02/03/2024
আমি দিনে ১৮ ঘন্টা কাজ করে দেখেছি,আমি দিনে ১২ ঘন্টা ঘুমিয়ে দেখেছি, আমি পরিক্ষায় ফেল করে দেখেছি, আবার ক্লাসে প্রথম হয়েও দেখেছি, আমি রোমাঞ্চকর প্রেমের গল্পও শুনেছি, আবার তিক্ত বিচ্ছেদও দেখেছি, আমি খালি পকেটে পুরো শহর ঘুরেছি, আবার সেই শহরে হাজার টাকার নোট উরিয়েছি, আমি সব কিছুর বিনিময়ে নিজেকে খুজেছি, খুজে পাইনি কোথাও, কোথাও আমার অস্তিত্ব নেই, আমি ভিখারির মতো পথে পথে ঘুরেছি, তবে কিসের সন্ধানে জানা নেই, এখন বুঝলাম মহান রবের দিকে ফিরে আসা ছাড়া কোনো উপাই ভালো থাকার সম্ভাবনা নেই।