বণিক বাড়ির গান

বণিক বাড়ির গান Music Video Content Creator

18/06/2025

আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ
আমার মায়ের আদেশ বাবার মতন
গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ

শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি
সঙ্গীতটাকে সারাজীবন সংগী করেছি
জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি
এ গানই আমার জীবন মরণ
গানই যেনো প্রাণ

বাবা যেনো আজও স্বর্গে বসে
গাইছে সেই গান
যে গান শুনে সপেছিলো
মা বাবাকে মনপ্রাণ
কোনোদিন এই কণ্ঠ যদি
কখনো থেমে যায়
সেইদিন যেনো মরণ এসে
আমাকেও নিয়ে যায়
এ গানই আমার জীবন মরণ
গানই যেনো প্রাণ

আমার বাবার মুখে প্রথম যেদিন
শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ

কন্ঠ ও হারমনিয়াম : শংকু বণিক
তবলা : সু্ব্রত বণিক

17/06/2025

কে যাস রে ভাটির গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইও নাইওর নিতো বইলা
তোরা কে যাস কে যাস

বছর খানি ঘুইরা গেল গেল রে
ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না
কইলজা আমার পুইড়া গেল গেল রে
ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না
ছিলাম রে কত আশা লইয়া
ভাই না আইলো গেল গেল রথের মেলা চইলা
তোরা কে যাস কে যাস

প্রাণ কান্দে কান্দে প্রাণ
কান্দেরে প্রাণ কান্দে
নয়ন ঝরেঝরে নয়ন ঝরেরে নয়ন ঝরে
পোড়া মন রে বুঝাইলে বুঝে না
কান্দে কান্দে প্রাণ কান্দেরে নয়ন ঝরে
সুজন মাঝিরে ভাইরে কইও গিয়া
না আসিলে স্বপনেতে দেখা দিতো বইলা
তোরা কে যাস কে যাস

সিন্দুরিয়া মেঘ উইড়া আইলো রে
ভাইয়ের খবর আনলো না আনলো না
ভাটির চরে নৌকা ফিরা আইলো রে
ভাইয়ের খবর আনলো না আনলো না
নিদয় বিধিরে তুমি সদয় হইয়া
ভাইরে আইনো নইলে আমার পরান যাবে জ্বইলা
তোরা কে যাস কে যাস

কে যাসরে ভাটির গাঙ বাইয়া
আমার ভাইধনরে কইও নাইওর নিতো বইলা
তোরা কে যাস কে যাস।

কন্ঠ ও হারমনিয়াম : শংকু বণিক
তবলা : সুব্রত বণিক

16/06/2025

পুত্র এখন পয়সাওয়ালা
বাড়ি যে তার তিন চারতালা
সব তালাতে ঘর আছে
মায়ের নাই রে ঘর
বিয়ের পরে বউ আপন
মা এখন পর

মাথাতে রাখেনি পুত্র
উকুন তারে খাবে,
মাটিতে রাখেনি পুত্র
পিঁপড়ায় নিয়ে যাবে
অসুখ বিসুখ হলে পরে
দু' হাত তুলে চিৎকার করে
ওরে বিধি আমায় নিয়ে
বাঁচাও তুমি তারে
সে মায়েরে এখন আর নেয়না খবর
এই বাড়িটা মায়ের কাছে
অন্ধকার কবর

আসতে মানা যেতে মানা
বসতেও তার মানা,
এই যুগেরই চলন বলন
কিছুই নাই তার জানা
পুত্র বকে বউ বকে
এত জ্বালা সয়না বুকে
অভিশাপের কথা তবু
আনেনা সে মুখে
এই বাড়িতে ঝি চাকরের
কতই না আদর !
হতভাগি মায়ের কোনো
নেই যে কোন কদর

কন্ঠ ও হারমনিয়ামে: শংকু বণিক
তবলায়: সুব্রত বণিক

15/06/2025

আজ বিশ্ব বাবা দিবস
শংকু বণিক(কাকা) এর কন্ঠে বাবার স্মরণে এই গানটি

মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা
পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা

স্বর্গের মতো ছিলো আমাদের ঘর
যেখানে ছিলো শুধু সোহাগ আদর
সেই ঘর থেকে বাবা হারিয়ে গেলো
আমার কপালে তাই দুঃখ এলো
আজ আমি বুঝেছি বাবা কি ছিলো

বাবার চেয়ে দামি নয়তো কোন ধন
তুচ্ছ তারই কাছে মানিক রতন
টাকা দিয়ে বাবার স্নেহ যায় না কেনা
কারো সাথে হয়না তার তুলনা
সেই সে বাবার নামে গালি দিওনা

মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা
পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা।

14/06/2025
14/06/2025

ও তুমি মনরে বুঝাইয়া রাইখো গো
ওমা তোমার নিমাই নাই
বিদায় দাও গো শচীরানী
আমি সন্ন্যাসেতে যাই
আমি এই যে ভিক্ষা চাই
বিদায় দে গো শচীরানী
আমি সন্ন্যাসেতে যাই।

নদীয়া ছাড়িয়া যাব,
পরের মাকে মা বলিবো
জানবে লোকে
নিমাইর কেহ নাই।।
তুমি মনরে বুঝাইয়া রাইখো গো
ওমা তোমার নিমাই নাই
বিদায় দে গো শচীরানী
আমি সন্ন্যাসেতে যাই।

ঘরে আছে বিষ্ণুপ্রিয়া,
তারে রাইখো বুঝাইয়া,
মা তোমায় এই আমি জানাই।।
তুমি মনরে বুঝাইয়া রাইখো গো
ওমা তোমার নিমাই নাই
বিদায় দে গো শচীরানী
আমি সন্ন্যাসেতে যাই।
আমি এই যে ভিক্ষা চাই।
বিদায় দে গো শচীরানী
আমি সন্ন্যাসেতে যাই।

13/06/2025

লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।।

ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।

এ ভাবিয়া হাসন রাজা
ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে।।

জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।

২০২১ সালে গাওয়া

09/06/2025

ভব সাগর তারণ কারণ হে।
রবি নন্দন বন্ধন খন্ডন হে।
শরনাগত কিঙ্কর ভীত মনে।
গুরুদেব দয়া কর দীন জনে।।
হৃদি কন্দর তামস ভাস্কর হে।
তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে।
পরব্রহ্ম পরাৎপর বেদ ভণে।
গুরুদেব দয়া কর দীনজনে।।
মন বারণ শাসন অঙ্কুশ হে।
নরত্রান তরে হরি চাক্ষুষ হে।
গুণগান পরায়ণ দেবগণে।
গুরুদেব দয়া কর দীন জনে।।
কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে।
হৃদিগ্রন্থি বিদারণ কারক হে
মম মানস চঞ্চল রাত্রি দিনে।।
গুরুদেব দয়া কর দীন জনে।।
রিপুসূদন মঙ্গলনায়ক হে।
সুখ শান্তি বরাভয় দায়ক হে।
ত্রয় তাপ হরে তব নাম গুনে।
গুরুদেব দয়া কর দীন জনে।।
অভিমান প্রভাব বিনাশক হে।
গতিহীন জনে তুমি রক্ষক হে।
চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে।
গুরুদেব দয়া কর দীন জনে।।
তব নাম সদা শুভ সাধক হে।
পতিতাধাম মানব পাবক হে।
মহিমা তব গোচর শুদ্ধমনে।
গুরুদেব দয়া কর দীন জনে।।
জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে।
ভব রোগ বিকার বিনাশক হে।
মন যেন রহে তব শ্রীচরণে।
গুরুদেব দয়া কর দীন জনে।

09/06/2025

জয় বাবা লোকনাথ।

09/06/2025

হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগতপতে
গোপেশ ,গোপিকাকান্ত ,রাধাকান্ত নমঃস্তুতে।

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when বণিক বাড়ির গান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share