25/06/2025
অন্তত একবার আপনি নিশ্চয়ই ভেবেছেন IELTS Reading-এর True / False / Not Given অংশটা হয়তো সহজ। প্রশ্ন তো স্পষ্ট, অপশন তো মাত্র তিনটা। কিন্তু একটু থামুন। দৃশ্যপট একটু আলাদা। সত্যি বলতে, এই প্রশ্নগুলো শুধু মাত্র সরল তথ্য যাচাইয়ের বিষয় নয় বরং হয়ে উঠেছে আপনার যুক্তি, ধৈর্য এবং মনঃসংযোগের এক গভীর পরীক্ষা। শুরুতে শুনে অবাক লাগলেও বাস্তবতা অনেক গভীর। এই অংশেই সবচেয়ে বেশি আত্মবিশ্বাসে ভর করে পরীক্ষার্থীরা ভুল করে বসেন। কারণ প্রশ্নের ভাষা হয়ত বলছে, “Government strictly controls media in all regions” আর প্যাসেজ বলছে, “Government monitors some regional media.” দেখতে তফাত কম, কিন্তু এখানে হয়তো লুকিয়ে আছে সেই "False" বা "Not Given" এর ফাঁদ, যা এক নম্বরেই আপনার ব্যান্ড স্কোরে দগদগে ছাপ ফেলতে পারে।
আরো ভয়ঙ্কর ব্যাপার হলো "Not Given" শব্দটা যেন এক রহস্য! না আছে স্পষ্ট সত্য, না আছে স্পষ্ট মিথ্যা কিন্তু একটা অলিখিত ঝাপসা আছে, যেটা অনেকেই চিনতে পারেন না। পরীক্ষার হলে অস্থির হয়ে উঠেন, ভাবেন, “আংশিক তো আছে… তবে কি True?” কিন্তু আসলেই কি আছে? নাকি কেবল আপনার কল্পনায় একটা সংযোগ তৈরি হয়েছে? এই জায়গাটাতেই তো Examiner চুপিচুপি একটা লাল দাগ টেনে দেয়, যেটা আপনি খেয়ালই করেন না।
আর এখানেই প্রশ্নটা ওঠে আপনি কি আদৌ প্রস্তুত? আপনি কি জানেন, এই অংশে আপনার যুক্তি ভেঙে পড়লে শুধু একটা ভুল হবে না, পুরো Reading সেকশনেই ছড়িয়ে পড়বে সেই প্রভাব?
IELTS-এ এই অংশটি যেন এক অদৃশ্য খেলার মাঠ। আপনি যত এগোবেন, তত বেশি ভাববেন “হয়তো আমি সঠিক পথে আছি।” কিন্তু সেই আত্মবিশ্বাসই যদি হয় আপনার সবচেয়ে বড় শত্রু?
তাই, এখনই সময় সতর্ক হওয়ার। True / False / Not Given অংশকে শুধু অনুশীলন নয়, বিশ্লেষণ করুন। প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, এমনকি প্রতিটা চুপ করে থাকা তথ্যের ভেতরের নীরবতাও বুঝতে শিখুন। কারণ, এই অংশে হার মানা মানে, পুরো Reading-এ এক পা পিছিয়ে পড়া। IELTS Reading জয় করতে হলে তথ্যের চেয়ে বেশি জরুরি হয় বিশ্লেষণ আর True / False / Not Given অংশেই সেটা সবচেয়ে বেশি স্পষ্ট হয়। True False নিয়ে ভিডিও পেতে ইউটিউবে সার্চ করুন Project IELTS।