13/09/2025
নদী পার হবার জন্য নৌকা যেমন দরকার, তেমনি সংসার সাগর পার হবার জন্য কৃষ্ণভক্তিই আসল নৌকা। 🚤🌸”
শ্লোকঃ
সমাশ্রিতাঃ যে পদপল্লবপ্লবং
মহৎ-পদং পুন্য-যশো মুরারিঃ ।
ভবাম্বুধিঃ বৎস-পদং পরং পদং
পদং পদং যদ্ বিপদাং ন তেষাম্ ॥
অর্থঃ
যারা ভগবানের পাদপদ্মরূপ নৌকায় আশ্রয় নেয়, তাদের জন্য এই জন্ম-মৃত্যুর মহাসমুদ্র বাছুরের খুরের গর্তের মতো তুচ্ছ হয়ে যায়। তারা সহজেই তা পার হয়ে যায় এবং সেই পরমধামে পৌঁছে যায়, যেখানে একবার গেলে আর কখনো বিপদে পড়তে হয় না।