
25/07/2025
দলদলী চা বাগানের এক চা শ্রমিক টাকার অভাবে নিজের বাড়িটা ঠিক করতে পারছেন না। দৈনিক মুজুরী ১৭৮.৫০ পয়সা সংসার চালাতে হিমসিম খেয়ে যায় চা শ্রমিক,কখন জানি মাটির দেওয়াল ভেঙে পড়বে উপরে তার নিশ্চিত নই 🥹, চা বাগান এর মালিক নাকি অনেক কিছু দিয়ে থাকে,, ঘর দিলেও থাকার মতো ঘর নাই 🥹 যদি কোন হৃদয়বান বেক্তি এই চা শ্রমিক এর সাহায্য করতে চান তাহলে ইনবক্সে করবেন, 🙏🙏🙏