BDN Online 24 News

  • Home
  • BDN Online 24 News

BDN Online 24 News সত্য প্রকাশে আপোষহীন নিউজ,

হবিগঞ্জ বানিয়াচং  হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের প্রখ্যাত ধান ব্যবসায়ী ক্ষিতীশ চন্দ্র দা...
17/09/2025

হবিগঞ্জ বানিয়াচং

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের প্রখ্যাত ধান ব্যবসায়ী ক্ষিতীশ চন্দ্র দাস-এর মৃ*ত দেহ আজ ১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে জাফলং এলাকায় উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গতকাল (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তিনি ব্যবসায়িক কাজে হবিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। একাধিকবার ফোন করেও যোগাযোগ করা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নিয়েও তার কোনো খোঁজ মেলেনি।

অবশেষে আজ সকালের দিকে, জাফলং থেকে সকলকে শোকস্তব্ধ করে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো এলাকাজুড়ে শোকের ছায়া।।।

31/08/2025

প্রকাশিত কমিটির বিরুদ্ধে অনাস্থা ও প্রতিক্রিয়া
--------------- বাহুবল প্রতিনিধি,
বাহুবলে প্রচারিত 'বাহুবল দলিল লেখক সমিতি' গঠনের বিরুদ্ধে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতিমধ্যে ওই কমিটি অপরিকল্পিত ও নিয়মবহির্ভূত আখ্যায়িত করে অনাস্থা জানান একাধিক দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ। আজ সকালে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখক আবু তাহের টেনুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গত ২৮/০৮/২০২৫ ইং তারিখে কমিটি গঠন ও বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারকৃত তথ্য বিবৃতিমূলক বলে দাবি জানিয়ে
আগামী ০৩/০৯/২০২৫ইং আবারো একটি সভা অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। ওই দিনই সকলের সর্বসম্মতিক্রমে 'দলিল লেখক সমিতি'র কমিটি গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে চালক আবুল কাশেম (২৮) কে গলায় গামছা পেছিয়ে পিঠিয়ে হত্যা করে ইজিবাইক টমটম নি...
09/07/2025

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে চালক আবুল কাশেম (২৮) কে গলায় গামছা পেছিয়ে পিঠিয়ে হত্যা করে ইজিবাইক টমটম নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই বন্ধুকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত চালক লামাতাশি গ্রামের আব্দুল আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ১১টায় টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি কাশেম। সারারাত খোঁজাখুজির পর মঙ্গলবার সকালে ওই স্কুলের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই টমটম-সিএনজি চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। গ্রেফতারকৃতরা হল একই উপজেলার নন্দনপুর এলাকার হানিফ উল্লার ছেলে মো: আল আমিন ওরফে পিচ্ছি আল আমিন (২২) ও একই এলাকার শফিক মিয়ার ছেলে আল আমিন (২০)

রাত ৯টায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান দুজনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে তারা ঘটনার সাথে জড়িত বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। গাড়ী উদ্ধারে মাঠে পুলিশ কাজ করছে।

তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ইসরায়েলে ফের হামলাইয়েমেন থেকে ইসরায়েলে ফের ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জ...
25/06/2025

ইসরায়েলে ফের হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়েমেন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলে ড্রোন ছোড়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এ সময় কোনো সতর্কীকরণ সাইরেন বাজানো হয়নি। ইসরায়েলি টিভি চ্যানেল ১২ দাবি করেছে, ইয়েমেনের এই ড্রোনটি আটকে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিষয়ে ইয়েমেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। গত সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

তিনি বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে।

ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট ২৪ ঘণ্টা পর এই ‘১২ দিনের যুদ্ধ’ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে।

তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে- যা অবশ্যই হবে। এ জন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই।

ওসি থেকে ডিমোশন দিয়ে এসআই করা হলো মাসুদকেজয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিভাগীয় মামলায়...
25/06/2025

ওসি থেকে ডিমোশন দিয়ে এসআই করা হলো মাসুদকে

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত হয়ে উপ-পরিদর্শক (এসআই) পদে অবনমিত হয়েছেন। রংপুরের একটি ঘটনায় তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে তার এ শাস্তি কার্যকর করা হয়েছে।
আক্কেলপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। ছবি: সংগৃহীত
আক্কেলপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

জানা যায়, ২০১৮ সালে রংপুর ডিবিতে পরিদর্শক (ইন্সপেক্টর) পদে কর্মরত থাকাকালীন রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় মাসুদ রানার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওসি (ইন্সপেক্টর) পদ থেকে আগামী তিন বছরের জন্য এসআই পদে অবনতি করা হয়।

এর আগে তিনি আক্কেলপুর থানায় গত ২০২৩ সালের ২০ জুলাই ওসি (তদন্ত) হিসেবে এবং পরে ২০২৫ সালের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছিলেন। গত মঙ্গলবার (২৪ মার্চ) মাসুদ রানা আক্কেলপুর থানার দায়িত্ব হস্তান্তর করেছেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে ওসি পর্যায়ে ব্যাপক রদবদল

পুলিশ বিভাগের একাধিক সূত্র এবং জয়পুরহাট জেলার পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার অবনমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এখনও যুদ্ধবিরতি চুক্তি হয়নি: ইরানআন্তর্জাতিক ডেস্ক, প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , শেয়ার করুন:ইসরায়েল ও ইরান একটি ‘সম...
24/06/2025

এখনও যুদ্ধবিরতি চুক্তি হয়নি: ইরান
আন্তর্জাতিক ডেস্ক,
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ,
শেয়ার করুন:

ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন তেহরান টাইমস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও বলেছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি।

মঙ্গলবার (২৪ জুন) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধবিরতি বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না। সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, তেহরানে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় ইরানও ইসরায়েল দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে।

এর আগে, ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে গত ২১ জুন দিনগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান।

উল্লেখ্য, কোনোপ্রকার উসকানি ছাড়াই গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানীসহ ৫০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
BDN online 24 news

কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা | ৩ ঘণ্টা আগেইরানের হামলাবাংলাদেশ থেকে কাতারের সব ফ্লাইট বন্ধকা...
23/06/2025

কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা | ৩ ঘণ্টা আগে

ইরানের হামলা
বাংলাদেশ থেকে কাতারের সব ফ্লাইট বন্ধ
কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি সোমবার (২৩ জুন) রাতে এই তথ্য জানিয়েছে। হামলার ঘটনায় কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে।
কাতারে পরিচালিত সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি সংগৃহীত

কাতারে পরিচালিত সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ অবস্থায় বাংলাদেশ থেকে কাতারের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ঢাকা থেকে দোহাগামী একটি ফ্লাইটও মাঝ আকাশে এয়ারস্পেস বন্ধ ঘোষণার বিষয়টি জানতে পেরে ফেরত আসছে। এছাড়া মধ্যরাতে দোহা হয়ে জেদ্দাগামী একটি ফ্লাইট দোহা না গিয়ে সরাসরি জেদ্দা যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।



বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশে আমাদের একটি ফ্লাইট উড্ডয়ন করে। পরে মাঝ আকাশে জানা যায় কাতারের আকাশসীমা বন্ধ করা হয়েছে। এরপরে ফ্লাইটটি দোহা না গিয়ে ওমানের মাস্কটে গিয়ে ল্যান্ড করেছে। সেখানে ফুয়েল নিয়ে সেটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

তিনি আরও বলেন, রাতে আরও একটি ফ্লাইট দোহা হয়ে জেদ্দা যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি দোহা না গিয়ে সরাসরি জেদ্দা যাবে।

তবে চলমান অবস্থায় হজ ফ্লাইটের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন তিনি।


ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ৪ দেশে ফ্লাইট বাতিল
বাংলাদেশ

কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
কাতারে নিজ দেশের নাগরিকদের এবার সতর্ক করল ,
কাতারে থাকা মার্কিনিদের নিরাপদে যেতে বললো দূতাবাস

চুনারুঘাটে একই দিনে আপন দুই ভাইয়ের মৃত্যু হবিগঞ্জের চুনারুঘাটে একই দিনে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ মর্মান্তিক ...
20/06/2025

চুনারুঘাটে একই দিনে আপন দুই ভাইয়ের মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে একই দিনে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ মর্মান্তিক এই মৃত্যু নিয়ে শোকের মাতম বইছে।
জানা যায়, চুনারুঘাট উপজেলার উত্তর দেওরগাছ গ্রামে মরহুম মিয়া ধন মিয়ার বড় ছেলে মোহাম্মদ ফজলুর রহমান আজ শুক্রবার রাত রাত ১টা ৩০ মিনিটে এবং ছোট ছেলে মোহাম্মদ শিবলু মিয়া আজ শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
এলাকাবাসী জানান, দুইভাই ব্যক্তিগত জীবনে সামাজিক ব্যক্তি ছিলেন। পরোপকারী মনোভাব ছিলো এই দুই ভাইয়ের মধ্যে। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করি।

হবিগঞ্জের বাহুবলে সেনাবাহিনীর যৌথ অভিযান,গাঁজা সহ আটক মর্তুজ আলী(৪০) চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জ...
19/06/2025

হবিগঞ্জের বাহুবলে সেনাবাহিনীর যৌথ অভিযান,
গাঁজা সহ আটক মর্তুজ আলী(৪০) চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে।
৯০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলর গলায় ফাঁস লাগিয়ে রাব্বি নামে ১৩ বছরের এক কিশোরের আত্নহত্যা।
18/06/2025

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলর গলায় ফাঁস লাগিয়ে রাব্বি নামে ১৩ বছরের এক কিশোরের আত্নহত্যা।

চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ট্রাক উল্টে ২ শতাধিক সিলিন্ডার বিস্ফোরণব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজপ্রকাশিত: বুধবার, ০৪...
04/06/2025

চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ট্রাক উল্টে ২ শতাধিক সিলিন্ডার বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ
প্রকাশিত: বুধবার, ০৪ জুন ২০২৫ ,
শেয়ার করুন:

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় কুমিল্লা অভিমুখী সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা দুই শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে ট্রাকটিতে আগুন লেগে যায়।

বুধবার (৪ জুন) ভোরে বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এ ঘটনায় আশপাশের ৩ থেকে ৪ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কয়েকটি বিল্ডিংয়ের জানালার গ্লাস ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস বলেন, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতল থাকায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

04/06/2025

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BDN Online 24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share