Md shahibul Mahmud

Md shahibul Mahmud আলহামদুলিল্লাহ

Permanently closed.
03/08/2025

আজ বৃষ্টির পরই হবিগঞ্জের দৃশ্য

03/08/2025

তোমার সামনে রয়েছে
মহা যাত্রা অতএব পাথেয় সংগ্রহ কর
হয়রত আবু হামযা খুরাসানী (রহঃ)

03/08/2025

মন্দ স্বভাবের আলেম অপেক্ষা
সৎ স্বভাবের মুর্খের সাহচর্য উত্তম।
হয়রত জুনায়েদ বাগদাদী (রাঃ)

03/08/2025

অতিথি আপ্যায়ন নফল এবাদত অপেক্ষা উত্তম।
হয়রত জুনায়েদ বাগদাদী (রাঃ)

পাঁচটি বস্তু মন কে শুদ্ধকরে, যথা ০১. উত্তম  লোকের সংস্পর্শ,০২ পবিত্র কুরআন পাঠ,০৩ ক্ষুধিত উদর ০৪. রাতের ইবাদত০৫. ভোর রাত...
03/08/2025

পাঁচটি বস্তু মন কে শুদ্ধকরে, যথা ০১. উত্তম লোকের সংস্পর্শ,০২ পবিত্র কুরআন পাঠ,০৩ ক্ষুধিত উদর ০৪. রাতের ইবাদত০৫. ভোর রাতে আল্লাহর দরবারে সানুনয় মোনাজাত।
হয়রত আহমদ ইবনে আসেম এন্তাকী (রাঃ)।

হাদিস শরীফে ইরশাদ হয়েছেعن اُمِّ سَلْمَةَ رضى الله عنها انَّ رسول الله صلى الله عليه وسلم جَمَعَ فاطمة وَحسَنًا وحيسنًا ر...
03/08/2025

হাদিস শরীফে ইরশাদ হয়েছে

عن اُمِّ سَلْمَةَ رضى الله عنها انَّ رسول الله صلى الله عليه وسلم جَمَعَ فاطمة وَحسَنًا وحيسنًا رضى الله تعالى عنهم ثُمَّ اَدْخَلَهُمْ تَحْتَ ثوبه- ثُمَّ قَالَ اللُهُّمَّ هَؤُلَاءِ اَهْلُ بَيْتِىْ- (طبرانى)

অর্থাৎ-হযরত উম্মে সালমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা হতে বর্ণিত,একদিন নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম হযরত ফাতিমা,হযরত ইমাম হাসান- হোসাইন রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমকে একত্রিত করেছেন এবং তাদেরকে একটি কাপড়ে আবৃত করে নিলেন।অতঃপর বললেন-হে আল্লাহ্ এঁরা আঁমার আহলে বায়ত।
[তাবারানী:আল্ মুজামুল কবির,হাদীস- ২৬৬৩]
মহান আল্লাহ তায়ালা আমাদের সকল কে সঠিক বুঝতে সাহয্য করুন।

পাক-পাঞ্জাতন পরিচিতি★ পাক মানে পবিত্র,পাঞ্জা হলো পাঁচ এবং ”তন” অর্থ শরীর বা দেহ।সুতরাং পাক-পাঞ্জাতন হলো পবিত্র পাঁচটি দে...
03/08/2025

পাক-পাঞ্জাতন পরিচিতি

★ পাক মানে পবিত্র,পাঞ্জা হলো পাঁচ এবং ”তন” অর্থ শরীর বা দেহ।সুতরাং পাক-পাঞ্জাতন হলো পবিত্র পাঁচটি দেহ মোবারক।তাঁরা হলেন:-

*১. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
*২. হযরত আলী মুরতাজা (عليه السلام)
*৩. হযরত ফাতেমা (عليه السلام)
*৪. হযরত হাসান (عليه السلام)
*৫. হযরত হুসাইন (عليه السلام)
সৃষ্টির আদিতে পাক-পাঞ্জাতনই হলো নুরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।আর এই নুরে মোহাম্মদী হতে পঞ্চ নুরের মাধ্যমে সারা কুল কায়েনাত সৃস্টি।
অনেকেই বলেন পাকঁ পাঞ্জাতন আবার কি?
পাকঁ-পাঞ্জাতন তো কোরআনে নাই, আমি বলি আপনি সঠিকই বলেছেন,পাকঁ পাঞ্জাতন কোরআনে নাই,তবে হ্যাঁ, কোরআনে আছে কি?
কোরআনে আছে আহলে বাইত।যেমন নামাজ কোরআনে নাই, কোরআনে আছে সালাত।
যেমন: রোযা কোরআনে নাই,আছে সিয়াম।
তেমনি পাকঁ পাঞ্জাতনও কোরআনে নাই,আছে আহলে বাইত।

★ আর সূরাহ্ আল্-বাক্বারাহর ৩৭ নং আয়াতে-যেখানে এরশাদ হয়েছে: দলীল
فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
“অতঃপর আদমের কাছে তার রবের পক্ষ থেকে কয়েকটি কথা পৌঁছলো,তখন সে তার সাহায্যে তাওবাহ্ করলো, নিঃসন্দেহে তিনি তাওবাহ্ কবূলকারী দয়াবান
(তাই তার তাওবাহ্ কবূল করলেন)।

★ এ আয়াতের ব্যাখ্যায় ‘আল্লামা সুয়ূত্বী (রহঃ) তাঁর তাফ্সীর দুররুল্ মানছুর্-এ হযরত ‘আবদুল্লাহ্ ইবনে ‘আব্বাস্ (রাঃ) থেকে একটি হাদীস উদ্ধৃত করেছেন।
এ হাদীস অনুযায়ী তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) কে হযরত আদম (‘আঃ)-এঁর কাছে কোন্ কথাগুলো পৌঁছেছিলো সে সম্বন্ধে প্রশ্ন করেন।জবাবে রাসূলুল্লাহ্ (ﷺ) এরশাদ করেন:
দলীলঃ-
سأل بحق محمد و علی و فاطمة و الحسن و الحسين.

03/08/2025

মানুষ মরণশীল মানুষের কাছ থেকে জ্ঞান লাভ করেছে।
কিন্তু আমি জ্ঞানলাভ করেছি স্বয়ং আল্লাহর কাছ থেকে।
যিনি চিরঞ্জীব,যার কখন ও মৃত্যু নেই।

হযরত বায়োজীদ রহঃ।

02/08/2025

আলহামদুলিল্লাহ, মুড়ার বন্দ মাজার মসজিদে মিলাদ ও
মাহফিলে, মাগরিব নামাযের বাদ

একীন ৩প্রকার,যথা ০১. একীনে খবর ০২. একীনে দালালাত ০৩. একীনে মুশাহাদাহ। হযরত আবদুল্লাহ মানাযেল (রাহঃ)।
02/08/2025

একীন ৩প্রকার,যথা ০১. একীনে খবর ০২. একীনে দালালাত ০৩. একীনে মুশাহাদাহ।
হযরত আবদুল্লাহ মানাযেল (রাহঃ)।

02/08/2025

রোগ বালা মুসিবত গুনাহের কাফফারা

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md shahibul Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share