03/08/2025
পাক-পাঞ্জাতন পরিচিতি
★ পাক মানে পবিত্র,পাঞ্জা হলো পাঁচ এবং ”তন” অর্থ শরীর বা দেহ।সুতরাং পাক-পাঞ্জাতন হলো পবিত্র পাঁচটি দেহ মোবারক।তাঁরা হলেন:-
*১. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
*২. হযরত আলী মুরতাজা (عليه السلام)
*৩. হযরত ফাতেমা (عليه السلام)
*৪. হযরত হাসান (عليه السلام)
*৫. হযরত হুসাইন (عليه السلام)
সৃষ্টির আদিতে পাক-পাঞ্জাতনই হলো নুরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।আর এই নুরে মোহাম্মদী হতে পঞ্চ নুরের মাধ্যমে সারা কুল কায়েনাত সৃস্টি।
অনেকেই বলেন পাকঁ পাঞ্জাতন আবার কি?
পাকঁ-পাঞ্জাতন তো কোরআনে নাই, আমি বলি আপনি সঠিকই বলেছেন,পাকঁ পাঞ্জাতন কোরআনে নাই,তবে হ্যাঁ, কোরআনে আছে কি?
কোরআনে আছে আহলে বাইত।যেমন নামাজ কোরআনে নাই, কোরআনে আছে সালাত।
যেমন: রোযা কোরআনে নাই,আছে সিয়াম।
তেমনি পাকঁ পাঞ্জাতনও কোরআনে নাই,আছে আহলে বাইত।
★ আর সূরাহ্ আল্-বাক্বারাহর ৩৭ নং আয়াতে-যেখানে এরশাদ হয়েছে: দলীল
فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
“অতঃপর আদমের কাছে তার রবের পক্ষ থেকে কয়েকটি কথা পৌঁছলো,তখন সে তার সাহায্যে তাওবাহ্ করলো, নিঃসন্দেহে তিনি তাওবাহ্ কবূলকারী দয়াবান
(তাই তার তাওবাহ্ কবূল করলেন)।
★ এ আয়াতের ব্যাখ্যায় ‘আল্লামা সুয়ূত্বী (রহঃ) তাঁর তাফ্সীর দুররুল্ মানছুর্-এ হযরত ‘আবদুল্লাহ্ ইবনে ‘আব্বাস্ (রাঃ) থেকে একটি হাদীস উদ্ধৃত করেছেন।
এ হাদীস অনুযায়ী তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) কে হযরত আদম (‘আঃ)-এঁর কাছে কোন্ কথাগুলো পৌঁছেছিলো সে সম্বন্ধে প্রশ্ন করেন।জবাবে রাসূলুল্লাহ্ (ﷺ) এরশাদ করেন:
দলীলঃ-
سأل بحق محمد و علی و فاطمة و الحسن و الحسين.