন, চা খোর হোন!

সপ্তাহের শেষে এক টুকরো প্রশান্তি মিশে থাকে আজকের চায়ের কাপে।চা খোরের চা নিয়ে বসা হয়েছে প্রিয় মানুষটিকে পাশে নিয়ে—না কোনো...
24/07/2025

সপ্তাহের শেষে এক টুকরো প্রশান্তি মিশে থাকে আজকের চায়ের কাপে।
চা খোরের চা নিয়ে বসা হয়েছে প্রিয় মানুষটিকে পাশে নিয়ে—
না কোনো তাড়া, না কোনো দায়িত্বের চিন্তা।
শুধু তুমি, আমি আর এক কাপ লিকার চা🤎☕...
এই সন্ধ্যাটা যেন পুরো সপ্তাহের ক্লান্তির পুরস্কার।

চা খোরের চা শুধু চা নয়, একেকটা মুহূর্ত।

21/07/2025

🩸 রক্তের প্রয়োজন?
আমরা রক্তের ব্যবস্থা করবো। কারও রক্তের প্রয়োজন হলে দয়া করে কমেন্ট করুন অথবা কল করুন: 📞 01703495967
আমাদের ভলেন্টিয়াররা প্রস্তুত আছে।

আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন। আহতদের জন্য দোয়া করি। 🤲

বাড়ির পেছনের ছোট্ট এই বাগানটা মৌ আপুর প্রিয় জায়গা🤎। ব্যস্ততা থেকে দূরে, প্রযুক্তির কোলাহল পেরিয়ে এখানে এসে প্রতিদিন সকাল...
20/07/2025

বাড়ির পেছনের ছোট্ট এই বাগানটা মৌ আপুর প্রিয় জায়গা🤎। ব্যস্ততা থেকে দূরে, প্রযুক্তির কোলাহল পেরিয়ে এখানে এসে প্রতিদিন সকালে সে বসে থাকে।
আজও তাই। বৃষ্টির গন্ধে ভেজা মাটি, ফুলের হাসি, আর হাতে এক কাপ গাঢ় লিকার চা—চা খোরের চা।
প্রথম চুমুকে সে চোখ বন্ধ করে। চায়ের তীব্রতা আর ফুলের কোমলতা মিলেমিশে এক অপার্থিব প্রশান্তি নিয়ে আসে মনে।
এটা কেবল চা না—এ এক ধরনের থেরাপি, যা শুধুমাত্র চা-খোররাই বুঝে।

চা খাওয়ার এই মুহূর্তটা যেনো এক নিঃশব্দ উৎসব।

বাসায় এক সেট সুন্দর কাপ সবসময় মায়েদের শোকেসেই থাকে। গেস্ট আসলেই কেবল তা বের হয়।ঘরের মানুষ তো যেন সেই কাপে চা খাওয়ার যোগ্...
18/07/2025

বাসায় এক সেট সুন্দর কাপ সবসময় মায়েদের শোকেসেই থাকে। গেস্ট আসলেই কেবল তা বের হয়।
ঘরের মানুষ তো যেন সেই কাপে চা খাওয়ার যোগ্যই না🥴!

কিন্তু যেদিন থেকে ঘরে চা খোরের চা ঢুকেছে, সেদিন থেকে হিসাব বদলে গেছে।
আমাদের এক সম্মানিত গ্রাহক হাসতে হাসতে বললেন—
"আম্মু নিজেই বলেছে, চা যেহেতু এতটা প্রিমিয়াম, সুন্দর কাপ তো লাগবেই!"

হ্যাঁ, চা খোরের চা শুধু চায়ের কাপ না, বদলে দেয় পুরো পরিবেশটাই।
ঘরের মানুষও হয়ে ওঠে স্পেশাল,
আর চায়ের মুহূর্তগুলো—ভীষণ দামী🤎।

কারণ এটা যে একদম খাঁটি চা,
ভেজালহীন, সুগন্ধে ভরপুর, প্রিমিয়াম কোয়ালিটি।

#চাখোর

সাদা একটা প্লেটে টোস্ট বিস্কুটের সারি। একটায় কামড়ের দাগ—আর তার পাশেই ধোঁয়া ওঠা এক কাপ ঘন লিকার চা।এই চা শুধু চা নয়,এটা এ...
16/07/2025

সাদা একটা প্লেটে টোস্ট বিস্কুটের সারি। একটায় কামড়ের দাগ—আর তার পাশেই ধোঁয়া ওঠা এক কাপ ঘন লিকার চা।এই চা শুধু চা নয়,এটা একটা মুহূর্ত,একটা আপন সময়—যেটা চুপিচুপি ভালোবাসে সবাই।

আপনি যদি সত্যিকারের চা খোর হয়ে থাকেন—তবে এই চায়ের স্বাদ আপনার মন ছুঁয়ে যাবে।

🍃 আমরা দিচ্ছি খাঁটি সিলেটি চা পাতা—ঝরঝরে, সুগন্ধি, মন জুড়ানো।
যে একবার খাবে, বারবার চাইবে।

👇 এখনই অর্ডার করুন আপনার পরের প্রিয় চায়ের কাপটা—
📦 হোম ডেলিভারি
📞 ইনবক্সে ম্যাসেজ করে অর্ডার কনফার্ম করুন

#চা_খোর | | #লিকারচা |

Address


Telephone

+8801703495967

Website

Alerts

Be the first to know and let us send you an email when চা খোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চা খোর:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share