Md Sabbir Hussen Suhan

  • Home
  • Md Sabbir Hussen Suhan

Md Sabbir Hussen Suhan Freelancer of Digital Marketer

08/01/2023

বই পড়ার কিছুদিন পর মানুষ ভুলে যায়, তাহলে বই পড়ার উপকারিতা কী?

Indonesia দেশটি স্বাধীন হয়েছিলো ১৯৪৫ সালে ১৭ আগষ্ট। ভারত স্বাধীন হবার আরো দুই বছর আগে। দেশটির বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই হলেও, এই পর্যন্ত মাত্র ৭ জন মানুষ প্রেসিডেন্ট হয়েছে। স্বাধীনতা সংগ্রাম এর নেতা Sukarno হয়েছিলেন প্রথম প্রেসিডেন্ট, ১৮-০৮-১৯৪৫ তারিখে। তিনি দীর্ঘ ২১ বছর ক্ষমতায় ছিলেন। স্বৈরাচারী হিসাবে তার একটি বদনাম ছিলো। কিন্তু তার আমলে দেশটি খুব উন্নতি করেছিলো। পরবর্তী প্রেসিডেন্ট Suharto ক্ষমতায় এসেছিলেন ১২-০৩-১৯৬৭ তারিখে। তাকে দেখে শান্ত মনে হলেও, তিনি ক্ষমতায় ছিলেন ৩১ বছর !! এর পরে বিভিন্ন প্রেসিডেন্ট স্বল্প মেয়াদের ক্ষমতায় থেকেছেন। এদের মধ্যে একজন ছিলেন প্রথম প্রেসিডেন্ট এর কন্যা Meghawati, যিনি ২৩-০৭-২০০১ তারিখে ক্ষমতায় এসে ৩ বছর ক্ষমতায় ছিলেন। পরবর্তী প্রেসিডেন্ট Susilo Banmbang ক্ষমতায় ছিলেন ১০ বছর। বর্তমান প্রেসিডেন্ট Joko Widodo ক্ষমতায় আসেন ২০-১০-২০১৪ তারিখে। ইতিমধ্যে প্রায় ৮ বছর হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, তিনিও দীর্ঘ সময় ক্ষমতায় থাকবেন।

গল্পটা শেষ। এবার, উপরের প্যারার গল্পটা ঢেকে রাখুন। গল্পটা না দেখে নিচের প্রশ্নের উত্তর দিন

কোন তারিখে Indonesia স্বাধীন হয়েছে?
Sukarno ও Suharto এদের মধ্যে আগের প্রেসিডেন্ট কোনটা?
বর্তমান প্রেসিডেন্ট এর নাম কি?

বেশিরভাগ লোকই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না। গল্পটা না দেখে, কেউই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন না। কয়েক সেকেন্ড আগে পড়েছেন, তবুও মনে নেই।

ভুলে গেলেও, কিছু বিষয় আপনার ঠিকই মনে আছে। আপনার মনে আছে Indonesia দেশটি ভারতের আগে স্বাধীন হয়েছে। আপনার মনে আছে স্বাধীনতা সংগ্রামের নেতা, প্রথম প্রেসিডেন্ট হয়েছিলো। আপনার মনে আছে, একজন নারী প্রেসিডেন্ট হয়েছিলো। আপনার মনে আছে, এতগুলো বছরে মাত্র কয়েকজন মানুষ প্রেসিডেন্ট হয়েছে। আপনার মনে আছে, বর্তমান প্রেসিডেন্টও হয়তো দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে।

ভুলে যাবার পরেও, আপনি অনেক কিছু মনে রেখেছেন, নতুন কিছু জেনেছেন। আপনার জ্ঞানের সাথে নতুন কিছু যোগ হয়েছে। ভুলে গেলেও আপনার জ্ঞান বৃদ্ধি হয়েছে।

এজন্যই মানুষ বই পড়ে। ভুলে গেলেও জ্ঞান বৃদ্ধি হয়।

29/12/2022

যে পাঁচটি অভ্যাস আমাকে উন্নতি করতে সাহায্য করবে তা হলোঃ
১.খুব সকালে ঘুম থেকে উঠে পড়ুন। যে ধর্মো বিশ্বাসী তা পালন করুন এবং সকাল থেকে আপনার প্রয়োজনীয় কাজ শুরু করুন। কারণ আপনার আগে সূর্য উঠে গেলে আপনি সঠিক জীবন যাপন করছেন না।

২.প্রতিদিন কিছু শারীরিক কসরত, ব্যায়াম, শখের কাজ করুন। মন ভালো থাকবে। নিজে ব্যাস্ত থাকুন। মাথা থেকে আজেবাজে চিন্তা দূর হবে।

৩.নিজেকে ভালবাসুন। কারো পিছনে পড়ে না থেকে নিজের জীবন কীভাবে আলোকিত হবে, ভালো পর্যায়ে পৌঁছাতে পারবেন তা দেখুন। কারণ আজকাল সবাই পদবি দিয়ে বিচার করে।

৪.সবার সাথে সহমর্মিতা দেখান। কাউকে হেয় করা, অপমান বা তার জীবন, আঙ্গিক গঠন নিয়ে কথা বলবেন না।

৫.পরিবারের প্রতি যত্নশীল হোন। কারণ একমাত্র পরিবারের লোকজন বিপদে আপনার পাশে দাঁড়াবে। সবাই কে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করা বন্ধ করুন। কেউ ঠকালে তখন মনে হবে, আমি কত বোকা!
ইন্টারনেট জগতে নিজের ব্যাক্তিগত সব শেয়ার করবেন না। ইন্টারনেট এর যথাযথ ব্যবহার করুন। খারাপ কাজে ব্যবহার হলে এর ফিডব্যাক খারাপ আসবে। জীবনে যা করা হয় এর প্রতিক্রিয়া অবশ্যই পেতে হবে।

ধন্যবাদ। 🌷

21/12/2022
31/10/2022

অভাব কাকে বলে???
অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন,,,,
বলো তো অভাব কাকে বলে ?
"অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে অভাব বলে।"
ছেলেটি উত্তর দিল।
এটা তো অর্থনীতির ভাষা,,,
সাধারণত অভাব কাকে বলে?
ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের
দিকে তাকিয়ে আছে।
কি বলবে ভাবছে সে।
স্যার আবার তাড়া দিলেন
"বলো অভাব কাকে বলে ?"
ছেলেটি এবার বলতে শুরু করল!!
💔 ১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন,
আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।
মা তখন বলেন আগে খবর নিবি না
কলেজ হবে কিনা?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব !!
💔 ২। বাবা যখন রাত করে বাড়ি আসেন মা
তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো
কেন ফিরতে ?
বাবা বলেন ওভারটাইম ছিল।
ওভারটাইম না করলে সংসার কিভাবে চলবে ?বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে
আমার কাছে অভাব !!
💔 ৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই হলো আমার কাছে অভাব !!
💔 ৪। মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই অভাব !!
৫। মাস শেষে টিউশনির পুরো টাকাটা
মায়ের হাতে দিয়ে বলি,,
মা এটা তুমি সংসারে খরচ করো,
মা তখন একটা স্বস্তির হাসি হাসেন।
এই স্বস্তির হাসি হচ্ছে অভাব !!
৬। বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে অভাব !!
৭। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,,
এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব !!
পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল !!
অনেকের চোখে জল !!
স্যার চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে
কাছে টেনে নিলেন !! 💝
বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে,,,,
যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না !!
সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে !!
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না !
-সংগৃহীত

31/10/2022

নিজের জীবনকে পরিবর্তনের জন্য এতটুকুই যথেষ্ট বলে আমি মনে করি।জীবনে জয়ী হতে হলে, মানুষের কাছে পাত্তা পেতে হলে নিচের নিয়মগুলো মেনে চলা উচিত।

২ বছরের বেকার জীবনের পর, আমি নিদারুণভাবে একটি চাকরি খুজছিলাম। কিন্তু ইন্টারভিউ বোর্ডে, ইন্টারভিউয়ার আমাকে বলেছিলঃ- দুঃখিত, আমাদের অধিক দক্ষ ও অভিজ্ঞ লোক দরকার। আমি একটি মেয়েকে প্রপোজ করেছিলাম, সে আমাকে বলেছিল, আমি তাকেই বিয়ে করব যিনি খুব সুদর্শন, আকর্ষণীয় এবং তার ক্যারিয়ারে অত্যন্ত সফল। আপনি একজন ভাল মানুষ কিন্তু আপনি ওই ধরনের না। আমার জীবনের সর্বত্র, আমি হতাশার সাথে সংগ্রাম করেছিলাম।আমি ব্যর্থ হয়েছিলাম, প্রত্যাখ্যাত হয়েছিলাম, এবং অনেকবার অপমানিত হয়েছিলাম। আমি আমার ব্যর্থতাকে মেনে নিয়েছি। আমার জীবনের বিরতি নিয়ে, আমার স্মৃতিকে সতেজ করে, আমার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলাম।

আমার জীবনকে শ্রেষ্ঠতর করতে এক বছর ধরে, ৭ টি নিয়ম অনুসরণ করতেছি।

১.আমার জীবন, আমার নিয়মঃ-

আমার ক্যারিয়ারকে পছন্দ করার জন্য, আমি সমাজের দ্বারা প্রভাবিত হয় নি। সমাজ পছন্দ করে উচ্চ বেতন এবং নিরাপত্তাযুক্ত চাকরি। অধিকন্তু, সমাজের বেশিরভাগ লোকজন টাকার পিছনে দৌড়াচ্ছে। ক্যারিয়ার এর সকল উপদেশগুলো আমি আমার পিতামাতা, আত্মীয়স্বজন এবং বন্ধুদের কাছ থেকে শুনেছি। তারপর, আমি আমার ভিতরের আত্নাকে অনুসরণ করি। আমার কিছু ইচ্ছা আছে এবং আমি এটার জন্য কাজ করতেছি। ক্যারিয়ার পছন্দ করতে আমি সব সময়, আমার আগ্রহ এবং ত্যাগকে পছন্দ করি। আমি যা ভালবাসি তাই করি। অদূর ভবিষ্যতে কোন অনুশোচনা থাকবে না, কারন আমি আমার কাজের জন্য দায়ী। সবচেয়ে যা ভালবাসি, আমি সে কাজ করা শুরু করেছি।

২.ধ্যান আমার শক্তিঃ-

মানসিক শক্তি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় শারীরিক শক্তির উপর ফোকাস করি। কিন্তু মানসিক শক্তি, আমাদের জীবনকে পরিকল্পিত, লক্ষ্য নির্দেশিত করে। আমার জীবনকে সহজ এবং উন্মত্ততা থেকে দূরে থাকতে আমি প্রতিদিন ধ্যান করি। এটা আমাকে মানসিক আরাম এনে দেয়। শত শত বার ব্যর্থতা স্বত্বেও, আমি জীবনের প্রতিটি সমস্যার সাথে যুদ্ধ করছি।স্রোতের বিপরীতে কাজ করতে, ধ্যান আমাকে সাহস ও সংকল্প দেয়।

৩.আর না ভার্চুয়াল জীবন, একমাত্র প্রকৃত জীবনের অস্তিত্ব আছেঃ-
এখন আমি ভার্চুয়াল জীবনের চেয়ে, প্রকৃত জীবনে বেশি জোর প্রদান করি। আমার অনলাইনের কাজগুলোকে সীমিত করেছি। আমি কম্পিউটারের স্ক্রিনের পিছনে এবং স্মার্টফোনে অনেক বেশি সময় ব্যয় করতাম। সুতরাং, আমি এই অভ্যাসটি পরিবর্তন করেছি। আমি ইন্টারনেটে কম সময় ব্যয় করি। অধিকন্তু, আমি ভ্রমণ করা, নতুন জিনিস পরীক্ষা, ও অপরিচিত মানুষের সাথে কথা বলা শুরু করেছি।

৪.মৃত্যুর পূর্ব মুহুর্তে জীবনকে দেখতে কল্পনা করুনঃ-

সকল বস্তুবাদি চিন্তা, ভয়, আকাঙ্খা, হতাশা, ব্যর্থতা মৃত্যুর পূর্বে অর্থহীন মনে হবে। একদিন অবশ্যই আমরা মরে যাব। সুতরাং, কিসের জন্য অপেক্ষা? আপনার জীবনের জন্য সঠিক সিদ্ধান্তটি নিন, অন্যজনের অনুমোদনের জন্য কখনো অপেক্ষা করবেন না। একটা সঠিক সিদ্ধান্ত, আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। যখনি আমি কোন সমস্যার ভিতর থাকি, আমি এইভাবে চিন্তা করার চেষ্টা করি। তারপর, সবকিছু আমার কাছে পরিষ্কার মনে হয়। আমি সঠিকটি নির্বাচন করি।

৫.ইদুর-দৌড় থেকে নিজেকে সরিয়ে আনাঃ-

আমি জীবনের ইদুর দৌড় থেকে নিজেকে সরিয়ে এনেছি। এটার অর্থ এই না যে, আমি জীবনের অসুবিধাগুলোর সাথে হেরেছি। আমি অন্য লোকের সাথে প্রতিযোগিতা করা পছন্দ করি না। আমার সকল প্রতিযোগিতা, আমার নিজের সাথে। প্রতিদিন আমি আমার বিগত দিনের পারফর্মেন্স এর উপরে যাওয়ার চেষ্টা করি। আমি আমার ইচ্ছার পিছনে দৌড়াচ্ছি। আমার লক্ষ্যে পৌছতে, আমি সংকল্পবদ্ধ।

৬.সাহায্য করার জন্য অজ্ঞাতপরিচয়(anonymous) হওয়াঃ-
আমি নামহীনভাবে সাহায্য করতে ভালবাসি। এটা আমাকে আনন্দ দেয়। অধিকতর গুরুত্বপূর্ণ, আমি সবসময় লোক দেখানো এড়িয়ে চলি। অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা স্বত্বেও, আমি গরীব ছেলে মেয়েদের পরিবারে অজ্ঞাতপরিচয়ে অর্থ প্রদান করতে ভালবাসি। দান করা এবং সাহায্য করা আমার জীবনের শ্রেষ্ঠ অংশ। আমি ওইসকল গরীব ছেলেমেয়েদের হাসিমুখ দেখে অত্যধিক খুশি অনুভব করি।

৭.প্রতিদিন ১০ টি কৃতজ্ঞতা লিস্ট লেখাঃ-

আমি জীবন থেকে যা কিছু পেয়েছি, সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। আমি প্রতিদিন, আমার জার্নালে ১০ টা কৃতজ্ঞতা লিস্ট লিখি। আমি বেঁচে আছি, সুস্বাস্থ্য আছে, খাওয়ার জন্য ফ্রিজে খাবার আছে, বসবাসের জন্য একটি ফ্ল্যাট ভাড়া করেছি, এমবিএ ডিগ্রি এবং চাকরি আছে, স্বাধীন জীবনযাপন করছি, অপরিচিত মানুষদের কাছ থেকে আশীর্বাদ পায়, জীবনের লক্ষ্য পেয়েছি, ২৪ ঘন্টা ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছি, পড়ার জন্য শত শত বই আছে।

১ বছর আগে, জীবনটা এখন যেমনটা আছে একরকম হবে অনুমান করিনি।

বিঃদ্রঃ সবার ক্ষেত্রে এগুলো সব সঠিক না তবে,মেজরিটি মানুষের জন্য এটাই সঠিক। 🇧🇩🇧🇩🇧🇩

05/10/2022

সাফল্যের ৩ টি শর্তঃ
১.অন্যের থেকে বেশি জানতে হবে।
২. অন্যের থেকে বেশি কাজ করতে হবে।
৩. অন্যের থেকে কম আশা করতে হবে।

Hello, EveryoneWelcome my page
29/09/2022

Hello, Everyone
Welcome my page

Freelancer of Digital Marketer

Address


Opening Hours

Wednesday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801740674783

Alerts

Be the first to know and let us send you an email when Md Sabbir Hussen Suhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Sabbir Hussen Suhan:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Want your business to be the top-listed Media Company?

Share