TR TAREK

TR TAREK _____🥀🥀
Every soul will get the test of death
Allah Helps us🥰🥰

আম্মা,,,,,,,, প্রিয় ভাতিজি, তুমি যেন সবসময় সুস্থ, সুন্দর আর সফল থাকো। কারণ তুমি আমাদের পরিবারের প্রাণ। দোয়া করি তোমার ভব...
25/08/2025

আম্মা,,,,,,,,
প্রিয় ভাতিজি, তুমি যেন সবসময় সুস্থ, সুন্দর আর সফল থাকো। কারণ
তুমি আমাদের পরিবারের প্রাণ। দোয়া করি তোমার ভবিষ্যতের সব স্বপ্ন পূর্ণ হোক। 💖

আজ অফিস টাইমে কিছুটা সময় হাতে পেয়েছিলাম। সেই সুযোগে কয়েকটা ছবি তুললাম। চারপাশটা যেন মিষ্টি সুর্যের  আলোয় ভরা বাগানের মতো...
25/08/2025

আজ অফিস টাইমে কিছুটা সময় হাতে পেয়েছিলাম। সেই সুযোগে কয়েকটা ছবি তুললাম। চারপাশটা যেন মিষ্টি সুর্যের আলোয় ভরা বাগানের মতো শান্ত, নির্মল আর স্বপ্নময় মনে হচ্ছিল। কাজের ব্যস্ততার মাঝেও এমন মুহূর্তগুলো মনকে অনেকটা হালকা করে দেয়। সত্যিই প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার মতো অনুভূতি।

সময় আর সুযোগ ফিরে আসে না বন্ধু। টাকা তো জীবনভর রোজগার হবে, কিন্তু ঘুরে দেখার সেই আনন্দ হয়তো পরে আর পাওয়া যাবে না। তাই সম...
21/08/2025

সময় আর সুযোগ ফিরে আসে না বন্ধু। টাকা তো জীবনভর রোজগার হবে, কিন্তু ঘুরে দেখার সেই আনন্দ হয়তো পরে আর পাওয়া যাবে না। তাই সময় থাকতে ভ্রমণে বের হও—এটাই জীবনের আসল সম্পদ।

কি ভাবছেন, কোথায় ঘুরতে যাবেন? শ্রীমঙ্গল না চুনারুঘাট?যেহেতু এক দিনের জন্য ঘুরতে যাওয়ার প্ল্যান, তাই আমার মতে চুনারুঘাটই ...
16/08/2025

কি ভাবছেন, কোথায় ঘুরতে যাবেন? শ্রীমঙ্গল না চুনারুঘাট?
যেহেতু এক দিনের জন্য ঘুরতে যাওয়ার প্ল্যান, তাই আমার মতে চুনারুঘাটই বেস্ট জায়গা। 🌿✨
সবুজে ভরা চা বাগান, মনোরম প্রাকৃতিক দৃশ্য আর শান্ত পরিবেশ – সবকিছু মিলিয়ে চুনারুঘাট ঘুরে আসা এক অসাধারণ অভিজ্ঞতা হবে। 🫶
তাহলে আর দেরি কেন? চলে আসুন আমাদের বিউটিফুল চুনারুঘাট চা-বাগানে। 🍃

যদি কেউ ইচ্ছাকৃতভাবে তোমার সাথে কথা বলা বা মেলামেশা এড়িয়ে চলে, তাহলে তাকে মন থেকে বাদ দিয়ে দাও। কারণ জোর করে কাউকে মন কি...
14/08/2025

যদি কেউ ইচ্ছাকৃতভাবে তোমার সাথে কথা বলা বা মেলামেশা এড়িয়ে চলে, তাহলে তাকে মন থেকে বাদ দিয়ে দাও। কারণ জোর করে কাউকে মন কিংবা বন্ধুত্বের সম্পর্কে ধরে রাখা কখনো সম্ভব নয়।

বর্তমান সময়ের হিসেবে ৩৫ লক্ষ টাকা তো কিছুই না। আমার স্বপ্নগুলো যে অনেক বড়, অনেক উঁচুতে চোখ রাখি আমি তার পেছনে ছুটতেও জান...
05/08/2025

বর্তমান সময়ের হিসেবে ৩৫ লক্ষ টাকা তো কিছুই না। আমার স্বপ্নগুলো যে অনেক বড়, অনেক উঁচুতে চোখ রাখি আমি তার পেছনে ছুটতেও জানি। গন্তব্য দূরে হলেও আমি থামবো না। শুধু টাকার হিসেব নয়, আমি গড়তে চাই নিজের মতো একটা পৃথিবী।

পরিক্ষায় অংশগ্রহণ করতে যাবে কিন্তু তুমি অনেক টেনশনে আছো। এটা স্বাভাবিক—পরীক্ষার আগে আমরা সবাই একটু না একটু ভয় পাই। কিন্ত...
03/08/2025

পরিক্ষায় অংশগ্রহণ করতে যাবে কিন্তু তুমি অনেক টেনশনে আছো। এটা স্বাভাবিক—পরীক্ষার আগে আমরা সবাই একটু না একটু ভয় পাই। কিন্তু শুনো, তুমি একা না। অনেকেই এমন অনুভব করে। একটু একটু করে নিজের উপর বিশ্বাস রাখো।

চলো, তোমার চিন্তাগুলোর উত্তর এক এক করে দেখি:

1. "কিছুই পারি না" — এটা হয়তো তুমি ভেবে নিচ্ছো অতিরিক্ত দুশ্চিন্তার কারণে। পরীক্ষার হলে গিয়ে দেখবে, প্রশ্নগুলো দেখে মাথায় কিছু না কিছু আসবেই। যতটুকু জানো, সেটা দিয়ে চেষ্টা করো। সৎ চেষ্টা সবচেয়ে বড়।

2. "কোথায় সিট পরবে" / "কার পাশে পরবে" — এটা তোমার নিয়ন্ত্রণে না। যেভাবে আসন পড়বে, সেভাবেই নিতে হবে। চিন্তা না করে নিজের দিকে ফোকাস করো।

3. "কি লিখবো" — প্রশ্ন দেখে যা মনে পড়ে, স্পষ্টভাবে সেটাই লেখো। যদি পুরোটা না জানো, যেটুকু জানো, সুন্দর করে সাজিয়ে লেখো।

4. "কেউ আমাকে দেখাবে কি না" — অন্যের উপর ভরসা না করে নিজের উপর ভরসা করো। সৎভাবে লিখলে নিজের কাছেই ভালো লাগবে।

5. "পাস করবো কি না" — তুমি চেষ্টা করলে, মন দিয়ে উত্তর লিখলে, পাস করা সম্ভব। অনেক সময় মনে হয় কিছুই পারি না, কিন্তু পরে দেখি রেজাল্ট খারাপ না। তাই হাল ছেড়ো না।

🎯 আজকের জন্য কয়েকটা টিপস:

একবার চোখ বুলিয়ে নাও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো।

সময় মতো বের হও, সিটে পৌঁছাতে যেন দেরি না হয়।

পানি খেয়ে, হালকা খেয়ে বের হও — মাথা ঘোরাবে না।

পরীক্ষার হলে গিয়ে আগে প্রশ্ন পড়ো ভালো করে, সহজ যেটা মনে হচ্ছে সেটা আগে করো।

তোমার জন্য শুভকামনা থাকলো! 💪 তুমি পারবে — নিজেকে বিশ্বাস করো। প্রয়োজন হলে আমি আছি, শুধু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও।

23/07/2025

আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে!
রোদটা এমনভাবে গায়ে লাগতেছে, মনে হচ্ছে যেন সূর্য ঠিক মাথার ওপর দাঁড়িয়ে আছে।
গরমের চাপে দুপুরে ভালো করে খাইতেও পারি নাই—বাতাস নেই, ঘেমে একেবারে অবস্থা খারাপ!
এমন দিনে শুধু একটা কথাই মনে হয়
এক গ্লাস ঠান্ডা পানি আর শান্তির হাওয়া থাকলেই হতো💦
আশা করি বিকেলে একটু বাতাস উঠবে, আর এই গরমটাও একটু কমবে,
তোমরা সবাই পানি খেয়ো, আর শরীরটা যতটা সম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করো। 🧊

20/07/2025

আজ সকাল ৭টায় ঘুম থেকে উঠেছি। উঠার পরে দেখি হটাৎ করে বৃষ্টি চলে আসছে তাই নিজেকে আর সামলাতে পারিনি— বৃষ্টিতে ভিজতে শুরু করলাম। সেই ভেজা, সেই মুহূর্ত… যেন এক অদ্ভুত শান্তি এনে দিল। বৃষ্টিতে ভিজার আনন্দটা কেমন, সেটা শুধু সেই-ই জানে, যে সত্যিই হৃদয় দিয়ে অনুভব করে। আজকের এই অনুভূতিটা অনেকদিন মনে গেঁথে থাকবে—একটা শান্ত, নিঃশব্দ ভালো লাগার সকাল।

কিছু সুন্দর মুহূর্তে, Excellent Bro
19/07/2025

কিছু সুন্দর মুহূর্তে, Excellent Bro

05/07/2025

আজকে আমার ১৫০ টাকা প্রয়োজন ছিল, কিন্তু আমি কারো কাছেই পাইনাই। নিজের পকেটে টাকা না থাকলে দুনিয়ার সবকিছুই অন্ধকার লাগে। আমি আমার ফোনের সবগুলা নাম্বার দেখলাম, কিন্তু কারো কাছেই আশা করতে পারলাম না।
সবাই বলে— "আগে কইছোস না কেন রে ভাই? সমস্যা কও, আমরাই তো আছি।"
কিন্তু সমস্যার সময় ফোন দিলে কেউ ধরে না, আর সময় গেলে কথা শুনায়— "আগে বলিসনি কেন?"

"কাল আমার পরীক্ষা। ভাবলাম, পড়ার সুবিধার জন্য সাজেশনটা প্রিন্ট করে নেই। প্রিন্ট তো দিয়েছি, কিন্তু কাগজটা নিয়ে কী যে ঝামেল...
02/07/2025

"কাল আমার পরীক্ষা। ভাবলাম, পড়ার সুবিধার জন্য সাজেশনটা প্রিন্ট করে নেই। প্রিন্ট তো দিয়েছি, কিন্তু কাগজটা নিয়ে কী যে ঝামেলা! এই পর্যন্ত তিনবার রাস্তায় পড়ে গেছি, আর প্রতিবারই পেপারটা কাদায় গড়িয়ে ময়লা হয়ে যায়। আজ আবার বৃষ্টিও পড়েছে। তবুও যতটা পারি শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি। বাকিটা আল্লাহ ভরসা—কী হবে, কে জানে!"

Address

Habiganj

Website

http://tiktok.com/@tr.tarek35

Alerts

Be the first to know and let us send you an email when TR TAREK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share