30/04/2024
খেদমতে নতুন নিয়োগদের প্রতি কিছু পরামর্শ
১৷ গিয়েই কোনো কিছুর পরিবর্তন বা বিপ্লব ঘটানোর চেষ্টা করবেন না৷ কারণ, প্রত্যেক মাদরাসা যেহেতু দীর্ঘ সময় ধরে তাদের নিজস্ব কিছু নিয়মে চলে আসছে তাই আপনার পরামর্শে তারা সহজে সেগুলো পরিবর্তন করবে না৷ প্রকাশ্যভাবে মাদরাসা কর্তৃপক্ষ আপনার চিন্তাধারাগুলো সুন্দর প্রকাশ করলেও ভেতরে আপনাকে নিয়ে ভিন্ন কিছু চিন্তা করবে৷ তাই কোনো কিছুর পরিবর্তন করা থেকে বিরত থাকুন৷
২৷ কোথাও নিয়োগ হয়েই নিজস্ব লোককে সেখানে চাকুরির ব্যবস্থা করা থেকে বিরত থাকুন৷ কারণ, এতে কিছু সময় পর আপনি মুহতামিমসহ অন্য পুরাতন উস্তাদগণের চোখে কাঁটা হয়ে যেতে পারেন৷
৩৷ পরামর্শ মজলিসে মতামত দেওয়া থেকে যথাসম্ভব বিরত থাকুন৷ নিজের মতামত অনেক গুরুত্বপূর্ণ ভেবে নিজেকে মেলে ধরা থেকে বিরত থাকুন৷ একান্ত কিছু বলতেই হলে বেশি সংখ্যক মতামত যাদের তাদের কথাগুলোকে সমর্থন করুন৷
৪৷ নিজের যোগ্যতা প্রকাশ করার লক্ষ্যে ছাত্র-উস্তাদদের সাথে অযথা বকবকানি থেকে বিরত থাকুন৷ কারণ, এটি হতেপারে একসময় আপনার জন্য কালসাপ হয়ে আপনাকে দংশন করবে৷ আপনাকে পেরেশানির মধ্যে ফেলে দেবে৷ কারণ, মানুষ সবকিছুতেই অপূর্ণ৷ আপনার কোনো দুর্বলতার দিক প্রকাশ হলে তখন তারা আপনাকে পূর্বের বাহাদুরির কারণে লজ্জা দেবে৷
৫৷ কোনো কিতাব চেয়ে নেওয়া থেকে বিরত থাকুন৷ আপনার কোনো চাহিদা আছে কি না জানতে চাইলে আপনি তাদের তাকসিমের উপর রাজি আছেন খুশিমনে বলে দিন৷
৬৷ মজলিসে কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হলো অথচ আপনি সেটি পারবেন না তাহলেও সেই সিদ্ধান্তকে সরাসরি নাকচ করা থেকে বিরত থাকুন৷ বিষয়টি পরবর্তিতে কর্তৃপক্ষের সাথে আপনার ওজর পেশ করে আলোচনার মাধ্যমে সমাধান করুন৷ কারণ, বড়োদের কথা সরাসরি নাকচ করলে হীতে বিপরীত হয়ে যায়৷
৭৷ শতভাগ কোথাও আপনার মন মতো হবে না৷ আপনার চোখে প্রতিষ্ঠানের যথেষ্ট ত্রুটি ধরা পড়বে৷ আপনি সেগুলোর সমালোচনা করা থেকে বিরত থাকুন৷ কারণ, এসব ত্রুটির পেছনে উপযুক্ত কারণ থাকতে পারে৷ আপনি নতুন তাই হয়তো সেগুলো না জানার কারণে আপনার চোখে ত্রুটি মনে হয়েছে৷ কিছুদিন থাকার পর হয়তো সেগুলো আপনার চোখেও সেগুলো আর ত্রুটি হিসাবে থাকবে না৷
৮৷ নিজের বাড়তি যোগ্যতা প্রকাশ করা থেকে বিরত থাকুন৷ কারণ, বাড়তি যোগ্যতা প্রকাশ করে আপনি বিপদে পড়ে যেতে পারেন৷ কারণ, এতেকরে অনেক সময় কেবল আপনি একাই কাজ করতে হতে পারে৷ তখন আপনি যেজন্য প্রকাশ করেছিলেন সেটির বিপরীত হয়