01/11/2025
আজ ছিল সিলেট রেল অবরোধ।
বৃহত্তর সিলেটবাসীর ৮ দফা দাবি বাস্তবায়নে নানা সংগঠনের ব্যানারে কুলাউড়াসহ বিভিন্ন স্থানে ট্রেন অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
সত্যি বলতে কী, দেশের রেল ব্যবস্থার কথা ভাবলে সিলেট যেন এক চরম অবহেলার নাম।
বিগত সরকারগুলোর আমলে সিলেটের বহু মন্ত্রী, আমলা ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন—
কিন্তু দুঃখের বিষয়, কেউ ট্রেনের উন্নয়নের কথা ভাবেননি।
ফলাফল আজ আমরা দেখি—
সিলেট রোডে ট্রেন চলে যেন ‘জুড়াতালি’ দিয়ে,
আর গত কয়েক দিন ধরে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস চলছে আওলাদ ইঞ্জিনে!
বিলম্ব এখন যেন নিয়মে পরিণত হয়েছে।
আট দফা দাবি:
১. সিলেট–ঢাকা ও সিলেট–কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু
২. আখাউড়া–সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন বাস্তবায়ন
৩. আখাউড়া–সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু
৪. আখাউড়া–সিলেট সেকশনের সব বন্ধ স্টেশন পুনরায় চালু
৫. কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি
৬. কালনী ও পারাবত ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার
৭. শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার
৮. যাত্রী চাহিদা অনুযায়ী প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন
আমি একজন গর্বিত সিলেটি হিসেবে বলতে চাই—
আমার প্রাণের দাবি এই ৮ দফা দ্রুত বাস্তবায়ন হোক।
না হলে সিলেটবাসী বাধ্য হবে বলতে—
👉 “সিলেট আরেকটা দেশ হইলে ক্ষতি কী?” 🇧🇩💚
চাই উন্নয়ন, চাই ন্যায্য অধিকার —
চাই রেলের অগ্রগতি, অবহেলা নয়! 🚂✨