আদি সুমন

আদি সুমন 🗣️ Life is nothing without struggle 👤

আজকাল নিজেকে খুব স্বাধীন মনে হয়। কারো প্রতি কোনো অভিযোগ নেই; কারো কাছ থেকে কোনো এক্সপেকটেশনস নেই, কাউকে নিজের ব্যাপারে ক...
17/05/2025

আজকাল নিজেকে খুব স্বাধীন মনে হয়। কারো প্রতি কোনো অভিযোগ নেই; কারো কাছ থেকে কোনো এক্সপেকটেশনস নেই, কাউকে নিজের ব্যাপারে কিছু বলারও ইন্টারেস্ট নেই।

নিজের মত করে একাকিত্ব কে সাথে নিয়ে দিব্বি দিন কাটিয়ে দিচ্ছি। আজকাল একা থাকতে ভিষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কারো সাথে কথা বলার আর আকুলতা নেই। স্বাধীন একটা জীবন, কারো হস্তক্ষেপ নেই।

তবে মাঝেমাঝে একাকী খোলা আকাশের নিচে দাঁড়ালে; ভারী বুক নিয়ে পৃথিবীর দিকে চোখ পড়তেই মনে হয়, এতটাও স্বাধীনতা চাইনি।

ভেবেছিলাম পৃথিবীর আর কোথাও না হোক তোমার কাছেই শান্তি মিলবে!কিন্তু তোমার আমার দূরত্বের পরিধি ক্রমশ গভীর হতে হতে, আমি নিজে...
17/05/2025

ভেবেছিলাম পৃথিবীর আর কোথাও না হোক তোমার কাছেই শান্তি মিলবে!
কিন্তু তোমার আমার দূরত্বের পরিধি ক্রমশ গভীর হতে হতে, আমি নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি! তোমার বুকে ঠাই পেতে গিয়ে, হতাশাকে আঁকড়ে ধরে বেঁচে আছি!

হুটহাট কান্নায় ভেঙে পড়ে ফরজ সালাতে বিঘ্ন ঘটানোর মতোন দুঃখ আমি যেন কোনোদিন কাউরে না দেই মাবুদ। আমি যেন কারো মাঝরাতে প্যান...
16/05/2025

হুটহাট কান্নায় ভেঙে পড়ে ফরজ সালাতে বিঘ্ন ঘটানোর মতোন দুঃখ আমি যেন কোনোদিন কাউরে না দেই মাবুদ। আমি যেন কারো মাঝরাতে প্যানিক অ্যাটাকের কারণ না হই। কারো চঞ্চলতা হারায়ে চিরকালের জন্য নিশ্চুপ হয়ে যাওয়ার কারণ না হই। আমি যেন কারো বিশ্বাস করার ক্ষমতা কেড়ে নেওয়ার মতোন গুনাহ না করি, ইয়া আল্লাহ! আমি যেন কোনোদিন নিষ্ঠুর না হই।

তোমার পক্ষেই সব সম্ভব।ভালোবেসে দিব্যি ভুলে যাওয়া, দিনের পর দিন কথা না বলেও থাকতে পারা, অবহেলা–উদাসীনতা সব তোমার পক্ষেই স...
16/05/2025

তোমার পক্ষেই সব সম্ভব।
ভালোবেসে দিব্যি ভুলে যাওয়া, দিনের পর দিন কথা না বলেও থাকতে পারা, অবহেলা–উদাসীনতা সব তোমার পক্ষেই সম্ভব।

কই? আমি তো পারি না!
এই যে বুকের ভেতর বিরহ পুষে কেমন জগত সংসার ভুলে আছি, কেমন করে কথার তৃষ্ণায় গলা শুকিয়ে যায়, আমি তো তোমার মতো হতে পারি না।

কয়েকজীবন মৃত্যুর পরে,অতঃপর জানা গেলো কেউ কারোর হয় না।কেউ কারোর হতে পারেনি কোনোদিন।যারা চেয়েছে, তারা ঠকেছে প্রতিবার।চেষ্ট...
15/05/2025

কয়েকজীবন মৃত্যুর পরে,
অতঃপর জানা গেলো কেউ কারোর হয় না।
কেউ কারোর হতে পারেনি কোনোদিন।
যারা চেয়েছে, তারা ঠকেছে প্রতিবার।
চেষ্টা করে হেরেছে কতশত শ্রমিক!
একে অন্যের হবো!
বোঝা সব ভাগাভাগি হবে এ কাঁধ থেকে ও কাঁধ!

কই?
পারেনি কেউ, শেষমেষ পারেনি কেউ।
বিচ্ছিন্ন একাগ্রতাই জীবন শেষমেষ।
কয়েকজীবন মৃত্যুর পরে।

কেউ কারোর হয় না।
কেউ কারোর হতে পারেনি।

একটি পোস্টের মধ্যে পড়েছিলাম: রক্তের সম্পর্ক ছাড়া যদি কোনো মানুষ আপনার জন্য কাঁদে, তাকে কখনো ফেলে দেবেন না। এমন মানুষ সবা...
14/05/2025

একটি পোস্টের মধ্যে পড়েছিলাম: রক্তের সম্পর্ক ছাড়া যদি কোনো মানুষ আপনার জন্য কাঁদে, তাকে কখনো ফেলে দেবেন না। এমন মানুষ সবার ভাগ্যে থাকে না।
কিন্তু আমি তার জন্য অঝরে কেঁদেছিলাম। সে ঠিকই আমাকে ফেলে দিয়েছিল।.

জীবন টা কেমন ছন্নছাড়া হয়ে গেছে। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়ি। এতটা ক্লান্ত হয়ে যাই যে আ...
13/05/2025

জীবন টা কেমন ছন্নছাড়া হয়ে গেছে। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়ি। এতটা ক্লান্ত হয়ে যাই যে আর উঠে দাঁড়ানোর শক্তি পাইনা।

চারিপাশে তাকিয়ে দেখি গাঢ় অন্ধকার। কেউ হাত ধরে টেনে ওঠাবে এমন কাছের কোনো মানুষ নেই। যাদের কে কাছের ভাবি তারা আমার ঢলে পড়ে যাওয়ার দৃশ্য দেখে দূর থেকে মুচকি হাসে!

এই যে হুটহাট সবকিছু স্বাভাবিক থাকার পরেও অস্বস্তি অনুভব হয় এর কারণ টা তুমি। হাসতে হাসতে হাসির মাঝখানে হঠাৎ থেমে গিয়ে চুপ...
12/05/2025

এই যে হুটহাট সবকিছু স্বাভাবিক থাকার পরেও অস্বস্তি অনুভব হয় এর কারণ টা তুমি। হাসতে হাসতে হাসির মাঝখানে হঠাৎ থেমে গিয়ে চুপ হয়ে যাওয়ার কারণ টা তুমি।

তোমার কথা মনে পড়লে কেমন যেনো এলোমেলো হয়ে যাই আমি৷ ভালো লাগে এই ভালো লাগার মধ্যে আবার আচমকা শূন্যতা অনুভব করি। তোমার নাম শুনলে এখনও চলতি অবস্থায় দাঁড়িয়ে পরি।

এই যে তোমাকে ঘিরে এতকিছু ঘটে, অথচ তুমি আমার জীবনের ছিটেফোঁটা তেও নেই। তুমি জানোই না তোমাকে নিয়ে ভাবতে ভাবতে কতবার কত ভুল পথে ঢুকে পরেছি। মস্তিষ্কে কত জ্যামজট লেগে আছে তুমি মানুষ টা ঘিরে, তুমি জানোই না।

আচ্ছা অসুবিধে নেই, এইসব নাহয় তোমার অজানাই থাকলো।

Book - শেষ অধ্যায়.

'আমারে কেউ চাইলো না' আফসোস টা মারাত্মক! আপনি দেখবেন আশেপাশের কতো মানুষ ই তার প্রিয় মানুষ টার সাথে ঘুরতেছে, সুন্দর সময় কা...
12/05/2025

'আমারে কেউ চাইলো না' আফসোস টা মারাত্মক! আপনি দেখবেন আশেপাশের কতো মানুষ ই তার প্রিয় মানুষ টার সাথে ঘুরতেছে, সুন্দর সময় কাটাচ্ছে, কেউ বিয়ে করে ফেলতেছে।
আপনি এতো সব মানুষ এর ভীড়েও 'একা' ফিল করবেন হুটহাট! আপনার মনে হবে আশেপাশে এতো মানুষ তবুও আমি একা! এমন টা না হলেও তো পারতো! কিছু কাছের মানুষ থাকতো,ভালোবাসার মানুষ থাকতো! কেউ খুব করে চাইতো!
নাহ! এমন হয়না সব সময়! কিছু মানুষ থাকে,যাদের কেউ কখনো চায় না! 'আমারে কেউ চাইলো না' এই আফসোস টা তাদের থেকেই যায়!.

সরে আসা মানেই পরাজয় নয়যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে সরাতে সক্ষম হবেন, আপনি তখন বুঝতে পারবেন, আপনি আর আগের মানুষ টি নেই।...
11/05/2025

সরে আসা মানেই পরাজয় নয়
যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে সরাতে সক্ষম হবেন, আপনি তখন বুঝতে পারবেন, আপনি আর আগের মানুষ টি নেই। আপনি প্রচন্ড ব্যাথায়, কষ্টে নিজেকে পাল্টে নিতে সক্ষম হয়েছেন। যে জিনিসগুলো দিনের পর দিন সহ্য করে গেছেন সেই জিনিসগুলো হুংকার দিয়ে প্রতিরোধ করা শিখে গেছে। না বলা যে কথাগুলো ছিলো যা আপনাকে ক্ষতবিক্ষত করছিল দিনের-পর-দিন তা বলার শক্তি আপনি যোগাতে পেরে গেছেন।
যে মানুষটিকে পাওয়ার জন্য আপনি যুদ্ধ করতে ছিলেন, তার অবহেলা গুলোকে, অভিনয় গুলোকে সহ্য করে আসছিলেন হারানোর ভয়ে, সেই আপনি তাকে স্বইচ্ছায় ছেড়ে দিতে সক্ষম হবেন। এই আপনিই অযথা কথা কাটাকাটির চেয়ে নীরবতাকেই বেছে নিবেন। আপনি আপনার প্রতিটা কথার দাম সম্পর্কে অবগত হবেন এবং এটাও বুঝতে পেরে যাবেন কিছু জিনিসে, কিছু মানুষকে বাড়তি সময় দেয়া মানে নিজের মূল্যবোধের পর্যাপ্ত অপচয়।
কিছু মানুষকে ছেড়ে দিয়ে নিজের ভার কমাতে হয়। কিছু মানুষ আপনার সময়ের, আপনার প্রতীক্ষার, আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়েছে বহু আগেই,কিন্তু সিদ্ধান্তে আসতে আপনার কিছুটা বেশি সময় লেগেছে এই আর কি!.

Temporary memories kill my brain everyday:-
11/05/2025

Temporary memories kill my brain everyday:-

Address

Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when আদি সুমন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share