Rayhan Ahmed Samrat

Rayhan Ahmed Samrat I am very helpful and amiable person. I try to best effort for any person helping.

05/06/2025

পবিত্র হজ্ব উপলক্ষে আরাফার ময়দানে হাজিদের অবস্থান
হজ লাইভ:
আজকের দিনটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন — আরাফাতের দিন। লাখো মুসলিম তীর্থযাত্রী মক্কার কাছে অবস্থিত জাবাল আর-রাহমা বা আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। তারা এখানে দিনের বেশিরভাগ সময় কাটাবেন নামাজ, দোয়া, ইবাদত এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।

এটি ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে দাঁড়িয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

🔹 তারিখ: ৯ জিলহজ
🔹 স্থান: মাউন্ট আরাফাত (জাবাল আর-রাহমা), মক্কা, সৌদি আরব
🔹 কার্যক্রম:

যোহর ও আসরের নামাজ একসাথে আদায়

খুৎবা শোনা

দোয়া ও তাওবা

সূর্যাস্ত পর্যন্ত অবস্থান

এরপর হাজীরা সূর্যাস্তের পর মুযদালিফার দিকে যাত্রা করবেন, যেখানে তারা রাতে অবস্থান করবেন ও পাথর সংগ্রহ করবেন রমি জামারাতের (শয়তানকে পাথর নিক্ষেপ) জন্য।

দোয়া করি: আল্লাহ যেন সব হাজীর হজ কবুল করেন এবং বিশ্ব মুসলিমের জন্য শান্তি ও রহমতের ব্যবস্থা করেন।
হজ মাবরুর হোক! 🌙🕋

05/06/2025

হজ লাইভ: মুসলিম তীর্থযাত্রীরা মক্কার কাছে মাউন্ট আরাফাতে বসতি শুরু করেছেন | মক্কা, সৌদি আরব |

হয়‌তো আমরা স‌্যার‌কে হারা‌তে ব‌সে‌ছি!এর চে‌য়ে যোগ‌্য মানুষ হয়‌তো বাংলা‌দেশ আর পা‌বে না!এই জা‌তি‌কে ১১৫ টাকায় চি‌নি, ৩...
23/05/2025

হয়‌তো আমরা স‌্যার‌কে হারা‌তে ব‌সে‌ছি!
এর চে‌য়ে যোগ‌্য মানুষ হয়‌তো বাংলা‌দেশ আর পা‌বে না!

এই জা‌তি‌কে ১১৫ টাকায় চি‌নি, ৩০ টাকায় পেঁয়াজ, ১০০ টাকায় আদা রসুন ক্রয়ের ব‌্যবস্থা ক‌রে দিয়ে‌ছেন। বাংলা‌দে‌শিরা ম‌নে রাখ‌বে স‌্যার আপনাকে!

ব‌র্হি‌বি‌শ্বে বাংলা‌দেশ‌কে হয়‌তো এর চে‌য়ে আর কেউ এত্তো এত্তো সুন্দরভা‌বে উপস্থাপন কর‌তে পার‌বে না। মিস কর‌বে বাংলা‌দে‌শ।

স‌্যার আমরা আশা জাগা‌নিয়া তরুণরা আপনার পা‌শে থাক‌তে চাই।
Respect Sir.

09/05/2025

দাদা হুজুর ক্বিবলা উফাত দিবসের অংশ বিশেষ

06/05/2025

live

ছবিতে যাকে দেখছেন তিনি লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন, ভাবা যায়!। উনার সততার গল্প শুনলে আপনার মনে হবে আপনি উন...
18/04/2025

ছবিতে যাকে দেখছেন তিনি লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন, ভাবা যায়!। উনার সততার গল্প শুনলে আপনার মনে হবে আপনি উনাকে নেট দুনিয়ায় শেয়ার দিয়ে আলোচনায় আনবেন।

উনার পুরো নাম মুহাম্মদ আশরাফুল আলম, পেশায় একজন সরকারি কর্মকর্তা। তিনি সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটে কর্মরত অবস্থায় তাঁর সাথে আমার কাজ করার সুযোগ হয়। সেই সুবাদে কাছ থেকে দেখেছি একজন অফিসার কতটা সৎ হতে পারেন। সম্মানীত পাঠকদের কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন।

১। যেহেতু তিনি প্রশাসন ক্যাডারের অফিসার তাই বাংলাদেশ সরকারের ভিআইপিদের প্রটোকলে তাঁকে যেতে হয়েছে এবং ভিআইপিদের আপ্যায়ন শিষ্টাচারগত কারণে তাঁকেও গ্রহণ করতে হয়েছে। তিনি গ্রহণকৃত খাবার উনার ডায়েরিতে নোট করে রাখতেন।

২। আমরা সরকারি কর্মচারীদের জন্য সরকার নির্ধারিত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করতাম, তিনি সেসকল প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করতেন। যেদিন তিনি সরকারি অন্য দায়িত্ব পালনে যেতেন সেদিনের রিসোর্স পারসন এর কোন সুবিধা নিতেন না। এমনকি দুপুরের খাবারও সেই দিন গ্রহণ করতেন না। আমি বললাম, রিসোর্স পারসন হিসেবে ফোনকলে সমন্বয় করেছেন তাহলে কেন খাবার খাবেন না। উত্তরে বললেন, এটা আজকের জন্য তিনি পাপ্য না। দামী খাবার অগ্রাহ্য করে তিনি রেস্টুরেন্ট থেকে খাবার খেতেন।
৩। অফিসের প্রিন্টারে কোন কিছু প্রিন্ট দিলে ডায়েরিতে লিখে রাখতেন।
৪। আমরা স্থানীয় উদ্যোগে নিরাপদ পানির জার শাখায় রেখে পানি পান করতাম। তিনি কোনদিন এই পানি খাননি। কারণ তিনি সেই পানি রাখার বিষয়টি সঠিক মনে করতেন না।

সিলেট থেকে যখন উনার বদলির অর্ডার হলো তিনি ভিআইপিদের সাথে গ্রহণ করা আপ্যায়ন, অফিসের প্রিন্ট করা কাগজসহ অন্যায় রাষ্ট্রীয় সুবিধা বাধ্য হয়ে নিতে হয়েছে সেগুলোর হিসেব করলেন। তিনি মনে করতেন, সেসকল রাষ্ট্রীয় সুবিধা একজন শিক্ষানবিশ সহকারী কমিশনার কখনও প্রাপ্য হতে পারেন না। তাই সেগুলোর তৎকালীন বাজারমুল্য অনুযায়ী লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে গিয়েছেন।

এরকম একজন অফিসার এখন আমতলী উপজেলার ইউএনও কর্মরত আছেন। কিছুদিন আগে উনার বদলির আদেশ হয়, সে বদলী আটকাতে আমতলী উপজেলার সকল শ্রেণির মানুষ মানববন্ধন করে। এটা একজন অফিসারের জন্য খুব সম্মানজনক। আমতলীর মানুষ সেই সম্মান দিয়েছে।

এরকম কর্মকর্তা সবসময় প্রচার বিমুখ হয়ে থাকেন। আমি মনে করি ভা/ইরা/ল আসলে উনারা হওয়া উচিত। উনারা রিয়েল হিরো, আপাদমস্তক দেশপ্রেমিক। শেয়ার দিয়ে উনাদের ভা/ই/রাল করুন।

Address

ITAKHOLA
Habiganj
3333

Telephone

+8801715991013

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rayhan Ahmed Samrat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rayhan Ahmed Samrat:

Share